বিশাখাপত্তনমে অপরিবর্তিত ভারতীয় দল

বুধবার পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। গত রবিবার গুয়াহাটিতে প্রথম ম্যাচে ভারত আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। সেই দলটাই বিশাখাপত্তনমে ধরে রাখল টিম ইন্ডিয়া।

বুধবার পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। গত রবিবার গুয়াহাটিতে প্রথম ম্যাচে ভারত আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। সেই দলটাই বিশাখাপত্তনমে ধরে রাখল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিশাখাপত্তনমে অপরিবর্তিত ভারতীয় দল (ছবি-টুইটার)

বুধবার পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। গত রবিবার গুয়াহাটিতে প্রথম ম্যাচে ভারত আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। সেই দলটাই বিশাখাপত্তনমে ধরে রাখল টিম ইন্ডিয়া। যদিও প্রথম একাদশ টসের সময় ঘোষণা করবেন বিরাট কোহলি।রবিবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থেকেছে প্রাক দিওয়ালি সেলিব্রেশনের। সৌজন্যে বিরাট কোহলি ও রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজ ৩২৩ রানের টার্গেট দিয়েছিল ভারতকে। সেই রান তাড়া করতে নেমে কোহলি-রোহিত চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন। ৪২.১ ওভারে ক্যারিবিয়ানদের কফিনবন্দি করে দিয়েছিলেন তাঁরা।

Advertisment

কোহলির ব্যাট থেকে এসেছিল ১০৭ বলে ১৪০। ১১৭ বল খেলে ১৫২ রানে অপরাজিত ছিলেন রোহিত।  দ্বিতীয় উইকেট পার্টনারশিপে তাঁরা ২৪৬ রান তুলেছিলেন স্কোরবোর্ডে। আর ওয়ান-ডে ক্রিকেটে এটাই কোনও ভারতীয় ক্রিকেটারের পক্ষে চতুর্থ সর্বোচ্চ রানের পার্টনারশিপ হয়ে থাকল। কোহলি-রোহিতের দখলেই রয়েছে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি দ্বি-শতরান। কোহলি আউট হওয়ার পর আম্বাতি রায়ডুকে আর মাত্র ২২টা রান করতে হয়েছে ম্যাচ পকেটে ভরার জন্য়।

আরও পড়ুন: বিশাখাপত্তনমে মাস্টারব্লাস্টারকে ছাপিয়ে যেতে পারেন ‘হিটম্যান’

Advertisment

কোহলি আর রোহিত এদিন দু’জনেই করেছিলেন একাধিক রেকর্ড। চলতি বছরে কোহলি তাঁর চতুর্থ ওয়ান-ডে শতকটা করেন। কেরিয়ারের ৩৬তম সেঞ্চুরি এটা তাঁর। টেস্ট ও ওয়ান-ডে মিলিয়ে ৬০টি সেঞ্চুরি চলে আসে তাঁর। অন্যদিকে রোহিত বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ছ’টি ১৫০+ রানের ইনিংস খেলার নজির গড়েন। শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে চারটি ওয়ান-ডে সেঞ্চুরিও করা হয়ে গেল হিটম্যানের।

ভারতের ১২ সদস্যের দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রায়ডু, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মহম্মদ শামি, খালিল আহমেদ (দ্বাদশ ব্যক্তি)

India Virat Kohli