India vs South Africa (IND vs SA) T20I Series 2024 Schedule: ঘরের মাঠে চূড়ান্ত অবমাননাকর হোয়াইটওয়াশের ধাক্কা পুরোপুরি হজম হওয়ার আগেই ভারত এবার নামছে অন্য ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে চার ম্যাচের টি২০ সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ। বিশ্বকাপ জয়ের পর জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনটে টি২০ খেলেছে ভারত। তবে এবার প্ৰথম হেভিওয়েট প্রতিপক্ষের মোকাবিলা করতে নামবেন সূর্যকুমার যাদব এন্ড কোং। সিরিজ হবে বিশ্বকাপ ফাইনালের ছায়ায় ছায়ায়। এই দুই দলই বিশ্বকাপের রোমহর্ষক ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
প্রোটিয়াজ সফরে গিয়ে চারটে ভিন্ন ভিন্ন ভেন্যুতে গিয়ে ম্যাচ খেলতে হবে ভারতকে- ডারবান, গেবারহা, সেঞ্চুরিয়ন এবং জোহানেসবার্গ। ভারতের শীর্ষ তারকারা বর্ডার গাভাসকার সিরিজ খেলতে ব্যস্ত থাকবেন অস্ট্রেলিয়ায়। তরুণদের গড়া ভারতের স্কোয়াডের জাত চেনানোর লড়াই দক্ষিণ আফ্রিকা মুলুকে।
ভারতের দক্ষিণ আফ্রিকা সফর
t20I সিরিজের সময়সূচি
১ম T20I: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, ডারবান (ভারতীয় সময় ৮.৩০ PM)
২য় টি-টোয়েন্টি: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, গেবেরহা (ভারতীয় সময় রাত সাড়ে ৭টা)
৩য় T20I: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, সেঞ্চুরিয়ান (ভারতীয় সময় ৮.৩০ PM)
৪র্থ T20I: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, জোহানেসবার্গ (ভারতীয় সময় ৮.৩০ PM)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা T20I স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয়কুমার বৈশক, আবেশ খান, ইয়াশ দয়াল
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: আইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, এনকাবা পিটার, রায়ান সিমেলটন, লুইয়েলটন সিপামলা (৩য় এবং ৪র্থ টি-টোয়েন্টি), ট্রিস্টান স্টাবস
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা T20I সিরিজের লাইভ স্ট্রিমিং
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা T20I সিরিজটি Sports18 নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। JioCinema অ্যাপ এবং ওয়েবসাইটে সিরিজের লাইভ স্ট্রিম উপভোগ করা যাবে।
READ THE FULL ARTICLE IN ENGLISH