বৃহস্পতিবার থেকে শুরু যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা টি২০ সিরিজ। লখনৌয়ে প্ৰথম ম্যাচে মুখোমুখি দুই দল। ঘরের মাঠে প্ৰথম টি২০ ম্যাচে ভারত একাধিক তারকাকে পাবে না। ঋষভ পন্থ এবং বিরাট কোহলি যেমন ১০ দিনের বায়ো বাবল ব্রেকে রয়েছেন, তেমন সূর্যকুমার যাদব এবং দীপক চাহার চোটের জন্য খেলতে পারবেন না।
শ্রীলঙ্কা আবার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাইরে রেখে খেলতে নামবে। লঙ্কান তারকা সিরিজ শুরুর ঠিক আগে করোনা আক্রান্ত হয়েছেন।
ভারতের পক্ষে সমস্যার হতে পারে সূর্যকুমার যাদবের মিডল অর্ডারে অনুপস্থিতি। দুর্দান্ত ফর্মে ছিলেন তারকা ব্যাটসম্যান। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরাও হয়েছিলেন। প্ৰথম ম্যাচে খেলতে নামার আগে দেখে নেওয়া যাক ভারতের একাদশ কেমন হতে চলেছে-
আরও পড়ুন: IPL শুরুর আগেই বড় ধাক্কা CSK-র! ১৪ কোটির তারকাকে হারাতে চলেছেন ধোনিরা
ওপেনিং: ঈশান কিষান ওপেনিংয়ে ছাপ রাখতে পারেননি। তাই টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াডকে নামিয়ে দিয়েছিল ক্যারিবীয় সিরিজেই। শেষ টি২০-তে ওপেনিংয়ে দেখা গিয়েছিল সিএসকে তারকাকে। শ্রীলঙ্কা সিরিজেও রুতুরাজ গায়কোয়াডকে রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরুতে দেখা যেতে পারে।
মিডল অর্ডার: সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে বাকি তরুণদের কাছে বড় চ্যালেঞ্জ মিডল অর্ডারের শ্যেপ ঠিক রাখা। শ্রেয়স আইয়ার সম্ভবত তিন নম্বরে ব্যাট করবেন। সঞ্জু স্যামসন প্ৰথম এগারোয় প্রত্যাবর্তন ঘটাতে পারেন। তেমনই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত। সেই সঙ্গে ঈশান কিষানকেও মিডল অর্ডারে নামতে দেখা যেতে পারে।
অলরাউন্ডার: রবীন্দ্র জাদেজার কামব্যাক দলের কাছে বড়সড় স্বস্তির খবর। একই সঙ্গে মিডল অর্ডার যেমন শক্তিশালী হয়েছে, তেমন স্পিন বোলিং ডিপার্টমেন্টও ভরসা পাবে। গত বছরের ডিসেম্বর থেকে জাদেজা জাতীয় দলের বাইরে। জাদেজার অন্তর্ভুক্তি দলের ভারসাম্য জোগাবে। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জাদেজা দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে প্ৰথম একাদশে ঢুকেছেন। ভেঙ্কটেশ আইয়ার ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে দলকে ভরসা জুগিয়েছেন। এছাড়াও দলের তৃতীয় সিমারের ভূমিকাও পালন করতে পারবেন।
বোলার: জাতীয় দলের বোলিং আক্রমণ জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনে শক্তিশালী হতে চলেছে। বুমরার নেতৃত্বে বোলিং বিভাগে থাকছেন হর্ষল প্যাটেল। জোড়া লেগস্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহাল এবং রবি বিশ্নোই যে খেলছেন, তা কার্যত নিশ্চিত।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, রবি বিশ্নোই, জসপ্রীত বুমরা