শ্রেয়স-জাদেজা ঝড়ে তুলকালাম ধর্মশালা, লঙ্কানদের হারিয়ে সহজেই সিরিজ জয় ভারতের

টসে জিতে ধর্মশালায় প্ৰথমে ফিল্ডিং নিয়েছিল ভারত। ব্যাট করতে নেমে পাথুম নিশঙ্কা দারুণ হাফসেঞ্চুরি করে যান।

টসে জিতে ধর্মশালায় প্ৰথমে ফিল্ডিং নিয়েছিল ভারত। ব্যাট করতে নেমে পাথুম নিশঙ্কা দারুণ হাফসেঞ্চুরি করে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শ্রীলঙ্কা: ১৮৩/৫
ভারত: ১৮৬/৩

Advertisment

স্কোরবোর্ডে বড়সড় রান খাড়া করেও হারতে হল শ্রীলঙ্কাকে। ধর্মশালায় শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি২০-তে ৭ উইকেটে হারিয়ে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল সেইসঙ্গে টিম রোহিত। প্ৰথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা লড়াই করার মত ১৮৩/৫ তুলেছিল। জবাবে ভারত ১৭ বল বাকি থাকতে হাতে ৭ উইকেট নিয়ে জয় সম্পন্ন করে ফেলল।

আর ভারতের জয়ে নায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচেও দুর্ধর্ষ হাফসেঞ্চুরি করে ঈশান কিষানের ঝড়ে পার্শ্বনায়ক হয়ে থেকে গিয়েছিলেন। শনিবার তিনিই ম্যাচের সেরা। হাফডজন বাউন্ডারি, ৪ ওভার বাউন্ডারিতে শ্রেয়স তিনে নেমে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে গেলেন।

Advertisment

আরও পড়ুন: দল গঠনে বিস্তর গলদ! তিন সমস্যায় IPL-এ জেরবার হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

১৮৪ তাড়া করতে নেমে ভারত প্ৰথম ওভারেই ক্যাপ্টেন রোহিতকে হারিয়েছিল। পাওয়ার প্লে-র মধ্যে ঈশান কিষানের উইকেটও হারায় ভারত। তবে তৃতীয় উইকেটে শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসনের ব্লকবাস্টার ৮৪ রানের পার্টনারশিপে খতম হয়ে যায় শ্রীলঙ্কা। ২৫ বলে ৩৯ করে সঞ্জু প্যাভিলিয়নে ফিরে গেলেও রবীন্দ্র জাদেজার রুদ্রমূর্তি অনায়াসে ভারতকে অনেক আগে সীমানা পার করিয়ে দেয়। বিষ্ফোরক জাদেজা শনিবার তান্ডব চালিয়ে ১৮ বলে ৪৫ করে যান, ২৫০ স্ট্রাইক রেট সহ।

তার আগে ভারত টসে জিতে লঙ্কানদের প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল। শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ১৮৩ তুলেছিল ওপেনার পাথুম নিশঙ্কার ৫৩ বলে ৭৫ রানে ভর করে। অন্য ওপেনার গুণতিলকেও ২৯ বলে ৩৮ করে যান। ৬৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেও শ্রীলঙ্কা একসময় মাঝে ৩৫ রান যোগ করার ফাঁকে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে শ্রীলঙ্কাকে ভালো জায়গায় পৌঁছে দেন ক্যাপ্টেন দাসুন শানাকা (১৯ বলে ৪৭)। তবে শেষ রক্ষা হল না, এই যা!

ভারত: ঈশান কিষান, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল

Sri Lanka Indian Cricket Team Indian Team