Champions Trophy 2025 Semi-Final on March 4 in Dubai: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলছে ভারত?

India will play its Champions Trophy 2025 semi-final on March 4 at Dubai International Stadium. New Zealand has also qualified after defeating Bangladesh. Get match details, key players, and latest updates: সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ, ম্যাচের সময়সূচি

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India in Dubai: দুবাইয়ে ভারতীয় দল

Team India in Dubai: দুবাইয়ে ভারতীয় দল। (ছবি- বিসিসিআই)

India vs TBD: Champions Trophy 2025 Semi-Final on March 4 in Dubai – Match Details & Updates: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ তার শেষ পর্যায়ে পৌঁছেছে, এবং ভারত ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভের পর, ভারত সেমিফাইনালে উঠেছে। ভারতের পরবর্তী ম্যাচ ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 

Advertisment

সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ:

  • গ্রুপ পর্বের ফলাফলের উপর নির্ভরশীল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের ভিত্তিতে ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে।

সেমিফাইনাল সময়সূচি:

Advertisment
  • সেমিফাইনাল ১: ৪ মার্চ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।

  • সেমিফাইনাল ২: ৫ মার্চ, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

ভারত যদি গ্রুপে শীর্ষে থাকে, তবে তারা গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানের দলের বিরুদ্ধে সেমিফাইনাল ১-এ খেলবে। অন্যথায়, তারা সেমিফাইনাল ২-এ গ্রুপ বি-এর শীর্ষ দলের বিরুদ্ধে মুখোমুখি হবে।

গ্রুপ বি-এর বর্তমান পরিস্থিতি:

  • দলসমূহ: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান।

  • বর্তমান পয়েন্ট: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আপাতত এগিয়ে রয়েছে। তাদের বাকি ম্যাচগুলির ফলাফলের ওপর ভিত্তি করে সেমিফাইনালে খেলতে পারবে কি না, তা ঠিক হবে।

সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলির তারিখ আগেই ঠিক করা হয়েছে। ফাইনাল ম্যাচ ৯ মার্চ হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারত ও নিউজিল্যান্ড উভয়েই সেমিফাইনালে পৌঁছেছে। গ্রুপ বি থেকে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে, তা তাদের বাকি ম্যাচগুলির ফলাফলের উপর নির্ভর করছে।

সেই হিসেবে শুক্রবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেমিফাইনালে পৌঁছনোর জন্য এই ম্যাচ নির্ধারক হতে চলেছে। তাই, ক্রিকেটপ্রেমীরা একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের আশা করতেই পারেন। অস্ট্রেলিয়া এমনিতে বরাবরের শক্তিশালী দল। কিন্তু, আফগানিস্তান গত ম্যাচে ইংল্যান্ডকে যেভাবে দুরমুশ করেছে, তাই তাদেরও আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ব্যাটিং এবং বোলিং, সব বিভাগেই বিশ্বের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে গত ম্যাচে নাকানিচোবানি খাইয়েছে আফগানিস্তান। ফলে, তাদের সমর্থকদের মধ্যে শুক্রবারের ম্যাচ ঘিরে প্রত্যাশা অনেকটাই বেড়েছে। 

এর আঘে বুধবার গ্রুপ বি-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত খেলে আফগানিস্তান জয় ছিনিয়ে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে, আফগানিস্তান আইসিসি পুরুষদের ওয়ানডে টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ দলীয় রান করেছে। ইব্রাহিম জাদরান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (১৭৭) রান করেছেন। আর, আফগানিস্তান ৭ উইকেেটে তুলেছে ৩২৫ রান।

ইংল্যান্ডের হয়ে জো রুট লড়াই চালিয়ে গেলেও আফগান বোলাররা ম্যাচ বের করে নেন। আজমতুল্লাহ ওমরজাই ৫৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হয়েছেন। এই ফলাফলের ফলে ইংল্যান্ড সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে। আর, আফগানিস্তান এখন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছে।

cricket ICC Champions Trophy Cricket News Indian Cricket Team Semi Final