Advertisment

গোলাপি যুদ্ধে শনিবার ডে-নাইট টেস্ট! ভারত-শ্রীলঙ্কা মহারণ কোথায়, কখন দেখা যাবে

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে শনিবার থেকে। গোলাপি যুদ্ধে জিতলেই ঘরের মাঠে হোয়াইটওয়াশ সম্পন্ন করে ফেলবে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

India vs Sri Lanka 2nd test Pink Ball live streaming details: মোহালিতে প্ৰথম টেস্ট মাত্র তিনদিনে খতম হয়ে গিয়েছে। লঙ্কানদের দুরমুশ করে ভারত ইনিংস এবং ২২২ রানে জয় ছিনিয়ে নিয়েছে। বেঙ্গালুরুতে গোলাপি বলে দিন রাতের টেস্টে ভারতের সামনে এবার হোয়াইটওয়াশ করার হাতছানি।

Advertisment

ভারত এবং শ্রীলঙ্কা দুই দলের কাছেই বেঙ্গালুরু টেস্ট চতুর্থ দিন-রাতের ম্যাচ হতে চলেছে। দুই দলই দুটো করে জয় সমেত একটা হার হজম করেছে। ঘরের মাঠে অবশ্য ভারত এই নিয়ে তৃতীয় বার রাতের টেস্ট খেলতে চলেছে। এর আগে বাংলাদেশ এবং ইংল্যান্ডকে পিঙ্ক বল টেস্টে ভারত হারিয়েছিল যথাক্রমে কলকাতা এবং আহমেদাবাদে।

আরও পড়ুন: গোলাপি টেস্টে টিম ইন্ডিয়ায় বড় বদল! লঙ্কানদের হোয়াইটওয়াশে কেমন দল সাজাচ্ছেন রোহিতরা

শ্রীলঙ্কা আবার তিনটেই ডে-নাইট টেস্ট খেলেছিল দেশের বাইরে। ২০১৭-য় শ্রীলঙ্কা প্ৰথমবার দুবাইয়ে পাকিস্তানকে হারিয়েছিল। ২০১৮-য় শ্রীলঙ্কা ব্রিজটাউন টেস্টে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯-এ শ্রীলঙ্কা একটি মাত্র হার হজম করে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কাই বিশ্বের একমাত্র ক্রিকেট দল যারা বিদেশের মাটিতে পিঙ্ক বলের টেস্ট জিতেছে দু-বার।

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে?
ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শনিবার ১২ মার্চ।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট কোথায় হবে?
ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুর চিদাম্বরম স্টেডিয়ামে হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট কখন শুরু হবে?
ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২ টোয় শুরু হবে। টস হবে আধঘন্টা আগে ১.৩০-এ।

আরও পড়ুন: IPL-এ অবিক্রিত, জাতীয় দলেও বাদ! বিরাট চুক্তিতে বিদেশে খেলবেন পূজারা

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট স্টার স্পোর্টসের চ্যানেলে সম্প্রচারিত হবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Telugu, and Star Sports 1 Kannada চ্যানেলে সরাসরি দেখা যাবে।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট লাইভ স্ট্রিমিং কোন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে?
ম্যাচের লাইভ স্ট্রিমিং হটস্টার এপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। ম্যাচের লাইভ আপডেট পেতে নজর রাখুন indianexpress.com/sports -e

দেশের মাটিতে চলতি বছরে এটাই ভারতের শেষ টেস্ট। এরপরে ভারত বাংলাদেশে গিয়ে দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। পরের বছর ২০২৩-এ অস্ট্রেলিয়া ভারতে এসে চার টেস্টের সিরিজ খেলবে।

Sri Lanka Pink Ball Indian Cricket Team Indian Team
Advertisment