India vs Sri Lanka Asia Cup 2023 Final Highlights:
ইতিহাসে ভুল সময়ে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। রবিবার কলঙ্কজনক ইতিহাসের সাক্ষী থাকল লঙ্কান বাহিনী। তা-ও আবার নিজেদের দেশে এশিয়া কাপের মঞ্চে। প্ৰথমে ব্যাট করতে নেমে সিরাজের আগুনে স্পেলে মাত্র ৫০ রানে ধ্বংস হয়ে গেল দাসুন সনকা ব্রিগেড। ভারত সেই রান অতিক্রম করল হাতে ১০ উইকেট ২৬৩ বল বাকি থাকতেই। লঙ্কান ইনিংস ১৫.২ ওভারে খতম হয়ে যাওয়ার পর ভারত সেই রান তুলতে সময় নিল মাত্র ৬.১ ওভার। সবমিলিয়ে এই ওয়ানডে ম্যাচের দুই ইনিংস শেষ হল ২১.৩ ওভারে।
এশিয়া কাপের ইতিহাসে এতদিন সর্বনিম্ন স্কোর ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে গিয়েছিল টাইগার বাহিনী। সেই ‘কীর্তি’ও ছাপিয়ে গেল রবিবার শ্রীলঙ্কার কাণ্ড-কারখানা। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে দেরি হয়। শুরুতেই অবশ্য বিপক্ষ শিবিরে ধস নামিয়ে দেন ভারতীয় পেসাররা। প্রায় মাঠ দর্শনের মত ক্রিজে এসে ফিরে যান একের পর এক ব্যাটসম্যান। ২০ রান হওয়ার অনেক আগেই শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৫০ রান তুলে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। আর, এর পিছনে মূল ভূমিকা নেন মহম্মদ সিরাজ।
মেঘকে সাক্ষী রেখে প্রেমদাসা স্টেডিয়ামে তিনি এক মাতাল করানো বোলিংয়ের নিদর্শন তুলে ধরলেন। ওয়ানডেতে দ্রুততম পাঁচ উইকেটের শিকার আপাতত যুগ্মভাবে তিনি। প্রথম ওভারে উইকেট পাননি। তবে দ্বিতীয় ওভারেই তাণ্ডব শুরু করেন মিয়াঁ। সেই ওভারে ৬ বলের মধ্যে ৪ উইকেট তুলে নেন। হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও হয়নি। ওভার-হ্যাটট্রিক করেই অবশ্য থামলেন না সিরাজ। আরও দুটো দখল করে নিজের নামের পাশে হাফডজন উইকেট লিখে নিলেন। বুমরা প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন। বুমরার জায়গায় বল করতে এসে মাত্র ১৪ বলে ৩ উইকেট তুলে নিয়ে হার্দিক লোয়ার অর্ডার ফিনিশ করেন। শ্রীলঙ্কা একসময় ১২ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। সবমিলিয়ে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় দ্বীপরাষ্ট্রের দল।
যেভাবে ভারতীয় বোলিংয়ের চাপে গুঁড়িয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস:-
জসপ্রিত বুমরাহর বলে ০ রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েন কুশল পেরেরা।
মহম্মদ সিরাজের ৬ উইকেট
মহম্মদ সিরাজের বলে ২ রানে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন পাথুম নিশাঙ্কা।
মহম্মদ সিরাজের বলে ০ রানে এলবিডব্লইউ হন সাদিরা সমরবিক্রমা।
মহম্মদ সিরাজের বলে ০ রানে ঈশান কিষানের হাতে ধরা পড়েন চারিথ আশালঙ্কা।
মহম্মদ সিরাজের বলে ৪ রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েন ধনঞ্জয় ডি সিলভা।
মহম্মদ সিরাজর বলে ০ রানে বোল্ড হন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সনকা।
মহম্মদ সিরাজের বলে ১৭ রানে (৩৪ বল খেলে) বোল্ড হন কুশল মেন্ডিস।
হার্দিক পান্ডিয়ার ৩ উইকেট
হার্দিক পান্ডিয়ার বলে ৮ রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েন দুনিথ ওয়েলালাগে।
হার্দিক পান্ডিয়ার বলে ১ রানে বিরাট কোহলির হাতে ধরা পড়েন প্রমোদ মাদুশন।
হার্দিক পান্ডিয়ার বলে ০ রানে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন মাথিশা পাথিরানা।
দূষণ হেমন্ত ১৫ বলে ১৩ রান করে অপরাজিত থেকে যান। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার ১ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় ৫১ রান তুলে ফেলে ভারত। ব্যাট করেছেন ঈশান কিষান ও শুভমন গিল।
রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্ৰথমবার রোহিত শর্মার নেতৃত্বে মাল্টি নেশন টুর্নামেন্টে কোনও ট্রফি জিতল ভারত। শেষবার ভারতের উল্লেখযোগ্য কৃতিত্ব বলতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তারপর ভারত কোনও একাধিক-অংশগ্রহণকারী দলীয় টুর্নামেন্টে খেতাব জেতেনি। নিদাহাস ট্রফি এবং ২০১৮-য় এশিয়া কাপ বাদ দিয়ে।
এশিয়া কাপ এবার বিশ্বকাপের ড্রেস রিহার্সাল ছিল। এমন মহাদেশীয় টুর্নামেন্ট জেতায় বিশ্বকাপের আগে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল। এমনিতে ভারতের একাধিক বিষয়ে উন্নতির অবকাশ রয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে বহু বিষয়ে দুর্বলতা সামনে এসেছে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত খেতাব জয় করতে তাই মরিয়া ছিল।
কলম্বোর রণসিংহে প্রেমদাসা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হল। এই স্টেডিয়ামে চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত খেলা ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে প্রথমে ব্যাট করা দলগুলো। টুর্নামেন্টে প্রথম ইনিংসের গড় স্কোর হল ২৬৯। পেসার এবং স্পিনাররা উভয়েই ৫০% উইকেট নিয়েছেন। তবে, রবিবার সব হিসেব নিকেশ উলটে দিল টিম ইন্ডিয়া। দুপুর ৩টে থেকে ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য ম্যাচ ওই সময় শুরু হয়নি। মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।
পরে বৃষ্টি থামলে পিচ খেলার উপযুক্ত কি না, পরীক্ষা করে খেলা শুরু হয়।
-
Sep 17, 2023 12:07 ISTঅক্ষরের ব্যাক আপ ওয়াশিংটন সুন্দর
এশিয়া কাপের ফাইনালে অক্ষর প্যাটেলের খেলা সংশয়ে। তাই তড়িঘড়ি অক্ষর প্যাটেলের ব্যাক আপ হিসাবে কলম্বোয় নিয়ে যাওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। শুক্রবার বাংলাদেশের।বিপক্ষে ব্যাটিং করার সময় একাধিকবার চোট পান তিনি। ওয়াশিংটন সুন্দর এশিয়ান গেমস-এর স্কোয়াডে রয়েছেন। ফাইনালের দিনেই তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন।