বেশিদিন আগের ঘটনা নয়। বিরাট কোহলি একবার সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্থের বেপরোয়া শট খেলার প্রবণতার সময় ধোনির উপদেশের কথা মনে করিয়ে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই বেপরোয়া পন্থকে পাওয়া গেল।
ক্রাউড পুলার হতে গিয়ে এন্ডিল ফেলুকাঅয়োকে ডিপ কভার দিয়ে হাঁকাতে গিয়ে সপাটে হুক করেছিলেন। তবে নিজের ইনিংসের প্ৰথম বলেই বড় শট খেলা শেষ পর্যন্ত ব্যাকফায়ার করে। গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরতে হয় পন্থকে।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত কি অবমাননা করলেন কোহলি! ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেট মহল
পন্থের এইরকম আউট হওয়ার ধরণে তুমুল ক্ষুব্ধ হন নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা কোহলি। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পন্থের বেখেয়ালি শটে ক্ষিপ্ত হয়ে কোহলিকে দেখা যায় আগুনে দৃষ্টি দিয়ে মাপছেন তারকা উইকেটকিপারকে। আর পন্থের জন্য কোহলির এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।
যাইহোক, কেপটাউনে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ডিককের সেঞ্চুরি এবং ডুসেনের হাফ সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে ২৮৭ তুলেছিল। ভারত জবাবে ২৮৪-এ অলআউট হয়ে যায়। কোহলি-ধাওয়ান হাফসেঞ্চুরি করে ভারতকে ম্যাচে রেখেছিলেন। তারপরে হুড়মুড়িয়ে ফের একবার মিডল অর্ডার ভেঙে পড়ে। শেষদিকে বুক চিতিয়ে দীপক চাহার ৩৪ বলে ৫৪ করলেও কাজে আসেনি। ভারত ৩ রানে হেরে বসে।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন