scorecardresearch

বড় খবর

রামধনুর দেশে বিস্ময়-কীর্তি ভারতের! হাসপাতাল থেকেই কোহলিদের কুর্নিশ অসুস্থ সৌরভের

দিন দুয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছেন সৌরভ। তবে অসুস্থ অবস্থাতেও ভারতের জয়ে নজর রেখেছেন তিনি।

রামধনুর দেশে বিস্ময়-কীর্তি ভারতের! হাসপাতাল থেকেই কোহলিদের কুর্নিশ অসুস্থ সৌরভের

সেঞ্চুরিয়নে ১১৩ রানে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে ভারত। সুপারস্পোর্ট পার্কে দুরন্ত জয়ের পরেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের উচ্ছ্বসিত হয়ে টুইট করে বসলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে যিনি করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি রয়েছেন।তিনি জানিয়ে দিয়েছেন, টিম ইন্ডিয়ার দাপট দেখে তিনি অন্তত অবাক নন।

সেঞ্চুরিয়নে প্ৰথম এশীয় নেতা হিসাবে দুরন্ত জয় পেয়েছেন ক্যাপ্টেন কোহলি। বৃষ্টির কারণে গোটা একদিন খেলা ভেস্তে গেলেও ভারতের জয় আটকায়নি। প্ৰথম ইনিংসে কেএল রাহুলের দুর্ধর্ষ শতরান এবং ভারতীয় পেস ব্যাটারির সামনে কার্যত ঝলসে গিয়েছে প্রোটিয়াজরা।

আরও পড়ুন: ভারতের ঐতিহাসিক জয়ে কোনও অবদানই নেই কোহলির! ব্যাটিং-অঙ্কে লজ্জা পাবে যে কেউ

এরপরে টুইটারে সৌরভ লিখেছেন, এরপরে চলতি সিরিজে ভারতকে থামানো মুশকিল হয়ে যাবে। কখনও দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরেনি ভারত। সেই কীর্তিই এবার গড়ে ফেলবে কোহলি-ব্রিগেড, এমনটাই আশা প্রকাশ করেছেন মহারাজ।

সৌরভের টুইট, “টিম ইন্ডিয়ার দুরন্ত জয়। ম্যাচের ফলাফলে একদমই বিস্মিত নই। সিরিজে ভারতকে থামানো মুশকিল হয়ে পড়বে। ভারতকে হারাতে দক্ষিণ আফ্রিকাকে সেরাটা বের করতে হবে। নতুন বছরের শুভেচ্ছা।”

প্ৰথম টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৫ রানের টার্গেট ঝুলিয়েছিল ভারত। তবে বোলিং সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৯৪/৪-এ ছিল। মর্নিং সেশনে ডিন এলগার এবং তেম্বা বাভুমা শুরুটা খারাপ করেননি। প্ৰথম ১০ ওভার নিরূপদ্রবে খেলছিলেন দুজনে।

তবে বুমরা এলগারকে লেগ বিফোর করতেই পতনের সূচনা হয়ে যায়। ভারতের পেস ব্যাটারির সামনে এরপরে বেশিক্ষণ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডিকক মাঝে ওয়ানডের মেজাজে ২৮ বলে ২১ করে যান। তবে সিরাজের বল ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে টেনে আনেন শেষমেশ। সেঞ্চুরিয়ন টেস্টের পরে চলতি সিরিজে আর দেখা যাবে না ডিকককে। পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs south africa sourav ganguly tweets after team indias historic test win in centurion