ভারত: ২৫২/১০, ৩০৩/৯ (ডিক্লেয়ার)
শ্রীলঙ্কা: ১০৯/১০
স্বপ্নের ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। আরও একটা টেস্ট। আরও একবার ব্যাট হাতে জ্বলে ওঠা। কেকেআরের নতুন অধিনায়ক বেঙ্গালুরুর কঠিন সারফেসে প্ৰথম ইনিংসে ৯২ করার পরে দ্বিতীয় ইনিংসেও দাপট দেখিয়ে ৬৭ করে গেলেন। সেই সঙ্গে নতুন কীর্তির মালিকও হয়ে গেলেন তিনি।
প্ৰথমবার দিন রাতের টেস্ট খেলতে নেমেছেন তিনি। পিঙ্ক বলের টেস্টে আবির্ভাবেই দুই ইনিংসে হাফসেঞ্চুরি করার বিরল কীর্তি গড়লেন তিনি। এর আগে এমন নজির আর কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই। সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে এমন দারুণ রেকর্ডের মালিক মাত্র চারজন। শ্রেয়স আইয়ার এই তালিকায় নবতম সংযোজন।
আরও পড়ুন: মাত্র ২৮ বলে ৫০! টি২০ মেজাজে কপিলের রেকর্ডে তান্ডব পন্থের, উড়ে গেল শ্রীলঙ্কা
গোলাপি বলের টেস্টে এর আগে একই টেস্টের দুই ইনিংসে হাফসেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে ড্যারেন ব্র্যাভো (২০১৬-য় দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দুই ইনিংসে ৮৭ এবং ১১৬), অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬-য় ব্রিসবেনে ১৩০ এবং ৬৩) এবং মার্নাস লাবুশানের। লাবুশানে একমাত্র ব্যাটার হিসাবে এই কীর্তি দুবার করেছেন- ২০১৯'এ পারথ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৩, ৫০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১'এ ১০৩ এবং ৫১।
শনিবার শ্রেয়স আইয়ারের ৯৮ বলে ৯২ রানের ইনিংস ভারতের ব্যাটিং বিপর্যয় আটকে স্কোরবোর্ডে ২৫২ তুলতে সাহায্য করেছিল। যদিও অল্পের জন্য শতরান হাতছাড়া হয়ে তারকার। তিনি জানিয়েছেন, এই ইনিংস খেলে শতরান করার তৃপ্তি পেয়েছেন। "ব্যক্তিগতভাবে এই হাফসেঞ্চুরি শতরানের মতই আমার কাছে। এই কারণেই এরকমভাবে সেলিব্রেট করেছিলাম। শতরানের অনুভূতি দিয়েছে এই ইনিংস।"
আরও পড়ুন: গাঢ় অন্ধকারে কোহলির টেস্ট কেরিয়ার! ব্যাটিং গড় তলিয়ে গেল ৫০-এরও নিচে
"সকলেই দেখেছে কীভাবে ব্যাটসম্যানরা ডিফেন্ড করছিল। কানায় লাগার সুযোগ তো ছিলই, সেইসঙ্গে পিচের অসমান বাউন্সও সমস্যায় ফেলছিল। এমন পিচে নেতিবাচকভাবে ব্যাটিং করে ডিফেন্ড করে যাওয়া সম্ভব নয়। মাঠে নামার পর সদর্থক মানসিকতা দেখাতে হবে। উইকেট এতটাও ভাল নয়। পিচ বোলিং সহায়ক বলা যেতে পারে।"
প্ৰথম ইনিংসে ভারত ২৫২ তোলার পরে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ১০৯ রানে। বুমরা একাই ৫ উইকেট নেন। ১৪৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারত ৩০৩/৯-এ ডিক্লেয়ার করে দিয়েছে। জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে টার্গেট ৪৪৭ রান।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা