/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/hardik-pandya_copy_1200x676.jpg)
বেনজির কান্ড ঘটল এবার কলম্বোর স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগেই মন ভালো করে কীর্তি হার্দিক পান্ডিয়ার। টি২০ সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগেই দেখা গেল সেই কীর্তি।
দুই দল যখন ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় লাইন আপ করে দাঁড়িয়েছিল। সেই সময়েই হার্দিক পান্ডিয়াকে দেখা গেল শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সময় গলা মেলাচ্ছেন।
আরো পড়ুন: এই না হলে কোচ! লঙ্কান নেতা শানাকাও হাজির দ্রাবিড়ের ক্লাসে, ধন্য ধন্য শ্রীলঙ্কায়
@hardikpandya7 sings Srilankan National Anthem so well... 🧐😲👏👏👏 #INDvSL
— Saprem (@Sapremlucky) July 25, 2021
এমন কীর্তি নজরে আসতেই ক্রিকেট মহলে চূড়ান্ত প্রশংসায় ভেসে যান তারকা অলরাউন্ডার। দুই দেশের ক্রিকেট মহলই হার্দিক পান্ডিয়াকে কুর্নিশ করতে থাকে।
Love Cricket ❤
Indian cricketer Hardik Pandya is singing Sri Lankan national anthem before #SLvIND cricket match.
Love from Sri Lanka @hardikpandya7 🙏
🇱🇰 ❤ 🇮🇳#LKA#Cricket#SriLanka#Indiapic.twitter.com/YalsBqLR7p— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) July 25, 2021
সোশ্যাল মিডিয়ায় হার্দিকের কীর্তি নিমেষে ভাইরাল হয়ে যায়।
Hardik Pandya trying to lip sync to the Sri Lankan anthem is priceless.
— K Balakumar (@kbalakumar) July 25, 2021
Sri Lanka anthem so appealing even Hardik Pandya is singing it! 🇱🇰🎶
— Mazher Arshad (@MazherArshad) July 25, 2021
First time I’ve seen a player singing the opponents anthem, nice gesture by @hardikpandya7#SLvINDOnlyOnSonyTen#SLvsINDonSonyLIV#INDvSL 🦁🇱🇰 🇮🇳
— Udara Gunasinghe 🇱🇰 (@UdiUdz) July 25, 2021
এদিকে শ্রীলঙ্কা এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টসের সময়েই লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকা জানিয়ে দেন, দ্বিতীয় ইনিংসে সময় পিচ অনেকটাই সহজ হয়ে যাবে। ভারতের হয়ে এদিন অভিষেক ঘটান পৃথ্বী শ। ওয়ানডেতে খেলার পর এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান তারকা। সেই সঙ্গে রবিবারই জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটল মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর।
শ্রীলঙ্কার হয়ে অভিষেক ঘটান চরিত আশালঙ্কা এবং চামিকা করুনারত্নে। গত সপ্তাহেই ওয়ানডে সিরিজে নজর কেড়েছিলেন করুনারত্নে। তাই এদিন তাঁর হাতে ডেবিউ ক্যাপ তুলে দেওয়া হয়। তৃতীয় ওয়ানডেতে ৫৬ বলে ৬৫ করে যাওয়া ভানুকা রাজাপক্ষের জায়গা হয়নি এদিন।
ভারত: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন