/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/rohit-sharma-india_.jpeg)
India vs West Indies 2021, Schedule, Squads, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ খেলতে নামার আগেই বড়সড় বিপর্যয় আছড়ে পড়েছে টিম ইন্ডিয়ার সংসারে। চার ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় বিপদ বেড়েছে বোর্ডের।
শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান যেমন আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছেন, তেমনই রিজার্ভ প্লেয়ার হিসাবে দলে থাকা নভদীপ সাইনির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন: নির্বাচকদের ওপর চাপ দেন সৌরভ! ভয়ঙ্কর অভিযোগের প্রকাশ্যে জবাব দিলেন মহারাজ
আক্রান্ত ক্রিকেটারদের আপাতত সাত দিনের আইসোলেশন কাটাতেই হবে। এর অর্থ তিন সিরিজের পুরো ওয়ানডে থেকেই ছিটকে গেলেন চার তারকা। দলে এমন পরিস্থিতিতে সংযোজন করা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। অভূতপূর্ব সিচুয়েশনে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্ৰথম ওয়ানডেতে কেমন দল সাজায় ভারত, সেদিকে নজর থাকছে ক্রিকেট মহলের।
বিরাট কোহলিকে একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে এই প্ৰথমবার ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা।
সূচি: সিরিজের তিনটে ওয়ানডে ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। রবিবার ৬ ফেব্রুয়ারি প্ৰথম ওয়ানডের পর বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৯ এবং ১১ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: জয় শাহের সঙ্গে কি সম্পর্কে ফাটল! গুঞ্জন থামিয়ে মুখ খুললেন স্বয়ং সৌরভ
Telecast and live streaming
তিনটে ওয়ানডে ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা শুরু হবে দুপুর ১.৩০-এ। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে ডিজনি+হটস্টারে
টিম ইন্ডিয়া ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, রুতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, রবি বিশ্নোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, ঈশান কিষান এবং মায়াঙ্ক আগারওয়াল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন