তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অতীত। এবার টিম কোহলির সামনে ওয়ান ডে ম্যাচের চ্যালেঞ্জ। ফেভারিট হিসেবেই ওয়ান ডে-তে খেলতে নামছে ভারত। তবে গায়ানার প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগে কোহলির কপালে ভাঁজ ফেলছে সেই কুখ্যাত মিডল অর্ডার। যা বিশ্বকাপ থেকেই ভোগাচ্ছে। টি টোয়েন্টি সিরিজে জয় পেলেও ভারতের সামনে মাঝের ব্য়াটসম্যানদের ব্য়র্থতা প্রকট হয়েছে। ওয়ান ডে সিরিজে সেই ধাঁধা সলভ করতে মরিয়া থাকবেন কোহলিরা।
বিশ্বকাপে চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। সেই চোট সারিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেই প্রত্যাবর্তন করেছিলেন। তবে ফিরে আসার পরে প্রথম ওয়ান ডে খেলবেন বৃহস্পতিবারই। রোহিত শর্মার সঙ্গে। রোহিত-ধাওয়ান জুটির পরে তিন নম্বরে যথারীতি বিরাট কোহলি। তবে চার নম্বরে কোন ব্যাটসম্যান নামেন, সেটা দেখার। টি টোয়েন্টিতে মণীশ পাণ্ডে ব্যাট হাতে সফল হতে পারেননি। তিন ইনিংস খেলে মাত্র ২৭ রান করেছেন তিনি। শ্রেয়স আইয়ারকে ওয়ান ডে-তে খেলিয়ে দেখে নিতে পারেন কোহলি। টি টোয়েন্টিতে যিনি সুযোগই পাননি। ভারতীয়-এ দলের হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। নাহলে লোকেশ রাহুলের উপরে চার নম্বর সমস্যার সমাধানের জন্য দ্বারস্থ হতে পারেন তিনি।
Guyana diaries: @ImRo45 & @RishabhPant17 unplugged
Two low scores & a match-winning fifty. The Hitman finds out how Pant turned it around in the final T20I - by @28anand #TeamIndia #WIvIND
Full video???? https://t.co/ybj8Lg0Ihz pic.twitter.com/Hz7IjxXchT
— BCCI (@BCCI) August 7, 2019
পাশাপাশি ওয়ান ডে-র প্রথম একাদশে ঢোকার জন্য লড়াই হতে পারে রবীন্দ্র জাদেজা এবং কেদার যাদবের মধ্যে। সাম্প্রতিককালে জাদেজা ব্যাট-বল হাতে তুখোড় ফর্মে রয়েছেন। কেদারের পরিবর্তে প্রথম একাদশে শিঁকে ছিড়তে পারে তাঁর।
আরও পড়ুন
India odi squad and schedule for West Indies tour 2019: কাল শুরু একদিনের সিরিজ, জেনে নিন কবে কবে খেলা
বিশ্বকাপের পরে ফের একবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে। টি টোয়েন্টি স্পিনার হিসেবে রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর এবং ক্রুনাল পাণ্ডিয়াকে খেলানো হয়েছিল। প্রত্যেকেই নির্বাচকদের আস্থার মর্যাদা রেখেছেন। পেস বোলার হিসেবে নভদীপ সাইনির ওয়ানডে-তে অভিষেক ঘটতে পারে গায়ানাতেই।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের একাদশেও অভিষেকের অপেক্ষায় থাকবেন রস্টন চেজ। ভারতীয়-এ দলের বিপক্ষে কিছুদিন আগেই দুর্ধর্ষ ৮৪ রান করেছিলেন। তবে ক্যারিবিয়ানদের স্কোয়াডে সমস্ত ফোকাসই আপাতত ক্রিস গেইলের উপরে। কানাডায় ভ্যাঙ্কুভার নাইটসের জার্সিতে অপ্রতিরোধ্য ফর্মে খেলেছেন সম্প্রতি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের প্রধান শক্তি তাঁদের উইকেটকিপার-ব্যাটসম্যান সাই হোপ। বিশ্বকাপে ফর্মে ছিলেন না। তবে ব্যাট হাতে ফর্মে ফেরার জন্য তিনি বেছে নিয়েছেন ভারত সিরিজকেই।
তিনটে ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি
Read the full article in ENGLISH