Advertisment

ইডেনে অভিষেকেই সুপারহিট বিশ্নোই! ক্যারিবিয়ান বধে শুভসূচনা টি২০ সিরিজের

টসে জিতে প্ৰথমে ব্যাটিং নিয়েছিল টিম ইন্ডিয়া। ঈশান কিষান রোহিতের ওপেনিং পার্টনার হয়েছিলেন। বাইরে রাখা হয়েছিল শ্রেয়স আইয়ার, দীপক চাহারদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়েস্ট ইন্ডিজ: ১৫৭/৭
ভারত: ১৬২/৪

Advertisment

টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটিয়েই স্মরণীয় করে রাখলেন বুধবার। ক্যারিবিয়ানদের ছয় উইকেটে হারিয়ে টি২০ সিরিজে শুভ সূচনা ঘটালো ভারত। আর জয়ে সবথেকে বড় অবদান রাখলেন ২১ বছরের রবি বিশ্নোই।

বিশ্নোই-হর্ষল প্যাটেলদের বোলিং এবং রোহিত-সূর্যকুমারদের ব্যাটে ভর করে ভারত বুধবার ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করল ৬ উইকেটে, হাতে ৭ উইকেট নিয়ে। প্ৰথমে ব্যাট করতে নেমে ইডেনে ক্যারিবিয়ানরা স্কোরবোর্ডে ১৫৭/৭-এর বেশি তুলতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৮.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

আরও পড়ুন: দুর্ধর্ষ ক্যাচ ধরেও পা দড়িতে, অভিষেকেই ট্র্যাজেডির শিকার বিশ্নোই, দেখুন ভিডিও

১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত শুরুটা মারকাটারি করে রোহিত-ঈশানের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে। দুজনেই পাওয়ার প্লে-তে ৫৮ তুলে দেন স্কোরবোর্ডে। রোহিত ওডিয়ন স্মিথের এক ওভারে তুলোধোনা করে জোড়া ছক্কা, জোড়া বাউন্ডারি সমেত ২২ করে দিয়েছিলেন। জাতীয় দলের হয়ে পয়া ইডেনে হিটম্যান দ্রুততম হাফসেঞ্চুরি করে ফেলবেন কিনা, তা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছিল, সেই সময়েই রোহিত চেজের বলে আউট হয়ে ফেরেন। তিন ছক্কা, চার বাউন্ডারি সমেত রোহিত মাত্র ১৯ বলে ৪০ করে যান।

এরপরে মাঝের কয়েক ওভারে রোহিতের পরে ঈশান (৪২ বলে ৩৫), কোহলি (১৭), পন্থ (৮) আউট হয়ে গিয়ে ভারত একসময় ১১৪/৪ হয়ে গিয়েছিল। বেশ চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে সূর্যকুমার যাদব (১৮ বলে ৩৪) এবং ভেঙ্কটেশ আইয়ার (১৩ বলে ২৪) করে দলের জয় নিশ্চিত করেন।

যাইহোক, অভিষেকের ম্যাচে বিশ্নোই যে বেশ নার্ভাস ছিলেন, তাঁর প্ৰথম ওভারেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ২১ বছরের তারকা প্ৰথম ওভারেই তিনটে ওয়াইড করে বসেন। তবে দ্বিতীয় ওভারে সমস্ত জড়তা ঝেড়ে ফেলে জোড়া উইকেট তুলে নেন। প্ৰথমে রস্টন চেজকে (৪) লেগবিফোর করেন। তারপরে আউট করেন রভম্যান পাওয়েলকে (২)। বিশ্নোইয়ের বল মিড উইকেট দিয়ে হাঁকাতে গিয়ে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাওয়েল। চার ওভারে মাত্র ১৭ রান খরচে দুই উইকেট তুলে নিয়ে অভিষেক স্মরণীয় করে রাখলেন বিশ্নোই। হর্ষল প্যাটেলও দুই উইকেট নেন।

ভারতের প্ৰথম একাদশ: ঈশান কিষান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, রবি বিশ্নোই, যুজবেন্দ্র চাহাল

Indian Cricket Team Indian Team West Indies T20
Advertisment