/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/image-2021-07-20T233131.814_copy_1200x676.jpg)
শ্রীলঙ্কা: ২৭৫/৯
ভারত: ২৭৭/৭
অবিশ্বাস্য জয় পেল ভারত। বলা ভালো, শ্রীলঙ্কা জেতা ম্যাচ ভারতকে উপহার দিল। ২৭৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারত নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একসময় ১৯৩/৭ হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কা দুরন্ত জয় ছিনিয়ে নিতে চলেছে। এমনটাই ধরে নেওয়া হয়েছিল।
তবে সমস্ত হিসাব নিকেশ উল্টে দিলেন দীপক চাহার। অষ্টম উইকেটে ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে ৮৪ রান যোগ করে অবিশ্বাস্য জয় তুলে আনলেন দেশের জন্য। নিজে অপরাজিত থাকলেন ৮২ বলে ৬৯ রান করে। ভুবনেশ্বর কুমার ২৮ বলে ১৯ রানে যোগ্য সহায়তা করলেন। টিম ইন্ডিয়ার জয় এল ৩ উইকেটে হাতে ৫ বল নিয়ে। সবমিলিয়ে টানা দুটো ম্যাচ জিতে ভারত মঙ্গলবারই সিরিজ দখল করে নিল।
পরপর উইকেট হারিয়ে ভারত নির্ধারিত লক্ষ্যের অনেক আগেই অলআউট হয়ে যাওয়ার পথে এগিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত খেলা ধরে নেন চাহার।
Just silently sits in a corner to sip some water post his batting heroics 👌🏻🔝👍🏻
What a knock tonight from Deepak Chahar 🙌🏻 #TeamIndia#SLvINDpic.twitter.com/mWr2DY1zPA— BCCI (@BCCI) July 20, 2021
শ্রীলঙ্কা টসে জিতে জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে ২৭৫ তুলে দিয়েছিল। ওপেনার অবিষ্কা ফার্নান্দো (৫০) এবং চরিত আশালঙ্কা (৬৫) লঙ্কানদের হয়ে এদিন দলকে ভালো স্কোরে টেনে নিয়ে যান। ওপেনিং জুটিতে প্রথম দিনের মতোই দারুণ পারফর্ম করে। অবিষ্কা ফার্নান্দোর সঙ্গে মিনোদ ভানুকা দলকে ৭৯ রানের শুরুয়াত দেন। সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে লঙ্কানরা ২৭৫ তুলে ফেলে।
Deepak Chahar took India over the line by scoring the winning runs 🤩
Watch the 3rd ODI on Friday at Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) 📺#SLvINDOnlyOnSonyTen#HungerToWin#Chaharpic.twitter.com/67oNNnxeOK— Sony Sports (@SonySportsIndia) July 20, 2021
জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। পৃথ্বী শ (১৩), ঈশান কিষান (১) কেউ এদিন প্ৰথম ওয়ানডের মত ঝলক দেখাতে পারেননি। ক্যাপ্টেন শিখর ধাওয়ান (২৯) করে সাততাড়াতাড়ি ফিরে যান। চতুর্থ উইকেটে মনীশ পান্ডে (৩৭) এবং সূর্যকুমার যাদব (৫৩) হাফসেঞ্চুরি পার্টনারশিপে দলকে টানছিলেন। তবে একই ওভারে মনীশ পান্ডে এবং হার্দিক পান্ডিয়া পরপর আউট হয়ে যাওয়ায় ভারত ব্যাপক সমস্যায় পড়ে গিয়েছিল।
তারপর প্রথমে ক্রুনাল পান্ডে (৩৫) এবং ভুবনেশ্বর কুমারের সঙ্গে ৪৫ এবং ৮৪ রানের পার্টনারশিপে অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন দীপক চাহার।
এদিন বল হাতেও ২ উইকেট নেন তিনি। ম্যাচের সেরা তাঁকে ছাড়া আর কাকেই বা ভাবা যায়!
আরো পড়ুন: হ্যাটট্রিকের সুযোগ নষ্ট চাহালের, পরপর জোড়া শিকারে তবু ম্যাচ ঘোরালেন, দেখুন ভিডিও
ভারত: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঈশান কিষান, মনীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us