Advertisment

জায়গা পেয়েই বাজিমাত! প্ৰথম ODI-তেই অভিষেক দীপকের, একাদশে চমকের পর চমক

করোনা জর্জরিত ভারতীয় দলের কী কী পরিবর্তন দেখা যায়, তা নিয়ে ক্রিকেট মহলের আগ্রহ ছিল। রবিবারই আত্মপ্রকাশ ঘটল ক্যাপ্টেন রোহিতের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জাতীয় দলে প্ৰথমবার জায়গা পেয়েছিলেন। আর প্ৰথম সুযোগেই বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম ওয়ানডেতে যে একাদশ বেছে নেওয়া হয়েছে, সেখানে জায়গা হয়েছে দীপক হুডার। আন্তর্জাতিক ক্রিকেটে বরোদার অলরাউন্ডারের অভিষেক ঘটছে রবিবার।

Advertisment

সর্দার প্যাটেল স্টেডিয়ামে ভারত টসে জিতে প্ৰথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী ছোটদের কীর্তিতে উচ্ছ্বসিত সৌরভ-শাহরা! লাখ-লাখ টাকার পুরস্কার ঘোষণা

একদিনের ক্রিকেটে কোহলি জমানা পতনের পর এদিনই অধিনায়কত্বে অভিষেক ঘটল রোহিত শর্মার। তিনি ম্যাচের একদিন আগেই জানিয়ে দিয়েছিলেন, করোনা জর্জরিত টিম ইন্ডিয়ায় তাঁর ওপেনিং পার্টনার হিসাবে ঈশান কিষান ছাড়া আর কোনও অপশন নেই।

শিখর ধাওয়ান এবং রুতুরাজ গায়কোয়াড করোনা আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছেন। কেএল রাহুলকে আবার দ্বিতীয় ওয়ানডে থেকে পাওয়া যাবে। পরিবর্ত হিসাবে দলে যোগ দেওয়া মায়াঙ্ক আগারওয়ালের কোয়ারেন্টিনের মেয়াদ এখনও শেষ হয়নি। এমন অবস্থায় প্ৰথম ওয়ানডেতে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হচ্ছেন ঈশান কিষান। তিনে যথারীতি বিরাট কোহলি, চার এবং পাঁচ নম্বরে ঋষভ পন্থ এবং সূর্যকুমার যাদব। এরপরই নামবেন অভিষেক ঘটানো দীপক হুডা।

ভারতের প্ৰথম একাদশে জায়গা হল না দীপক চাহার কিংবা কুলদীপ যাদবের। করোনা সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে প্ৰথম এগারোয়। তিনি স্পিনে সঙ্গত করবেন চাহালকে। ভারতের তিন সিমার শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ।

আরও পড়ুন: যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া! ভিভের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস ছোটদের

১০০০তম ওয়ানডেতে খেলতে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে টিম ইন্ডিয়া। প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে ম্যাচে ভারত খেলবে কালো আর্মব্যান্ড পরে।

ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহাম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team West Indies
Advertisment