Advertisment

বুমরার পাঁচ শিকারে ছারখার শ্রীলঙ্কা, টলোমলো কপিলের মহা-কীর্তিও

মাত্র ২৯ টেস্ট খেলেই ইনিংসে পাঁচ উইকেট শিকারের সংখ্যা আটবার। রবিবার নিরোশান ডিকেওয়ালাকে আউট করে অনন্য রেকর্ড গড়ে ফেলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত: ২৫২/১০
শ্রীলঙ্কা: ১০৯/১০

Advertisment

বুমরার সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। রবিবার প্ৰথম সেশনেই বুমরার ৫ উইকেটের ধাক্কায় সফরকারী দল অলআউট হয়ে গেল মাত্র ১০৯ রানে। প্ৰথম ইনিংসে ১৪৩ রানের লিড নিয়ে শেষ করল ভারত। সেই সঙ্গে বুমরা মাত্র ২৯ টেস্ট খেলেই ইনিংসে অষ্টমবার পাঁচ উইকেট শিকার করে ফেললেন।

দেশের মাঠে প্ৰথমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে বুমরা কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ছুঁয়ে ফেললেন। চিন্নাস্বামীতে গোলাপি বলের মহারণে বুমরা ফার্স্ট সেশনে নিরোশান ডিকেওয়ালাকে আউট করে ইনিংসে পাঁচ উইকেট নিশ্চিত করেন। কেরিয়ারের এমন পর্যায়ে একমাত্র কপিল দেবের সমসংখ্যকবার ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়ার কীর্তি রয়েছে।

আরও পড়ুন: রান আউট মায়াঙ্ক, তবু নো বলে LBW-র আবেদন লঙ্কানদের! অদ্ভুত ভিডিওয় চরম শোরগোল, দেখুন

ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকায় দু-বার করে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন বুমরা। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে এই সংখ্যা একবার করে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু-বার করে এবং অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একবার করে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। একমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বুমরার কোনও ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তি নেই।

অক্ষর প্যাটেল (২ বার), উমেশ যাদব এবং ইশান্ত শর্মার পরে চতুর্থ ভারতীয় বোলার হিসাবে পিঙ্ক বলের টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন তিনি। ২০১৯-এ বাংলাদেশের বিপক্ষে ঈশান্তের ২২/৫-এর পরে বুমরার রবিবারের ২৪/৫ গোলাপি বলের টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা।

এছাড়াও ঈশান্তের ২০১৫-য় কলম্বোর টাই টেস্টে ৫৪/৫ ছাপিয়ে ঈশান্তের ২৪/৫ আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় সিমারদের সেরা পারফরম্যান্স। সবমিলিয়ে জেমস আন্ডারসনের (২০১৬-য় লিডসে ১৬/৫) এবং প্যাট কামিন্সের (২০১৯-এ ব্রিসবেনে ২৩/৬) পরে বুমরা তৃতীয় সেরা। ২৯ টেস্টে এখনও পর্যন্ত বুমরার সংগ্রহে ১২০ উইকেট। টেস্টে ভারতীয় সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় যা ১৮তম।

১৪৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন ৭২/১। এখনই ভারত এগিয়ে গিয়েছে ২১৫ রানে। ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং হনুমা বিহারি।

ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা

Indian Team Sri Lanka Jasprit Bumrah Indian Cricket Team Kapil Dev
Advertisment