২৪ ঘন্টা আগেই ব্যাট হাতে কপিলের ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এবার রবিচন্দ্রন অশ্বিন থাবা বসালেন কপিলের ৪৩৪ টেস্ট উইকেটের কীর্তিতে। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্ৰথম টেস্টের দ্বিতীয় দিনে পাথুম নিশঙ্কাকে আউট করে ৪৩৪তম উইকেট তুলে নেন দক্ষিণী স্পিনার। সেই সঙ্গে সর্বোচ্চ ভারতীয় টেস্ট উইকেট শিকারিদের তালিকায় কপিল দেবের সঙ্গে একাসনে বসে পড়েন অশ্বিন। কিংবদন্তি অলরাউন্ডারকে ছাপিয়ে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।
সর্বোচ্চ টেস্ট শিকারিদের মধ্যে ভারতীয়দের হয়ে এখনও সেরা অনিল কুম্বলে, ৬১৯ টেস্ট উইকেট সমেত। টেস্টে ৪০০ বা তার বেশি উইকেট নিয়েছেন মাত্র চারজন ভারতীয় বোলার। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেই হরভজন সিংকে পেরিয়ে গিয়েছিলেন অশ্বিন।
আরও পড়ুন: জাদেজার ২০০-র আগেই ইনিংস ডিক্লেয়ার! রোহিতের ‘টাইমিংয়ে’ জবাব এবার জাড্ডুর
টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকা:
অনিল কুম্বলে- ৬১৯
কপিল দেব/রবিচন্দ্রন অশ্বিন- ৪৩৪
হরভজন সিং- ৪১৯
মোহালিতে কোহলির ১০০তম টেস্টে ভারত ইনিংসে জয়ের দিকে এগোচ্ছে। প্ৰথম ইনিংসে ৫৭৪/৮ তোলার পরে শ্রীলঙ্কা মাত্র ১৭৪ রানে অলআউট হয়ে যায় প্ৰথম ইনিংসে। জাদেজার দুরন্ত ১৭৫, পন্থ ৯৬, অশ্বিন ৬১ এবং হনুমা বিহারি ৫৮ করে দলকে বিশাল টার্গেট তুলতে সাহায্য করেন। শ্রীলঙ্কাকে এরপরে বল হাতে ভাঙলেন সেই জাদেজা। পাঁচ উইকেট দখল করলেন সুপারস্টার। অশ্বিন ২ উইকেট নেন। ৪০০ রানের লিড নেওয়ার পরে শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে ফের একবার ব্যাটিং করতে পাঠিয়েছেন রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কা ভরাডুবির মুখে। দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন শ্রীলঙ্কা ৪৫/৩ ধুঁকছে। অশ্বিনের জোড়া শিকারের পরে একটি উইকেট পেয়েছেন শামি।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা