Advertisment

আউট হয়েও হল না ব্যাটসম্যান! দ্রাবিড়ের অবাক-অবতারের ভিডিও ভাইরাল, দেখুন

ভারত বনাম শ্রীলঙ্কা টি২০ সিরিজের প্ৰথম ম্যাচেই কোচ দ্রাবিড়ের প্রতিক্রিয়া নজর কেড়ে নিল। ভাইরাল হয়ে গেল ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গত বছর নভেম্বরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নেওয়ার পরে ভারত দ্রাবিড় জমানা ভালোই শুরু করেছে। শাস্ত্রীর হাত থেকে কোচিংয়ের ব্যাটন যাওয়ার পরে কোচ দ্রাবিড়ের টিম ইন্ডিয়া সাতটা টি২০ ম্যাচে সাতটাতেই জিতেছে।

Advertisment

টি২০ ওয়ার্ল্ড কাপের পরে ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিউয়িদের বিপক্ষে সেই সিরিজ শুধু কোচ দ্রাবিড়েরই নয়, স্থায়ী ক্যাপ্টেন নিযুক্ত হওয়ার পরে রোহিতেরও প্ৰথম সিরিজ ছিল। সেই সিরিজে ভারত ৩-০'এ হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। তারপরে চলতি মাসেই ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানেই চুনকাম পর্ব সমাপ্ত করে।

আরও পড়ুন: IPL-এ এবার জোড়া গ্রুপ! KKR-এর গ্রুপে কোন কোন দল, বিরাট ঘোষণা বোর্ডের

শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার প্ৰথম ম্যাচ খেলতে নেমে শুরুতেই জয় পেয়েছে ভারত। লখনৌয়ের ইকানা স্টেডিয়ামে ভারতের সামনে প্ৰথম কুড়ি কুড়ি ম্যাচে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ারের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে ভর করে ভারত শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়েছে।

তবে এই দুই তারকা নন, ম্যাচের পরে ভাইরাল কোচ দ্রাবিড়ের প্রতিক্রিয়া। শ্রীলঙ্কা ইনিংসের সময় ডিআরএসে রক্ষা পায় সফরকারী দল। তারপরেই কোচ দ্রাবিড়ের হতবাক হয়ে যাওয়ার মত প্রতিক্রিয়া ধরা পড়ে যায় সম্প্রচারকারী চ্যানেলে। সেই প্রতিক্রিয়াই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যুজবেন্দ্র চাহালের বল চরিত আশালঙ্কার প্যাডে আছড়ে পড়তেই ভারতের আবেদনে সাড়া দিয়ে দেন আম্পায়ার বীরেন্দ্র শর্মা। তবে ডিআরএস নেওয়ার পরে রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে ব্যাটের কানা স্পর্শ করে গিয়েছিল।

অল্পের জন্য লঙ্কান ব্যাটসম্যান বেঁচে যাওয়ায় দ্রাবিড় কার্যত অবাক হয়ে যান। বিমূঢ় হয়ে ডাগ আউটে বসে থাকতে দেখা যায় মহাতারকাকে। এমনকি রোহিত শর্মা পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যেতে দেখে হেসে ফেলেন। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় নজরে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল।

স্কোরবোর্ডে ১৯৯ তোলার পরে ভুবনেশ্বর কুমার এবং ভেঙ্কটেশ আইয়ার বল হাতে ধসিয়ে দেন লঙ্কানদের। দুজনেই দুটো করে উইকেট নেন। চাহাল এবং হর্ষল প্যাটেল একটি করে উইকেট নেন। ধর্মশালায় শেষ দুটো টি২০ ম্যাচ খেলা হবে যথাক্রমে শনি এবং রবিবার।

Rahul Dravid Indian Cricket Team Sri Lanka
Advertisment