scorecardresearch

বড় খবর

করোনায় নেই অধিকাংশ তারকা! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের একাদশে চমকের সম্ভাবনা

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হচ্ছে একদিনের সিরিজ। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে এই প্ৰথমবার ওয়ানডেতে রোহিতের অধীনে খেলতে নামবেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ খেলতে নামার আগেই বড়সড় বিপর্যয় আছড়ে পড়েছে টিম ইন্ডিয়ার সংসারে। চার ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় বিপদ বেড়েছে বোর্ডের।

শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান যেমন আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছেন, তেমনই রিজার্ভ প্লেয়ার হিসাবে দলে থাকা নভদীপ সাইনির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্ত ক্রিকেটারদের আপাতত সাত দিনের আইসোলেশন কাটাতেই হবে। এর অর্থ তিন সিরিজের পুরো ওয়ানডে থেকেই ছিটকে গেলেন চার তারকা। দলে এমন পরিস্থিতিতে সংযোজন করা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। অভূতপূর্ব সিচুয়েশনে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্ৰথম ওয়ানডেতে কেমন দল সাজায় ভারত, সেদিকে নজর থাকছে ক্রিকেট মহলের।

আরও পড়ুন: জয় শাহের সঙ্গে কি সম্পর্কে ফাটল! গুঞ্জন থামিয়ে মুখ খুললেন স্বয়ং সৌরভ

বিরাট কোহলিকে একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে এই প্ৰথমবার ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা। এমনিতে নেতৃত্বের অভিষেকে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে পার্টনার হতেন শিখর ধাওয়ান। তবে ধাওয়ান করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় ইনিংসের সূচনা করবে রোহিত-রাহুল জুটি। তিনে থাকবেন যথারীতি বিরাট কোহলি।

শ্রেয়স আইয়ার করোনায় ছিটকে যাওয়ায় মিডল অর্ডারে অটোমেটিক চয়েস সূর্যকুমার যাদব। চারে সম্ভবত ম্যাচের সিচুয়েশন অনুযায়ী নামানো হবে তাঁকে। দীপক হুডা জাতীয় দলে প্ৰথমবার সুযোগ পেয়েছেন। ডামাডোলের মধ্যে তাঁকে মিডল অর্ডারে নামিয়ে দেওয়া হতে পারে।

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তো থাকছেন-ই ঋষভ পন্থ। অলরাউন্ডার হিসাবে সম্ভবত রাখা হবে শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহারকে। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসাবে থাকছেন চাহাল।

আরও পড়ুন: নির্বাচকদের ওপর চাপ দেন সৌরভ! ভয়ঙ্কর অভিযোগের প্রকাশ্যে জবাব দিলেন মহারাজ

আহমেদাবাদের পিচ ব্যাটসম্যানরাই দুই দলের ফারাক গড়ে দেবেন। তাই ব্যাটিং শক্তিশালী করেই ক্যারিবীয় যুদ্ধে নামবে রোহিতের টিম ইন্ডিয়া। সিরিজে ভারতই ফেভারিট। তবে ওয়েস্ট ইন্ডিজকে কোনওভাবেই হালকাভাবে নেবে না ভারত।

টিম ইন্ডিয়া সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs west indies 1st odi playing xi captain rohit sharma to debut in ahmadabad