Advertisment

দুর্ধর্ষ ক্যাচ ধরেও পা দড়িতে, অভিষেকেই ট্র্যাজেডির শিকার বিশ্নোই, দেখুন ভিডিও

টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটিয়েই নিজের জাত চেনালেন রবি বিশ্নোই। ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে তুলে নিলেন ২ উইকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অভিষেকে নিজের জাত চিনিয়ে গেলেন রবি বিশ্নোই। সেই সঙ্গে দুর্ভাগ্যেরও সঙ্গী হয়ে থাকলেন তিনি। ক্যাচ ধরেও শেষমেষ বাউন্ডারি লাইনে ছুঁয়ে গেল তাঁর পা।

Advertisment

পাওয়ার প্লে-র পরের ওভারের ঘটনা। সেই সময় বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল। চাহালের বলে ক্যারিবিয়ান ব্যাটসম্যান সটান হাঁকিয়েছিলেন লং অফে। যেখানে ফিল্ডিং করছিলেন অভিষেককারী রবি বিশ্নোই। একদম বাউন্ডারি লাইনের ধারে কঠিন ক্যাচ তালুবন্দিও করেন তারকা।

আরও পড়ুন: IPL-এ ১০.৭৫ কোটির চুক্তি! আনন্দে কলকাতার হোটেলেই পিজ্জা পার্টি সুপারস্টারের

তবে এরপরেই দুর্ভাগ্যের শিকার হন তিনি। বল তালুবন্দি করে ব্যালান্স রাখতে গিয়ে এক ধাপ পিছনে পা রেখেছিলেন। তখনই বিশ্নোইয়ের পা দড়ি স্পর্শ করে ফেলে। নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে যান নিকোলাস পুরান। সেই সময়ে ক্যারিবিয়ান ভাইস ক্যাপ্টেন ৯ বলে ৮-এ ব্যাটিং করছিলেন। লাইফ লাইন পেয়ে শেষ পর্যন্ত পুরান ৪৩ বলে ৬১ করে যান। জীবন পেয়ে আরও ৫৩ রান যোগ করে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজ তাঁর ব্যাটে ভর করেই স্কোরবোর্ডে ২০ ওভারে ১৫৭/৭ তুলেছে।

তরুণ তুর্কির পাশেই অবশ্য দাঁড়িয়েছে ক্রিকেট মহল। ইনিংস ব্রেকের সময় বিশ্নোই পরে বলে যান, "ভেবেছিলাম, পিছনে আরও কিছুটা স্পেস রয়েছে। তাই স্টেপ ব্যাক করি।"

অভিষেকের ম্যাচে তিনি যে বেশ নার্ভাস ছিলেন, তাঁর প্ৰথম ওভারেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ২১ বছরের তারকা প্ৰথম ওভারেই তিনটে ওয়াইড করে বসেন। তবে দ্বিতীয় ওভারে সমস্ত জড়তা ঝেড়ে ফেলে জোড়া উইকেট তুলে নেন। প্ৰথমে রস্টন চেজকে (৪) লেগবিফোর করেন। তারপরে আউট করেন রভম্যান পাওয়েলকে (২)। বিশ্নোইয়ের বল মিড উইকেট দিয়ে হাঁকাতে গিয়ে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাওয়েল। চার ওভারে মাত্র ১৭ রান খরচে দুই উইকেট তুলে নিয়ে অভিষেক স্মরণীয় করে রাখলেন বিশ্নোই।

West Indies Eden Gardens Indian Cricket Team Indian Team
Advertisment