দু বছর আগেও যুব দলের হয়ে বিশ্বকাপের খেলেছিলেন। ২০২২-এ এসে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের জার্সিতে অভিষেক ঘটিয়ে ফেললেন রবি বিশ্নোই। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগেই তাঁর হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন যুজবেন্দ্র চাহাল। জাতীয় দলের হয়ে এমনিতেই জোড়া রবি রয়েছে টিম ইন্ডিয়ার। একজন রবীন্দ্র জাদেজা, দ্বিতীয়জন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার আত্মপ্রকাশ ঘটল রবি বিশ্নোইয়ের। ঘটনাচক্রে, তিন জনেই স্পিনার।
যুব দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স তো বটেই আইপিএলেও পাঞ্জাব কিংসের হয়ে নিয়মিত ভাল খেলেছেন। ২০২০ এবং ২০২১ দুই আইপিএলেই চোখ ধাঁধানো পারফরম্যান্সে মাতিয়ে দিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে টানা ভাল খেলার পুরস্কার জুটল এবার কলকাতায়।
আরও পড়ুন: IPL-এ ১০.৭৫ কোটির চুক্তি! আনন্দে কলকাতার হোটেলেই পিজ্জা পার্টি সুপারস্টারের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে প্ৰথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান জানিয়ে দিয়েছেন, "প্ৰথমে বল করার সিদ্ধান্ত নিচ্ছি। পিচ নিয়ে কোনও মন্তব্য করব না। কারণ প্রত্যেকবার এখানে খেলতে এসে নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গী হয়েছি।"
"অস্ট্রেলিয়ার দিকে নজর রেখে আমাদের এখন থেকেই তৈরি হতে হবে। ঠিক ঠিক জায়গায় স্রেফ নিজেদের মেলে ধরতে হবে। প্রতিপক্ষ আমাদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। আমরা পাঁচজন ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার এবং দুই স্পিনারে দল সাজিয়েছি। রবি বিশ্নোইয়ের অভিষেক ঘটছে।"
ভারতের প্ৰথম একাদশ: ঈশান কিষান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, রবি বিশ্নোই, যুজবেন্দ্র চাহাল