ধর্মশালার মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে মাথায় মারাত্মক চোট পেলেন ঈশান কিষান। শ্রীলঙ্কার রান তাড়া করার সময় রোহিত শর্মার সঙ্গে ভারতীয় ইনিংসের সূচনা করেন ঈশান কিষান। তবে পাওয়ার প্লে ওভারে লাহিরু কুমারার মারণ বাউন্সার আছড়ে পড়ে ঈশানের মাথায়।
লঙ্কান পেসারের বিষাক্ত ডেলিভারি হেলমেটে আছড়ে পড়ার পরে নিয়ম মাফিক কনকাশন চেক করা হয় তারকার। মাটিতে বসে পড়ার পরে কুমারা সহ বাকি শ্রীলঙ্কার ক্রিকেটাররাও পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এগিয়ে আসেন। প্ৰথম পাওয়ার প্লে-র তৃতীয় ওভারের ঘটনা। মাথায় চোট পেলেও ক্রিজ ছাড়েননি। রান তাড়া করার জন্য ব্যাট হাতে পুনরায় স্টান্স নেন।
আরও পড়ুন: দল গঠনে বিস্তর গলদ! তিন সমস্যায় IPL-এ জেরবার হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
তবে এই ঘটনার পরে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। কুমারার বলেই দাসুন শানাকা দারুণ ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে পাঠান ঈশানকে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, ঈশান কিষান ড্রেসিংরুমে ফেরার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কাংড়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হিমাচলপ্রদেশের সেই হাসপাতালের এক চিকিৎসক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "ভারতীয় দলের চিকিৎসার দায়িত্বে রয়েছি। একজন ভারতীয় ব্যাটসম্যান মাথায় চোট পেয়েছেন। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের প্ৰথম ম্যাচে ঈশান কিষান ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। ৫৬ বলে ৮৯ করে দলকে ৬৬ রানের জয় এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ঈশান-রোহিত দ্রুত আউট হয়ে যাওয়ার পরে শ্রেয়স আইয়ার (৪৪ বলে ৭৪) এবং সঞ্জু স্যামসন (৩৯) দুরন্ত পার্টনারশিপ গড়ে যান। শেষদিকে ঝড় তোলেন রবীন্দ্র জাদেজা (১৮ বলে ৪৫)। ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে।
ভারত: ঈশান কিষান, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল