আশঙ্কা ছিল-ই। ম্যাচ শুরুর আগেই জানানো হয়েছিল বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে খেলায়। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত করেই ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি২০ ম্যাচ বাতিল হয়ে গেল। এক বলও খেলা হল না। বছরের প্রথম খেলা ভেস্তে গেল প্রতিকূল আবহাওয়ার কারণে।
রবিবার সকাল থেকেই গুয়াহাটির আকাশ মেঘে ঢাকা ছিল। স্থানীয় আবহাওয়া সূত্রে বলা হয়েছে, বিকেল অথবা সন্ধেয় খেলা চলাকালীন ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
পাশাপাশি, অ্যাকুওয়েদারের রিপোর্টে জানানো হয়েছে, বৃষ্টির সঙ্গে ঝড়ও হতে পারে। তীব্র বেগে ঝড় অবশ্যই নয়, তবে হাওয়া জোরে বইবে বলে জানানো হয়েছিল। সেক্ষেত্রে খেলার ব্যাঘাত ঘটার সম্ভবনা ছিলই। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সারাদিন রোদের দেখা মেলেনি। হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছিল।
আবহাওয়ার পূর্বাভাস মেনেই এদিন বৃষ্টিতে শুরুতে খেলা পিছিয়ে যায়। তবে নির্ধারিত সময়েই টস হয়েছিল। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলনেতা। তারপরেই বিপত্তি।
কখনও হালকা, কখনও ভারি বৃষ্টির সাক্ষী থাকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। দফায় দফায় খেলা পিছিয়ে দেওয়া হতে থাকে। মাঝে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভিজে থাকার কারণে ম্যাচ শুরু করা যায়নি। বারেবারেই হতাশ হয়ে হয়েছে কোহলিকে।
চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যে বেশি করে টি২০ ম্যাচ খেলে বিশ্বকাপের আগে দল সাজিয়ে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। চলতি শ্রীলঙ্কা সিরিজেই যেমন ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার চোটে নেই। মহম্মদ শামিকে বিশ্রামে পাঠানো হয়েছে। তেমন চোট সারিয়ে এই ম্যাচেই প্রত্যাবর্তন করার কথা ছিল বুমরার। তাঁর সঙ্গী হিসেবে নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর কেমন পারফর্ম করেন, সেদিকে নজর ছিল টিম ম্যানেজমেন্টকে।
তবে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় আপাতত সেসব কিছুই হচ্ছে না।
ভারত (প্রথম একাদশ)- শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরা
শ্রীলঙ্কা (প্রথম একাদশ)- ধনুষ্কা গুণতিলকে, অভিষ্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয় ডিসিলভা, দাসুন শানাকা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা