প্রথম দুই ম্যাচে পৃথ্বী নিজের জাত চিনিয়েছেন। প্রথম ম্যাচেই মারকুটে মেজাজে শ ৪৩ করে জয়ের ভিত গড়ে দেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য তাড়াতাড়ি ফিরতে হয় তাঁকে। শেষ ম্যাচে পৃথ্বী শ খেলবেন নাকি সুযোগের অপেক্ষায় থাকা দেবদূত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াডদের মত সম্ভবনাময়দের নামিয়ে দেন দ্রাবিড় সেটাই দেখার। আইপিএল সহ লিস্ট-এ ক্রিকেটে দুই ওপেনারই ধারাবাহিকভাবে নিজেদের জাত চিনিয়ে এসেছেন
Advertisment
টিম ম্যানেজমেন্টের কাছে আরো ধাঁধা রয়েছে। আক্রমণাত্মক ঈশান কিষানকে একাদশে রাখা হবে, নাকি সঞ্জু স্যামসনকে ওয়ানডেতে অভিষেকের সুযোগ করে দেওয়া হবে! তবে মিডল অর্ডারে যে মনীশ পান্ডে, সূর্যকুমার যাদবকে ধরে রাখা হবে, তা নিশ্চিত।
ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়ার ফিটনেসে কোনো সমস্যা নেই। হার্দিক এবং ক্রুনাল- বরোদার দুই ফ্ল্যামবয়েন্ট অলরাউন্ডারকে প্রথম একাদশে রেখেই দল গড়া হবে।
ব্যাটিং ব্রিগেডে খুব একটা পরিবর্তন না হলেও বোলারদের বিশ্রামের পথে হাঁটতে পারে ম্যানেজমেন্ট। ১২ দিনের মধ্যেই শ্রীলঙ্কার গরমে টানা ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। সেই কথা মাথায় রেখেই বোলারদের রোটেশনের পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া।
প্রথম দুই ওডিআই ম্যাচেই ভারতীয় বোলাররা শ্রীলঙ্কার অনভিজ্ঞ ব্যাটসম্যানদের আটকে রাখতে সমর্থ হয়েছিল। এখন দেখার দ্বিতীয় ওডিআই ম্যাচের হিরো দীপক চাহারকে বসিয়ে নভদীপ সাইনি অথবা অভিষেকের অপেক্ষায় থাকা চেতন সাকারিয়াকে একাদশে সুযোগ দেওয়া হয় কিনা। নিজের অলরাউন্ড দক্ষতা প্রমাণ করার পর দীপক চাহার জানিয়ে দিয়েছেন, টি২০ বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুত। সামনেই তিনটে টি২০ ম্যাচ। আসন্ন টি২০ সিরিজের কথা মাথায় রেখেই দীপক চাহারকে বিশ্রামে পাঠানো হতে পারে।
প্রথম দুই ম্যাচে যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব দুরন্ত পারফর্ম করেছেন। এখন দেখার, তাঁদেরকেই ধরে রাখা হবে নাকি অনভিজ্ঞ কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহারকে খেলানো হয়। সিরিজের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে যাওয়ায় 'কুলচা' জুটির বদলে নতুনদের দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন