প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। এবার পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ওয়ান ডে। সেই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খেলা পুরোপুরি হলে বেশ কিছু পাজল সমাধান করতে চাইবেন ক্যাপ্টেন কোহলি। মিডল অর্ডারে যেমন চোখ থাকবে। তেমনই বোলিংয়ে নতুন তারকারা কেমন পারফর্ম করেন, সেদিকেও নজর থাকবে।
যাইহোক, বিরাট কোহলি আর মাত্র ১৯ রান করলেই ছুঁয়ে ফেললেন পাকিস্তানের তারকা জাভেদ মিঁয়াদাদকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ান ডে-তে সবথেকে বেশি রান করার নজির রয়েছে মিঁয়াদাদের। সেই রেকর্ডই এবার ভেঙে দেবেন কোহলি। ক্রিস গেইল আবার কিংবদন্তি ব্রায়ান লারাকে স্পর্শ করার অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে ওয়ান ডে-তে সবথেকে বেশি রানের মালিক লারা। আর মাত্র ৭ রান করলেই গেইল পেরিয়ে যাবেন দেশজ কিংবদন্তিকে।
আরও পড়ুন
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ান ডে-তেও কী বৃষ্টির থাবা? কী বলছে আবহাওয়া
গায়ানায় প্রথম ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। বিলম্বিত শুরুর পরেও বৃষ্টির জন্য় খেলা বন্ধ হয় মাঝপথে। ঠিক হয় ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে ম্য়াচ করা হবে। এরপর আবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ম্য়াচ রেফারির সিদ্ধান্ত নেন যে, খেলা হবে ৩৪ ওভারের। কিন্তু ১৩ ওভারের পরেই বৃষ্টির জন্য় সরকারি ভাবে ম্য়াচ বাতিল ঘোষণা করা হয়। এই ম্য়াচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। খেলা যখন বন্ধ হয়, তখন ক্য়ারিবিয়ানরা ১৩ ওভার ব্য়াট করে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল স্কোরবোর্ডে।
যাইহোক, এই ম্যাচে ভালমতোই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অ্যাকুওয়েদার বলছে, সকাল থেকে বিকেল মেঘলা আবহাওয়া থাকবে পোর্ট অফ স্পেনে। তবে মেঘলা হলেও বৃষ্টির সম্ভবনা কম। সকালে ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে অবশ্য বৃষ্টির সম্ভাবনা কমে দাঁড়াবে ৭ শতাংশে। তাই ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, বৃষ্টি হলেও তা সম্ভবত ম্যাচ পুরোপুরি ভেস্তে দিতে পারবে না।
ভারত স্কোয়াডঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, খলিল আহমেদ, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, নিকোলাস পুরান, শিমরান হেটমায়ার, রস্টন চেজ, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট, ফ্যাবিয়েন অ্যালান, শেলডন কটরেল, কেমার রোচ, জন ক্যাম্ববেল, কিমো পল, ওশানে থমাস
দ্বিতীয় ওয়ান ডে ড্রিম ইলেভেনঃ বিরাট কোহলি, কার্লোস ব্রেথওয়েট, শিখর ধাওয়ান, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, সাই হোপ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, কেমার রোচ
Read the full article in ENGLISH