ক্যাপ্টেন কোহলি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সিরিজ নির্ধারণকারী টেস্টের প্রথম দিনে ভারতকে একা টানলেন দলনেতা। কেরিয়ারের দ্বিতীয় শ্লথগতির হাফসেঞ্চুরি করে। ফিফটি করতে কোহলি ১৫৮ বল নিয়ে নিলেন। এর আগে কেরিয়ারের শুরুর দিকে ১৭২ বলে অর্ধশতরান করেছিলেন। সেটাই ছিল তাঁর সবথেকে ধীর গতির হাফসেঞ্চুরি।
তবে টি ব্রেকের আগে জীবন পান কোহলি। সিমার ডুয়ান অলিভিয়েরের বলে উইকেটকিপার কাইল ভারেইন ক্যাচ নিয়েছিলেন। আম্পায়ার প্রাথমিকভাবে নটআউট দিয়েছিলেন। রিভিউয়ে আল্ট্রা এজ টেকনোলজিতে ব্যাটের কানা স্পর্শ করেছে কিনা, তা স্পষ্ট হয়নি।
আরও পড়ুন: কেপটাউনে টসে জিতে ব্যাটিং করবে ভারত, বিহারির জায়গায় ফিরলেন ক্যাপ্টেন কোহলি
কোহলি পিঠের চোট সারিয়ে তৃতীয় টেস্টে প্রত্যাবর্তন করেছিলেন। সাম্প্রতিককালে বারবার কোহলির অফ ফর্ম শিরোনামে উঠে এসেছে। ২০২০ সাল থেকে ১৪ টেস্টে ২৬.০৮ গড়ে রান করেছেন। টেস্টের ব্যাটিং গড়ও নেমে এসেছে ৫৪.৩৪-এ।
টসে জিতে মেঘাচ্ছন্ন পরিবেশে ভারত প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শেষ ষোলো টেস্টে এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ১৫ বার-ই টসে হারল। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। অলিভিয়েরের বলে কেএল রাহুল ১২ রান করে ফেরেন। ওপেনিং জুটিতে উঠেছিল মাত্র ৩১ রান।
এর পরে মায়াঙ্ক আগারওয়াল রাবাদার বলে দ্বিতীয় স্লিপে আইডেন মারক্রামের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। কোহলি এবং চেতেশ্বর পূজারা (৪৩) স্কোরবোর্ডে তৃতীয় উইকেটে ৬২ করে দলকে কিছুটা সামাল দেন। হাফসেঞ্চুরির আগে পূজারা মার্কো জ্যানসেনের বলে ভারেইনের হাতে ক্যাচ তুলে দেন। আর তারপরে ব্যাট হাতে রাহানের খারাপ ফর্ম সেই অব্যাহত। রাবাদার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মাত্র ৯ রান করে।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন