/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/image-2021-07-23T212130.116_copy_1200x676.jpg)
আউট নন সূর্যকুমার যাদব। তবু মাঠেই সেলিব্রেট করে উঠল শ্রীলঙ্কান দল। এমনই অদ্ভুত কাণ্ডের সাক্ষী থাকল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রোলড হলেন লঙ্কান তারকারা।
ভারতীয় ইনিংসের ২৩ তম ওভারের ঘটনা। সেই সময় বোলিং করছিলেন লঙ্কানদের জার্সিতে অভিষেক ঘটানো প্রবীণ জয়াবিক্রমে। সেই ওভারেই সুইপ শট হাঁকাতে গিয়ে মিস করে বসেন সূর্যকুমার যাদব। সেই বলই সরাসরি আছড়ে পড়ে মুম্বইকরের ফ্রন্ট প্যাডে। তারপরেই আম্পায়ার আঙ্গুল তুলে আউটের নির্দেশ দিয়ে দেন।
আরো পড়ুন: ঘূর্ণি পিচে ছারখার ভারত! অলআউটের লজ্জা দিয়ে লঙ্কান অভিষেকে হিট জয়াবিক্রমে
তবে সূর্যকুমার নন স্ট্রাইকিং এন্ডে থাকা মনীশ পান্ডের সঙ্গে হালকা পরামর্শ করেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর পাঁচ মিনিট ধরে সেই আউটের নিষ্পত্তি হতে সময় লাগে। যা নিয়ে প্রবল বিভ্রান্তি ছড়ায়। রিভিউয়ে স্পষ্ট দেখা যায় বলের ইমপ্যাক্ট লাইন ছিল অফস্ট্যাম্পের বাইরে। যার অর্থ, বল স্ট্যাম্পে আছড়ে পড়লেও নটআউট থাকবেন ব্যাটসম্যান। তবে এখানেই বিভ্রান্তির সূত্রপাত।
#INDvSLpic.twitter.com/YGeK8CED0z
— The sports 360 (@Thesports3601) July 23, 2021
বল অফস্ট্যাম্পের বাইরে থাকলেই সাধারণত তৃতীয় আম্পায়ার দ্রুত নটআউটের নির্দেশ দেন। তবে কলম্বোয় ঘটল উলটো কীর্তি। অফস্ট্যাম্পের বাইরে বলের ইমপ্যাক্ট লাইন থাকলেও তৃতীয় আম্পায়ার পুরো রিভিউ পদ্ধতি খুঁটিয়ে দেখতে শুরু করেন।
#INDvSL
Sri Lankan players before 3rd umpires decision on DRS pic.twitter.com/VBoNnKRvkk— Kisslay Jha🇮🇳 (@TrollerBabua) July 23, 2021
Third umpire during that DRS review 🤦 thankfully right call was made in the end. #SLvIND#SuryakumarYadavpic.twitter.com/bPOfoTJ6NA
— Wasim Jaffer (@WasimJaffer14) July 23, 2021
What a farce. Sri Lanka players celebrated. Does anyone know the rule?
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) July 23, 2021
Whole Sri Lankan team did a Mushi Rahim.
— Johns. (@CricCrazyJohns) July 23, 2021
আর এমন সময়েই শ্রীলঙ্কান শিবির আনন্দে ফেটে পড়েনম অন্যদিকে, সূর্যকুমার যাদবও প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। তবে লঙ্কান শিবিরে এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরেই তৃতীয় আম্পায়ার অনফিল্ড আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলেন। তারপরে সূর্যকুমার যাদবও পুনরায় ব্যাটিং শুরু করেন।
ভারত এদিন শুরুটা দারুণ করেছিল। মারকুটে পৃথ্বী শ এবং সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময় ভারত ২৩ ওভারে তুলে ফেলেছিল ১৪৭/৩। দুজনে ভালো শুরু করেও নিজেদের ইনিংস বড় স্কোরে টানতে পারেননি।
বৃষ্টি থামার পরে ভারতীয় ইনিংসে ধস নামান প্রবীণ জয়াবিক্রমে এবং আকিলা ধনঞ্জয়। ভারত অলআউট হয়ে যায় ২২৫-এ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন