Advertisment

ভেঙ্কটেশকে দিয়ে এক ওভারও বোলিং নয় কেন! ক্যাপ্টেন রাহুলের কাছে জবাব চাইলেন সানি

অলরাউন্ডার হিসাবে খেলানো হলেও ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে বোলিং করাননি অধিনায়ক কেএল রাহুল। যা মোটেই পছন্দ হয়নি সুনীল গাভাসকারের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জাতীয় দলে অলরাউন্ডার হিসাবে অন্তর্ভুক্তি। অথচ সেই ভেঙ্কটেশ আইয়ারকেই কিনা, এক ওভার বোলিং দিলেন না অধিনায়ক কেএল রাহুল। এমন স্ট্র্যাটেজির মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না সুনীল গাভাসকার। প্ৰথমে ব্যাট করতে নেমে তেম্বা বাভুমা-ভ্যান ডার ডুসেন ২০০ প্লাসের পার্টনারশিপ গড়ার সময় বাকি বোলাররা ব্রেক থ্রু দিতে পারেননি। সেই সময়েও কেন ভেঙ্কটেশ আইয়ারকে আক্রমণে আনা হল না! এমনই প্রশ্ন তুললেন সুনীল গাভাসকার।

Advertisment

অলরাউন্ডার হওয়ায় সূর্যকুমার যাদবকে বসিয়ে জায়গা দেওয়া হয়েছিল কেকেআর তারকাকে। ভেঙ্কটেশ আইয়ার অনেকটাই অজানা হিসাবে আবির্ভূত হতে পারতেন প্রোটিয়াজ ব্যাটসম্যানদের সামনে। তা সত্ত্বেও হাত ঘোরানোর সুযোগ দেননি অধিনায়ক কেএল রাহুল।

আরও পড়ুন: অবিশ্বাস্য রিফ্লেক্সে যেন সাক্ষাৎ ধোনি! পন্থকে স্ট্যাম্প করে কিংবদন্তির স্মৃতি ফেরালেন ডিকক, দেখুন ভিডিও

স্পোর্টস টক-এ গাভাসকার বলে দিয়েছেন, "একমাত্র ক্যাপ্টেনই বলতে পারবে কেন ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে বোলিং করানো হল না। ও এমন একজন ক্রিকেটার যে গত ৪-৫ মাসে দ্রুত গতিতে উঠে এসেছে। সেই কারণেই ওঁকে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়া হয়েছিল। এই জন্যই প্রতিপক্ষ ওঁকে নিয়ে খুব বেশি ওয়াকিবহাল নয়। এমন পরিস্থিতিতে ওঁকে বোলিং করানো বুদ্ধিমানের হত।"

"অনেক সময় নতুন বোলারদের সামনে ব্যাটসম্যানদের ছন্দপতন ঘটে। ওঁকে এক ওভার বোলিং করানো হলে অন্য কিছু হতেই পারত। হয়ত ২০-২৫ রানও খরচ করতে পারত। তবে অন্তত সুযোগ তো দেওয়াই যেত।"

আরও পড়ুন: নেতা নন, তবু এখনও গনগনে আগ্রাসন! প্রোটিয়াজ নেতাকে মাঠেই তুলোধোনা কোহলির, দেখুন ভিডিও

এমন স্ট্র্যাটেজির আগাগোড়া বুঝতে ব্যর্থ হওয়ার পরে সুনীল গাভাসকার শিবম দুবের প্রসঙ্গও তুলে এনেছেন। "এটাই মাথায় ঢুকছে না। একটা বড় পার্টনারশিপ যখন হয়ে চলেছে, সেই সময় এমন একজন বোলার যাঁকে প্রতিপক্ষ খুব বেশি খেলেনি, সে ভাল চয়েস হতে পারে। একই ঘটনা ঘটেছে শিবম দুবের ক্ষেত্রেও। যতটা ওঁর পাশে দাঁড়িয়ে উৎসাহ জোগানো উচিত ছিল, তা করা হয়নি। এর কারণ কি প্রেস কনফারেন্সে জানাতে হবে? কী স্ট্রাটেজি, কী কৌশল যে ওঁকে এক ওভারও বোলিং দেওয়া গেল না?" সপাটে প্রশ্ন করেছেন সানি।

আরও পড়ুন: প্ৰথম ODI-তে হারের জের, বড়সড় রদবদল টিম ইন্ডিয়ায়, ফেরানো হচ্ছে তারকাকে

পরে যদিও প্রেস কনফারেন্সে শিখর ধাওয়ান এই রণকৌশলের ব্যাখ্যা দিতে গিয়ে বলে দিয়েছিলেন, স্পিনাররা ভাল বোলিং করেছে। যদিও পরিসংখ্যান সেই কথা বলছে না। অশ্বিন-চাহাল দুজনে নিজেদের কোটায় ১০৬ রান খরচ করে মাত্র ১ উইকেট তুলেছেন। প্রোটিয়াজ ইনিংসের শেষ ৩২ ওভারে ভারত মাত্র ১ উইকেট ফেলতে সমর্থ হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sunil Gavaskar KL Rahul Indian Cricket Team
Advertisment