ওয়ানডে সিরিজ শুরুর আগে অধিনায়ক রাহুল সংবাদিক সম্মেলনে এসে বলে গিয়েছিলেন, টিম ইন্ডিয়ার সেরা একাদশই নামানো হবে। তবে পার্লে ভারতের হারের পরে প্রশ্ন উঠে যাচ্ছে, এটাই কি সেরা একাদশ? তারকা খচিত ভারতীয় দল বিশ্বের যেকোনও জায়গায় যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে জিতবে, এমনটাই প্রত্যাশিত। তবে পার্লে তা ঘটেনি। হারের পরেই দলে রদবদলের সম্ভবনা থাকে। টিম ইন্ডিয়াতেও তা ব্যতিক্রম নয়।দ্বিতীয় ওয়ানডেতে রুতুরাজ গায়কোয়াড এবং সূর্যকুমার যাদবকে ফেরানোর দাবি উঠে গিয়েছে ইতিমধ্যেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে কেমন দল সাজাতে পারে ভারত?
ওপেনিং: প্ৰথম ওয়ানডের আগেই কেএল রাহুল সাফ জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনিই দলের হয়ে ওপেন করতে চান। তবে এটা নির্ঘাত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নয়। কারণ ওয়ানডেতে ধাওয়ান-রোহিত বহুদিনের পার্টনার। এমন অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ কেএল রাহুল নিজেকে মিডল অর্ডারে খেলার জন্য তৈরি করুন।
আরও পড়ুন: ODI নেতৃত্ব হারাতেই মেজাজে বিরাট! শচীনের রেকর্ড চূর্ণবিচূর্ণ করে মহাকীর্তি তারকার
মিডল অর্ডার: তিন নম্বর পজিশনে বিরাট কোহলিই সেরা। শ্রেয়স আইয়ারও নিজেকে মিডল অর্ডারের স্তম্ভ হিসাবে প্রমাণ করেছেন। তবে শ্রেয়স আইয়ারের মূল প্রতিদ্বন্দ্বী সূর্যকুমার যাদব। ২০২৩ বিশ্বকাপে চার নম্বর জায়গায় শ্রেয়স নাকি সূর্যকুমার যাদবকে খেলানো হবে, সময়ই তা বলবে।
তবে পার্লে প্ৰথম ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও সম্ভবত আইয়ারকে ধরে রাখা হতে পারে। পাঁচ নম্বরে কেএল রাহুল একদম উপযুক্ত। ফিনিশারের হিসাবে তিনি নিজেকে আগেই প্রমাণ করেছেন। দলের ফার্স্ট চয়েস উইকেটকিপার হিসাবে ঋষভ পন্থের জায়গা কার্যত অটোমেটিক চয়েস।
আরও পড়ুন: অভিষেকেই সুপারহিট ভেঙ্কটেশ! অবিশ্বাস্য থ্রো-য়ে করলেন রান আউট, দেখুন ভিডিও
অলরাউন্ডার: প্ৰথম ওয়ানডেতে ভেঙ্কটেশ আইয়ারকে বোলিং করানো হয়নি। অনেককেই তা অবাক করেছে। ঘটনা হল, বোলিং না করলে স্রেফ ব্যাটসম্যান হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে রাখার কার্যত কোনও যুক্তিই নেই। এমনটাই বলছে ক্রিকেট মহল। তাছাড়া প্ৰথম ম্যাচেই ব্যাট হাতে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন শার্দূল ঠাকুর। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচেও শার্দূলের ব্যাটে ভরসা রাখতে পারে ভারত।
স্পিনার: রবিচন্দ্রন অশ্বিন সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন সাম্প্রতিক কালে। ব্যাট হাতে হোক বা বল হাতে অশ্বিন টিম ইন্ডিয়ার একজন অপরিহার্য মেম্বার। যুজবেন্দ্র চাহালের সঙ্গে অশ্বিনের জুড়ি এই মুহূর্তে ওয়ানডেতে দুনিয়ার অন্যতম সেরা স্পিন আক্রমণ।
আরও পড়ুন: ODI নেতৃত্ব হারাতেই মেজাজে বিরাট! শচীনের রেকর্ড চূর্ণবিচূর্ণ করে মহাকীর্তি তারকার
পেসার: জসপ্রীত বুমরা পেস বিভাগের নেতৃত্বে। ভুবনেশ্বর কুমার প্ৰথম ম্যাচে ছাপ ফেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে সম্ভবত টিম ম্যানেজমেন্ট ব্যাক করবেন অভিজ্ঞ এই সিমারকে। ইনিংসের শুরুতে সুইং করানোর পাশাপাশি ডেথ ওভারেও বোলিং করতে দক্ষ তিনি। তবে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলে ভুবনেশ্বর কুমারকে সরিয়ে মহম্মদ সিরাজকে ফিরিয়ে আনার সম্ভবনা প্রবল।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন