Advertisment

'ঘুষ' দিতে চাইলেন শ্রেয়স, মাঠে পাত্তাই দিলেন না বুমরা! সামনে এল বড় ঘটনা

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্ৰথম টি২০-তে ঝোড়ো গতির হাফসেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন শ্রেয়স আইয়ার। ভারত প্ৰথমে ব্যাট করে ১৯৯ তোলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থদের মত তারকা নেই। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব নিতে হত শ্রেয়স আইয়ারকে। গত টি২০ বিশ্বকাপে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি। এবার আসন্ন টি২০ বিশ্বকাপে শ্রেয়সের সামনে সুযোগ জাতীয় দলের জায়গা পাকা করা।

Advertisment

আর কেকেআরের নতুন নেতা নির্বাচিত হওয়া আইয়ার সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করলেন। ভারতীয় ইনিংসের ১২ তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তারপরে রোহিত-ঈশানের দুরন্ত পার্টনারশিপের মোমেন্টাম ধরে রেখে রানের গতি বাড়িয়ে যান। ২৮ বলে ৫৭ করে যান তারকা। ভারতও স্কোরবোর্ডে ১৯৯ তোলে। শ্রীলঙ্কা প্ৰথম টি২০-তে হেরে বসে ৬২ রানের ব্যবধানে।

আরও পড়ুন: IPL-এ এবার জোড়া গ্রুপ! KKR-এর গ্রুপে কোন কোন দল, বিরাট ঘোষণা বোর্ডের

আর ম্যাচের পরে দারুণ এক ঘটনার কথা শেয়ার করলেন শ্রেয়স আইয়ার। আইয়ার জানালেন শ্রীলঙ্কা ইনিংসের শেষ ওভারে তিনি বল করতে চেয়েছিলেন। ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরার কাছে অনুরোধও করেন। যদিও তাতে কান দেননি স্পিডস্টার।

ম্যাচের পরে শ্রেয়স আইয়ার জানান, "বল করার জন্য হাত তুলেছিলাম। ১৬ নম্বর ওভারের সময় রোহিত উঠে যাওয়ার সময় বুমরাকে বলে গিয়েছিল, কাদের কাদের বোলিং করাতে হবে। আমি বুমরাকে ঘুষ দিতে চেয়েছিলাম। তবে তা কাজে আসেনি।"

আরও পড়ুন: আউট হয়েও হল না ব্যাটসম্যান! দ্রাবিড়ের অবাক-অবতারের ভিডিও ভাইরাল, দেখুন

রোহিত শর্মা ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন না। সেই সময় জাতীয় দলকে পরিচালনার ভার ছিল সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়া জসপ্রীত বুমরার ওপর। ভারত নিয়মিত পাঁচ বোলার ছাড়াও আরও অনিয়মিত দুজনকে বোলিং করায়। মোট সাতজন বোলার হাত ঘোরান। দীপক হুডা এবং ভেঙ্কটেশ আইয়ারকেও বল হাতে দেখা যায়। যদিও শ্রেয়স সেই সুযোগ পাননি। বোলিংয়ে শ্রেয়স অবশ্য একদম নতুন নন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে জানুয়ারিতেই তিন ওভার বল করেন তারকা।

Indian Cricket Team Indian Team Jasprit Bumrah
Advertisment