গত কয়েক বছরে ভারত দেশে-বিদেশে টেস্টে অভাবনীয় সাফল্য পেয়েছে। তবে দীর্ঘদিন ধরে ব্যাটিং ব্যর্থতায় ভুগে চলেছে ভারত। এর মধ্যে মিডল অর্ডারের ব্যর্থতা বারবার শিরোনামে উঠে এসেছে। কোহলি গত দু বছর ধরে রানের মধ্যে নেই। গোদের ওপর বিষফোঁড়ার মত হাজির হয়েছেন পূজারা-রাহানে। দুজনেই ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন।
সেই রান খরার ব্যর্থতার ট্র্যাডিশনই বজায় রয়েছে কেপটাউন টেস্টে। নিউল্যান্ডসে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পরে পূজারা-রাহানেকে ফের একবার আলোচনা শুরু হয়েছে। আর বারবার এই ব্যর্থতায় কার্যত বিরক্ত হয়েই গাভাসকার দুজন-কে সরাসরি বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই সিরিজে রাহানে-পূজারাকে বাদ দিতে বলছেন কিংবদন্তি।
আরও পড়ুন: টেস্টের ইতিহাসে প্ৰথমবার, বোল্ড-LBW নয়, দুই ইনিংসেই ভারতীয়রা আউট স্রেফ ক্যাচে!
কেপটাউন টেস্টে কমেন্ট্রি করার সময়েই গাভাসকার বলে দিয়েছেন, "মনে হয়, রাহানেকে খালি বাদ দিলেই সমস্যা মিটবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েই দারুণ শতরান করেছে শ্রেয়স আইয়ার। গোটা সিরিজে ধারাবাহিকভাবে ভাল খেলেছিল শ্রেয়স। তাই আমার মতে ভারতীয় দলে এখন দুটো জায়গা খালি রয়েছে।"
"শ্রীলঙ্কার বিরুদ্ধে পূজারা-রাহানে দুজনকেই হয়ত বাদ দিতে চলেছে টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারি দুজনেই খেলবে। তবে তিন নম্বর জায়গায় কে খেলবে, সেটাই দেখার। হনুমা বিহারি পূজারার জায়গায় খেলতে পারে। আর রাহানের নম্বর ফাইভে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ারকে। তবে দল কেমনভাবে সাজানো হচ্ছে, সেটা দেখার। তবে শ্রীলঙ্কা সিরিজে ভারতের দুটো জায়গা যে খালি হচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহই নেই।"
ভারত চলতি বছরেই দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। ২৫ ফেব্রুয়ারি প্ৰথম টেস্ট হবে বেঙ্গালুরুতে। মোহালিতে হবে দ্বিতীয় টেস্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন