নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। দু’টি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও তিনটি টি-২০ ম্যাচ হবে দু’দলের মধ্যে। এশিয়া কাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মঙ্গলবার বিসিসিআই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সূচি প্রকাশ করে দিল।
আগামী ৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ভারত- ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ। এই শহরের জন্য সুখবর যে, তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ৪ নভেম্বর টোয়েন্টি-টোয়েন্টির স্বাদ নিতে চলেছে ক্রিকেট মক্কা। এই মুহূর্তে কোহলিদের ক্রিকেট ক্যালেন্ডারের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, ধারবাহিক ক্রিকেটের মধ্যে দিয়েই যেতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: ‘আপ্রাণ চেষ্টা করেছিলাম, হলো না’: কোহলি
দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ সিরিজ সূচি:
টেস্ট:
প্রথম টেস্ট: ৪-৮ অক্টোবর, রাজকোট
দ্বিতীয় টেস্ট: ১২-১৬ অক্টোবর, হায়দরাবাদ
ওয়ান ডে:
প্রথম ওয়ান ডে: ২১ অক্টোবর, গুয়াহাটি
দ্বিতীয় ওয়ান ডে: ২৪ অক্টোবর, ইন্দোর
তৃতীয় ওয়ান ডে: ২৭ অক্টোবর, পুণে
চতুর্থ ওয়ান ডে: ২৯ অক্টোবর, মুম্বই
পঞ্চম ওয়ান ডে: ১ নভেম্বর, তিরুঅনন্তপুরম
টি-২০:
প্রথম টি-২০: ৪ নভেম্বর, কলকাতা
দ্বিতীয় টি-২০: ৬ নভেম্বর, লখনউ
তৃতীয় টি-২০: ১১ নভেম্বর, চেন্নাই