/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/image-2021-07-20T183750.342_copy_1200x676.jpg)
শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ যুজবেন্দ্র চাহাল। পরপর জোড়া উইকেট শিকার করে কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ম্যাচে ফেরালেন চাহালই। নিজের ১০ ওভারের কোটায় ৫০ রান খরচ করলেও তিনটে উইকেট তুললেন তিনি। শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে তুলল ২৭৫/৯। ভারতের টার্গেট ২৭৬।
টসে জিতে প্রথম ম্যাচের মতই শ্রীলঙ্কা ব্যাটিং নিয়েছিল। ভালো সূচনাই করেছিলেন দুই লঙ্কান ওপেনার অভিস্কা ফার্নান্দো এবং মিনোদ ভানুকা। দুজনেই শুরুতেই স্কোরবোর্ডে ৭৯ রান তুলে দেন। ভুবনেশ্বর কুমার, দীপক চাহাররা প্রেমদাসা স্টেডিয়ামে কার্যত কোনোভাবেই বিপাকে ফেলতে পারছিলেন না লঙ্কান ওপেনারদের। তবে ১৪ তম ওভারে চাহাল ভারতকে ম্যাচে ফেরান ব্রেকথ্রু দিয়ে।
আরো পড়ুন: ইংরেজদের হয়ে ভারতের বিপক্ষে খেলছেন আবেশ খান, সুন্দর! বিলেতের মাঠে বেনজির ঘটনা
ওভারের দ্বিতীয় বলেই ভানুকা চাহালের বলে মনীশ পান্ডের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ঠিক তারপরের বলেই ভানুকা রাজাপক্ষেকে শূন্য রানে ফিরিয়ে দেন তারকা স্পিনার। শ্রীলঙ্কায় অন্যতম প্রতিশ্রুতিমান তারকা ধরা হয় রাজাপক্ষেকে। নিজের ইনিংসের প্রথম বলেই ভানুকা রাজাপক্ষে ঈশান কিশানের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
Yuzi Chahal spun a web around the Lankans, claims 2 wickets in 2 consecutive balls! 🔥
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV now! 📺#SLvINDOnlyOnSonyTen#HungerToWin#Chahalpic.twitter.com/thXqxfZElL— Sony Sports (@SonySportsIndia) July 20, 2021
তারপরের বলে চাহাল আউট করে হ্যাটট্রিকের সুযোগ মিস করলেও তারকার দুরন্ত বোলিংয়েই ম্যাচে ফিরে আসে ভারত। মিনোদ ভানুকা ৪২ বলে ৩৬ করে বিদায় নিলেও তাঁর ওপেনিং পার্টনার ফার্নান্দো হাফসেঞ্চুরি করে থামেন। ৭১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পরে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান তিনি। ভুবনেশ্বরকে হাঁকাতে গিয়ে ২৫ তম ওভারে ক্রুনাল পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান তিনি।
আরো পড়ুন: কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন রোহিতরা! কারণ জানাল বোর্ড নিজেই
২৮তম ওভারে ভারতকে চতুর্থ শিকার এনে দেন দীপক চাহার। ৪৫ বলে ৩২ করে ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন ধনঞ্জয় ডিসিলভা। বিনা উইকেটে ৭৯ থেকে। পরপর উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৩৪/৪ হয়ে যায়। শেষদিকে চরিত আশালঙ্কার (৬৫) এবং চামিকা করুনারত্নের (৩৩ বলে ৪৪) ব্যাটে ভর লড়ে শ্রীলঙ্কা আড়াইশো পেরোনো নিশ্চিত করে। চাহালের সঙ্গেই তিন উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার। জোড়া উইকেট দীপক চাহারের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন