Advertisment

রোহিতের ছক্কায় রক্তারক্তি কাণ্ড! নাক ভেঙে হাসপাতালে দর্শক

রোহিতের ছক্কায় দর্শকের নাক ভেঙে গেল। বেঙ্গালুরুতে ঘটল এমন অবিশ্বাস্য ঘটনা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চিন্নাস্বামীতে ব্যাট হাতে দুই ইনিংসেই সেভাবে জ্বলে উঠতে পারলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। প্ৰথম ইনিংসে রোহিত মাত্র ১৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এম্বুলডেনিয়ার বলে স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তিনি। ৪৬ করে বিদায় নেন।

Advertisment

তবে প্ৰথম ইনিংসেই ঘটল যাবতীয় কীর্তি। টসে জেতার পরে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। তবে ব্যাট হাতে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তবে ১৫ রানের ইনিংসেই একটা ছক্কা এবং বাউন্ডারিতে দর্শকদের বিনোদন দিতে ভুললেন না।

আরও পড়ুন: মাত্র ২৮ বলে ৫০! টি২০ মেজাজে কপিলের রেকর্ডে তান্ডব পন্থের, উড়ে গেল শ্রীলঙ্কা

লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর বলে প্ৰথমে একটা বাউন্ডারি হাঁকানোর পরে একটা ম্যাক্সিমাম বেরোয় তাঁর ব্যাট থেকে। শর্ট পিচ বল পেয়েই মিড উইকেট দিয়ে সটান ছক্কা হাঁকিয়ে যান।

গোটা স্টেডিয়াম রোহিতের ছক্কায় আমোদিত হলেও, এক দর্শক অবশ্য ততটা সৌভাগ্যভান ছিলেন না। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রোহিতের ছক্কায় আহত হন ২২ বছরের এক ক্রিকেট দর্শক। ডি কর্পোরেট বক্সে ছিলেন সেই দর্শক। ছক্কা হাঁকানো বল সরাসরি তাঁর মুখে আছড়ে পড়ে। স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে সঙ্গেসঙ্গে ফার্স্ট এড-এর ব্যবস্থা করা হয়। তারপরে হসমাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে এক্স রে-র জন্য।

হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর অজিত বেনেডিক্ট রায়ান জানিয়েছেন, "নাকের হাড়ে সামান্য চিড় লক্ষ্য করা গিয়েছে। নাকের ওপরে ক্ষত সেলাই করে দেওয়া হয়েছে।"

কর্ণাটক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে একশো শতাংশ দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। সেই কারণেই প্ৰথম দিন ১৮ হাজার দর্শক চিন্নাস্বামীতে ম্যাচ দেখতে এসেছিল।

আরও পড়ুন: গাঢ় অন্ধকারে কোহলির টেস্ট কেরিয়ার! ব্যাটিং গড় তলিয়ে গেল ৫০-এরও নিচে

যাইহোক, ভারত প্ৰথম ইনিংসে শ্রেয়স আইয়ারের দুরন্ত ৯২ রানে ভর করে স্কোরবোর্ডে ২৫২ তোলার পরে লঙ্কানরা প্ৰথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়। বুমরা পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দেন লঙ্কান ব্যাটিংকে। দ্বিতীয় ইনিংসে ফের একবার শ্রেয়স (৬৭) এবং পন্থের (৫০) হাফসেঞ্চুরি ভারতকে ৩০৩/৯-এ পৌঁছে দেয়। ৪৪৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের শেষে ২৮/১।

Rohit Sharma Sri Lanka Indian Cricket Team Indian Team
Advertisment