India vs West Indies Match Live Cricket Scorecard: একটা সময় আশঙ্কা হচ্ছিল, বিরাটের রাজকীয় ১৫৭-তেও বুঝি শেষরক্ষা হল না। ৩২১-এর টার্গেট প্রায় ছুঁয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ, মারমুখী হেটমায়ার আর পরিণত হোপ-এর ব্যাটিং-যুগলবন্দিতে ভর করে। স্লগ ওভারে শামি-উমেশের দুরন্ত বোলিং সিরিজে সমতা ফেরাতে দিল না ক্যারিবিয়ানদের। রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হল টাইয়ে।
টস জিতে বিরাটের আগে ব্যাট করার সিদ্ধান্ত বিস্মিত করেছিল বিশেষজ্ঞদের। বিস্ময় যে অমূলক ছিল না, প্রায় প্রমাণিত হতে যাচ্ছিল। দিন-রাতের খেলায় 'ডিউ ফ্যাক্টর'-এর জন্য পরে ব্যাট করাটাই নিরাপদ সাধারণত। বিরাট সেই ট্র্যাডিশন না মানার মাশুল দিচ্ছিলেন আজ। শেষ দিকে উদ্বেগের কিছু মুহূর্ত তৈরি হলেও বরফশীতল মস্তিষ্কে ম্যাচ 'টাই' করলেন হোপ। দ্রুততম দশ হাজারের ব্যক্তিগত মাইলস্টোন পূরণের দিনে নেতা বিরাটকে ফিরতে হল সিরিজে এগিয়ে যাওয়ার আশা অপূর্ণ রেখেই।
দুর্দান্ত ম্যাচ! আর বাকি তিনটে। জমে গেছে সিরিজ।
India vs West Indies Live Score
Catch live updates in English
10.00 pm: পরিশেষে, এই প্রথম বিরাট কোহলির অধিনায়কত্বে কোনও একদিনের ম্যাচ টাই করল ভারত।
Nothing Is Impossible If You Keep The Hope Alive. Kudos To Shai Hope ???????? #INDvWI #INDvsWI pic.twitter.com/LSALr48Jr9
— Sir Ravindra Jadeja (@SirJadeja) October 24, 2018
9.46 pm: অবিশ্বাস্য! রুদ্ধশ্বাস ম্যাচের শেষে টাই করে মাঠ ছাড়ল দুই দল!
9.42 pm: আউট! অ্যাশলি নার্স (কট রায়াডু, বোল্ড উমেশ, ৫)
What a game it's turning out to be ???????????? #INDvWI
— Sourav (@Barca_Faithful) October 24, 2018
9.38 pm: শেষ ওভার, চাই ১৪ রান, উমেশের হাতে বল, মাঠে টানটান উত্তেজনা
9.29 pm: বাংলা হিসেব, দু ওভারে চাই ২০ রান। হোপই একমাত্র 'হোপ'।
9.27 pm: অনাবশ্যক প্যানিকের শিকার হোল্ডার, জয়ের জন্য এখনও দরকার ২১ রান, হাতে ১৩ বল, চার উইকেট।
9.25 pm: আউট! জেসন হোল্ডার (রান আউট, রায়াডু/চাহাল, ১২)
9.17 pm: এখন চাই ২৪ বলে ২৭, হাতে পাঁচ উইকেট। জয়ের চৌকাঠে পৌঁছে যাচ্ছে ক্যারিবিয়ানরা।
9.12 pm: সেঞ্চুরি! লং লেগে সুইপ করে দু রান নিয়ে ১০০-য় পৌঁছে ড্রেসিং রুমের দিকে অভিবাদন জানালেন
9.10 pm: অবিশ্বাস্য কভার ড্রাইভের সাহায্যে ৯৭-তে পৌঁছলেন হোপ।
9.07 pm: লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে কিছুটা চাপমুক্ত হলেন হোপ। পাশাপাশি ৯০-এর ঘরে ঢুকে গেলেন, চাপের মুখে অসম্ভব মূল্যবান একটি ইনিংস।
9.03 pm: দুর্দান্ত ওভার শামির, ৪৩ তম ওভারে দিলেন মাত্র দু রান। আস্কিং রেট বাড়ছে ওয়েস্ট ইন্ডিজের।
8.56 pm: অসম্ভব পরিণত ইনিংস খেলছেন হোপ। জানেন, জিততে হলে তাঁকে থাকতে হবে শেষ পর্যন্ত। বাড়তি ঝুঁকি নিচ্ছেন না একটুও। আস্কিং রেট নাগালের মধ্যেই, তাড়াহুড়ো করার মানে হয় না।
????????#INDvWI pic.twitter.com/VwTxOLJSHv
— BCCI (@BCCI) October 24, 2018
8.44 pm: আবার কুলদীপের গুগলি! পাওয়েলের খোঁচা, এবং স্লিপে রোহিতের হাতে ক্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ৩৮ ওভারে ২৫৬/৫, ফের জমে গেল ম্যাচ। ক্রিজে হোপের সঙ্গে অধিনায়ক জেসন হোল্ডার। হোপ-হোল্ডারের জুটির উপর দায়িত্ব এখন বৈতরণী পার করার। ভারতও মরিয়া ম্যাচে ফিরতে।
8.41 pm: আউট! পাওয়েল (কট রোহিত শর্মা, বোল্ড কুলদীপ)
8.35 pm: আবার ছক্কা! এবার চাহালকে সাইটস্ক্রিনের উপর উড়িয়ে দিলেন পাওয়েল। ধুন্ধুমার ব্যাটিং! দরকার এখন ৮৪ বলে ৭৩।
Well done West Indies. It's their match to lose now #INDvWI
— Shuveshek Rai (@shuveshek) October 24, 2018
8.33 pm: উমেশকে মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে ফেললেন হোপ। ম্যাচ ছোট করে আনছে ওয়েস্ট ইন্ডিজ।
8.30 pm: প্রথম স্পেলে মার খাওয়ার পর দ্বিতীয় স্পেলে অনেক বেশি নিখুঁত লেংথে বল ফেলছেন চাহাল।
8.25 pm: এখন দরকার শুধু হোপের উইকেট, সেই চেষ্টায় ফেরত এলেন শামি। ৩৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২২৪/৪
8.22 pm: হেটমায়ারের ব্যাটিং নিয়ে আপাতত আপ্লুত টুইটার
#INDvWI After such a long period I saw a west Indian batsman who is playing like a west Indian batsman should be played... Well played S Hetmyer... @ICC @BCCI ...nice to watch batting of S Hetmyer...
— MACHHENDRA M BHABAL (@BhabalM) October 24, 2018
8.20 pm: চাহলকে মাঠের বাইরে ওড়াতে গিয়ে টাইমিংয়ের ভুল, লোপ্পা ক্যাচ কভারে। আত্মঘাতী শট, ফিরছেন হতাশ হেটমায়ার। এই আউট কি টার্নিং পয়েন্ট হতে পারে ম্যাচের?
8.15 pm: আউট! হেটমায়ার (কট বিরাট, বোল্ড চাহাল, ৯৪)
8.05 pm: অনায়াসে এগোচ্ছে হোপ-হেটমায়ার জুটি, ম্যাচের পাল্লা ঝুঁকছে ওয়েস্ট ইন্ডিজের দিকে দ্রুত। হেটমায়ারকে যোগ্য সঙ্গত করে চলেছেন হোপ। জমাট হাফ সেঞ্চুরিতে জয়ের 'হোপ' বাড়িয়ে চলেছেন আগ্রাসী হেটমায়ারের পাশাপাশি।
8.02 pm: ম্যাচ হারলে বিরাটের আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই। শিশির পড়ে বোলারদের বল গ্রিপ করায় সমস্যা হবে, জানা কথাই। ভারতীয় বোলিংকে, বিশেষত স্পিনারদের ভেদশক্তিহীন দেখানোর অন্যতম কারণ 'ডিউ ফ্যাক্টর'।
7.57 pm: বল প্রতি এক রান চাই ওয়েস্ট ইন্ডিজের, হাতে সাত উইকেট। রান আটকে এই ম্যাচ জেতা যাবে না, বুঝছেন কোহলি। চিন্তিত দেখাচ্ছে ভারত অধিনায়ককে।
7.53 pm: আগের ম্যাচে সেঞ্চুরি, এই ম্যাচে ৫১ বলে ৭৩ নট আউট এখন হেটমায়ার। আগের ম্যাচ তাঁর সেঞ্চুরি সত্ত্বেও হেরেছিল উইন্ডিজ, আজ জেতাতে পারবেন ক্যারিবিয়ান তরুণ?
7.50 pm: এখনই উইকেট চাই ভারতের, যে খুনে মেজাজে হেটমায়ার ব্যাট করছেন, তাড়াতাড়ি এই জুটি ভাঙতে না পারলে ম্যাচ বের করে নেবে ক্যারিবিয়ানরা।
Hetfyahhh is at it again!!! 50 off 41 balls!!! #INDvWI #CricketPlayedLouder pic.twitter.com/qch095gVaH
— CPL T20 (@CPL) October 24, 2018
7.46 pm: ২৬ তম ওভারে চাহালের বলে হেটমায়ারের ছয়, ছয়, চার। একটু একটু করে বিরাটের ১০,০০০-এর রেশ কাটছে এবার। ২৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৮১/৩
7.40 pm: হেটমায়ারের হামলা সামলাতে আবার ফাস্ট বোলারদের শরণাপন্ন বিরাট। ইনিংসের মধ্যপথে ওয়েস্ট ইন্ডিজ ১৬২/৩
7.30 pm: হেটমায়ারের হাফ সেঞ্চুরি! আবার দুটো বড় ছক্কা, জাদেজা এবং চাহালকে, এবং শিগগিরই না আটকালে, গুয়াহাটির মতই অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন তিনি। তাঁর ৪৩ বলে ৫৪-র দৌলতে ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ১৫৬/৩
7.22 pm: ক্রমশ স্বচ্ছন্দ হচ্ছেন হেটমায়ার। জাদেজার হাফ ভলিতে আসুরিক শক্তিতে ছক্কা হাঁকালেন আবার। তাঁর স্কোর ৩৮, ওয়েস্ট ইন্ডিজ ২১ ওভারে ১৩৪/৩
The most positive sign with Hetmyer is he picks up the length very very quickly. Quintessential to be a good player of spin. #INDvWI
— Sayan The VIRATIAN (@KohliWorshiper) October 24, 2018
7.15 pm: উপর্যুপরি ছক্কার ফলে আপাতত প্রয়োজনীয় রান রেটের চেয়ে সামান্য বেশি ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ ওভারে ১২৪/৩, বোলিংয়ে নামলেন চাহাল।
7.12 pm: ফের ফুল টস কুলদীপের, ফের মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারলেন হেটমায়ার। শিশিরে ভেজা বল গ্রিপ করতে স্পষ্টতই অসুবিধে হচ্ছে।
7.05 pm: থিতু হওয়ার চেষ্টায় হোপ এবং হেটমায়ার, এর আগের ওভারে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন হেটমায়ার। ১৭ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১৬/৩
6.51 pm: ক্রিজে গুয়াহাটির হিরো হেটমায়ার, আর তাতেই যেন মনে বল পেয়ে হোপ লং অনের ওপর দিয়ে হাঁকালেন বিশাল ছক্কা
6.48 pm: আবার গুগলি! গড়পড়তা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের চেয়ে স্পিনটা বেশ খানিকটা ভালো খেলেন মারলন স্যামুয়েলস, কিন্তু আজ কুলদীপের দিন। ওয়েস্ট ইন্ডিজ ১২ ওভারে ৭৯/৩
6.46 pm: আউট! মারলন স্যামুয়েলস (বোল্ড কুলদীপ, ১৩)
6.42 pm: কুলদীপের গুগলি পড়তে না পেরে প্যাভিলিয়নে ফেরত হেমরাজ, কিন্তু মারলন স্যামুয়েলস নেমেই পরপর দুটি চার মেরে বোঝালেন, তাঁর মনোবল নিয়ে কোনও সমস্যাই নেই। ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭২/২
6.38 pm: আউট! হেমরাজ (বোল্ড কুলদীপ, ৩২)
6.35 pm: প্রত্যয়ী ব্যাটিং না হলেও কার্যকরী ব্যাটিং করছেন হোপ এবং হেমরাজ। নয় ওভার শেষে ৬০/১
6.30 pm: উমেশ যাদবের এই ওভারে তিনটি চার, যার মধ্যে একটি অবশ্যই অসাধারণ। আট ওভারে ৫৫/১ ওয়েস্ট ইন্ডিজ। হেমরাজ যেন নিজেকে নতুন করে চেনাতে দৃঢ়প্রতিজ্ঞ।
Absolutely loving it hemraj & hope smashing it.
Come on #WI Chase it!#INDvWI— Karthik Bhardwaja (@Dundi21) October 24, 2018
6.25 pm: সাত ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪২/১, বাউন্ডারি দিয়ে শেষ হলো ওভার। কিন্তু টুইটার এখনো মজে বিরাটে।
6.22 pm: পুল শট মারতে বাধ্য করলেন শামি, ডিপ মিড উইকেটে সোজাসাপ্টা ক্যাচ দিয়ে ফিরে গেলেন পাওয়েল।
6.21 pm: আউট! কিয়েরন পাওয়েল (কট ঋষভ পন্থ, বোল্ড মহম্মদ শামি, ১৮)
6.20 pm: বলতে বলতেই দুটি অনবদ্য চার হেমরাজের, প্রথমটি লং লেগ বাউন্ডারিতে, দ্বিতীয়টি পয়েন্ট-এর ওপর দিয়ে। উমেশের বোলিং।
6.15 pm: প্রয়োজনীয় রান রেট ৬.৫ এর বেশি, চেপে বোলিং করছেন উমেশ এবং শামি, ওয়েস্ট ইন্ডিজের সামনে কঠিন, খুব কঠিন চ্যালেঞ্জ।
6.10 pm: এই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপে স্রেফ তিনজন ব্যাটসম্যানের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হাজারের বেশি রান রয়েছে।
6.05 pm: বিরাট ঝড়ের রেশ কাটে নি এখনও। এর মধ্যেই ধীর গতিতে শুরু ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, আপাতত তিন ওভারে ১২/০
All records are breaking, when @imVkohli is playing. Congratulations#KingKohli on completing fastest
10000 runs in 205 innings & 213 #ODI
Against 259 inn & 266 respectively
previous best of @sachin_rt
Virat Kohli stands on top no one close to this genius !???????? #ODI #INDvWI pic.twitter.com/4qbeSBIK55— RamG Sehgal (@sehgal_ramg) October 24, 2018
5.24 pm: ৩২১-এ থামল ভারত, সৌজন্যে কোহলির রাজকীয় ১৫৭ নট আউট!
5.18 pm: লং অনে তুলে মারতে গিয়ে জাদেজা আউট। লোপ্পা ক্যাচ। ৩০৭/৬ ভারত। শেষ ওভার, স্ট্রাইকে কোহলি, সঙ্গী শামি।
5.16 pm: আউট! রবীন্দ্র জাদেজা (কট কিয়েরন পাওয়েল, বোল্ড ম্যাকয়, ১৩)
5.12 pm: ৪৮ ওভার শেষে ভারতের ৩০৩/৫, হতভাগ্য রোচের এই ওভারে এলো ১৯ রান। দু ওভার বাকি, সোয়া তিনশো হচ্ছেই? বিরাট ১৪১ ব্যাটিং।
5.09 pm: তিনশো পনের-কুড়ির পথে ভারত, ছক্কা কোহলির! পরের বলে চার!
5.07 pm: শেষ ২৯ বলে এসেছে ৫৩, টপ গিয়ারে ভারত। তিনশো পেরোনো স্রেফ সময়ের অপেক্ষা।
5.04 pm: ছক্কা! দুটো!! বলা বাহুল্য, দুটোই বিরাটের ব্যাট থেকে। এক বছরে দ্রুততম ১,০০০ রান করার রেকর্ডটাও করে ফেললেন এই সুযোগে। ৪৭ ওভারের শেষে ভারতের ২৮৫/৫
5.02 pm: বিসিসিআই-ও বলছে, এই রথ থামার নয়!
There is no stopping this fella @imVkohli, whaddaplayaaa ???????? pic.twitter.com/4Hkt55TsHF
— BCCI (@BCCI) October 24, 2018
4.52 pm: ফের সেঞ্চুরি! সিরিজে দ্বিতীয়, কেরিয়ারে সাঁইত্রিশতম। অনায়াস চার কভার বাউন্ডারিতে। থামানো যাচ্ছে না বিরাট-রাজার রথ, যা কোথায় গিয়ে থামবে, কেউ জানে না। বিরাট-রাজার আপন দেশে/ রেকর্ড ভাঙুক এই আয়েশে! এ ছাড়া কী-ই বা বলার?
4.50 pm: শুধু যে প্লাম্ব এল বি ডবলু ছিলেন তাই নয়, খামোখা রিভিউ নষ্ট করলেন পন্থ। ক্রিজে রবীন্দ্র জাদেজা, ভারত ২৫৪/৫, ৪৪ ওভারে। ৩০০ এখন আর অত সহজলভ্য মনে হচ্ছে না।
4.47 pm: আউট! ঋষভ পন্থ (এল বি ডবলু বোল্ড স্যামুয়েলস, ১৭)
4.44 pm: ১৬ রান দিয়ে ৪৩ তম ওভার শেষ করলেন ম্যাকয়, ভারত ২৪৬/৪
4.40 pm: শুরুটা অবশ্য খারাপ করলেন না পন্থ। দুরন্ত কভার ড্রাইভ দিয়ে নিজের এক দিনের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম চার মারলেন। এবং দু বল পরেই আবার! এবার সরাসরি বোলারের মাথার ওপর দিয়ে!
4.37 pm: স্কোরিং রেট বাড়াবার আদর্শ সময়েই ছন্দপতন ঘটাল ধোনির উইকেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্থ।
4.32 pm: ম্যাকয়ের নিরীহ বলে নিরীহতর খোঁচা, অফ স্টাম্প ছুঁয়ে গেল বল। পারলেন না মাহি। এ ধোনি কি আর সে ধোনি নন?
Dhoni's form with the bat is a major concern going into the World Cup and also we've the longest tail in ODIs compared to other top One day sides. #INDvWI
— Prantik (@JoeHarts_hat) October 24, 2018
4.29 pm: আউট! ধোনি (বোল্ড ম্যাকয়, ২০)
4.25 pm: ৪০ ওভারের শেষে ভারতের ২২১/৩, বিরাট-ধোনি জুটি যা ফর্মে রয়েছেন, স্কোর ৩০০ না পেরোলে অবাক হওয়ারই কথা।
4.19 pm: স্যামুয়েলসকে লং অফের উপর দিয়ে ছক্কা ধোনির! মাহি মার রহা হ্যায়!
King Kohli ???? pic.twitter.com/tNIJxt62ae
— BCCI (@BCCI) October 24, 2018
4.16 pm: পঞ্চম ভারতীয়, বিশ্বে ত্রয়োদশ ক্রিকেটার, এবং ইতিহাসে দ্রুততম। সেলাম কোহলি!
4.12 pm: দশ হাজার! দ্রুততম পাঁচ অঙ্ক! মাইলস্টোন ছুঁলেন কোহলি, একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার, শচীনের থেকে ৫৪ ইনিংস কম খেলে। ৯,০০০ থেকে ১০,০০০-এ পৌঁছতে লাগল স্রেফ ১১ ইনিংস। শচীনকে একসময় বলা হত ব্র্যাডম্যানোচিত। কোহলিকে কী বলা হবে, শচীনোচিত? কিং কোহলিকে কুর্নিশ!
4.10 pm: কোহলির চার, স্যামুয়েলসকে স্কোয়ার ড্রাইভ, পরের বলে এক, ৯৯৯৯। রইল বাকি এক। ইতিহাসের চৌকাঠে কোহলি। গ্যালারি উত্তাল।
4.05 pm: কোহলির দশ হাজার ছুঁতে আর আট বাকি। আজই তৈরি হতে চলেছে নয়া নজির? ৩৪ ওভার শেষে ভারত ১৮৯/৩
4.02 pm: ক্রিজে ধোনি, সেই মাঠে, যেখানে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এম এস ডি-র। মঞ্চ প্রস্তুত, দেখা যাবে আজ ধোনি-ধামাকা?
4.00 pm: নার্সের বলে সুইপ করতে গিয়ে রায়াডু বোল্ড। ৮০ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংসে দাঁড়ি।
3.57 pm: আউট! রায়াডু (বোল্ড নার্স, ৭৩)
3.50 pm: বিশুর বলে কভারের মধ্যে দিয়ে অপার্থিব শট বিরাটের। চারের ঠিকানা লেখা ছিল।
3.47 pm: ৩০ ওভারের শেষে ১৬৯/২, দুই ব্যাটসম্যানই এখন চূড়ান্ত স্বচ্ছন্দ। বিরাটের ১০,০০০ এর মাইলস্টোন ছুঁতে আর চাই মাত্র ১৮ রান।
3.40 pm: হোল্ডারকে অফ স্টাম্পের বাইরে থেকে মিড উইকেটে অনড্রাইভে কোহলির চার। শট অফ দ্য ডে! স্বর্গীয়!
3.32 pm: হোল্ডারকে লং অফ বাউন্ডারিতে ওড়ালেন রায়াডু, চার। ভারি স্বচ্ছন্দ দেখাচ্ছে রায়াডুকে। বিরাট তো আছেনই নিজস্ব ছন্দে। তিনশো প্লাস তো হওয়ায় উচিত। ২৯ তম ওভারে ১৫০ ছুঁল ভারত।
FIFTY! ????
That's 50 for @RayuduAmbati. Cashes in on a short ball and pulls to fine leg. This is his 9th half-century in ODIs.#INDvWI pic.twitter.com/23kakTtAC8
— BCCI (@BCCI) October 24, 2018
3.28 pm: কোহলি-রায়াডুর সেঞ্চুরি পার্টনারশিপ পূর্ণ, ঠিক যা যে সময় প্রয়োজন ছিল। স্লগ ওভারের আক্রমণের প্ল্যাটফর্ম তৈরি। রায়াডুর পরপর দুটো চার ম্যাকয়কে। পঞ্চাশ হয়ে গেল রায়াডুরও।
3.26 pm: রায়াডুর চমৎকার কভার ড্রাইভ হোল্ডারকে, চার। বড় রানের হাইওয়েতে পা রাখছে ভারত।
3.24 pm: অন্য ধরনের পিচ এখানে, গুয়াহাটির মতো নয়। এই বাইশ গজে 'থ্রু দ্য লাইন' মারায় ঝুঁকি আছে। আগের ম্যাচের ধুমধাড়াক্কা স্টাইল আজ বদলে ফেলেছেন বিরাট। এই না হলে গ্রেট ব্যাটসম্যান!
FIFTY!@imVkohli brings up his 49th ODI half-century ????????#INDvWI pic.twitter.com/SuI9I5JCYz
— BCCI (@BCCI) October 24, 2018
3.18 pm: বিরাটের পঞ্চাশ! গ্যালারিতে বাঁধভাঙা উন্মাদনা। বিরাট-রাজা কায়েম করছেন রাজ্যপাট। তুলনাহীন ব্যাটিং।
3.15 pm: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে-তে সর্বোচ্চ রান এতদিন ছিল সচিনের, ১,৫৭৩। ছাড়িয়ে গেলেন কোহলি, ১,৫৭৫ এখন। বিরাট 'রেকর্ড' কোহলি!
Virat Kohli breaks Sachin Tendulkar's record. He is now the highest run scorer for India against West Indies in ODIs
V Kohli - 1,575
S Tendulkar - 1,573
R Dravid - 1,348
S Ganguly - 1,142
LIVEhttps://t.co/DoCmS779jj— Express Sports (@IExpressSports) October 24, 2018
3.10 pm: ক্যাচ মিস! কোহলিকে লং অফে ফেললেন হোল্ডার! মিসটাইমড লফটেড শট, ধরতে পারলেন না ক্যারিবিয়ান ক্যাপ্টেন। এই মিস ভোগাবে উইন্ডিজ বাহিনীকে। ক্যাচ নয়, ম্যাচকেই কি হাত থেকে ফেলে দিলেন হোল্ডার?
3.05 pm: বিরাট এখন ৪২, মাত্র ৩৯ বাকি দশ হাজারের মাইলস্টোন ছুঁতে। অপেক্ষায় গ্যালারি, অপেক্ষায় ভারত, অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
3.02 pm: ম্যাকয়কে দুরন্ত পুল রায়াডুর, চার! যে বলের যা প্রাপ্য, তাই।
2.58 pm: ২০ ওভারের শেষে ১০৩/২ ভারতের। ওভারের প্রথম বলে অল্পের জন্য প্লেড অন হওয়া থেকে বাঁচলেন বিরাট। বিশুর ভাল ফর্ম অব্যাহত। তবে সেট করে গেছেন বিরাট-রায়াডু। বড় রানের বুনিয়াদের ইট-বালি-সুরকি জমাট বাঁধছে ক্রমে।
2.55 pm: দেশের মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪,০০০ রান ছাড়ালেন কোহলি। ভারতে শচীন তেনডুলকর এবং মহেন্দ্র সিং ধোনির পর তিনি তৃতীয় ব্যাটসম্যান যিনি এই মাইল ফলক পার করলেন। সারা বিশ্বে দশম।
2.50 pm: লেগ স্টাম্পের বাইরে দিশাহীন বল বিশুর, অনায়াস ফ্লিকে চার কোহলির। এবং আবার! অফ স্টাম্পের বাইরে এবার, নিখুঁত কাটে বল বাউন্ডারিতে। 'মার্জিন অফ এরর' তো বিরাটের ক্ষেত্রে খুবই কম বোলারের, কে না জানে! ১৮ ওভার শেষ, ভারত ৯৫/২
2.40 pm: বল ঘুরছে, স্লিপ আনলেন হোল্ডার। জুটিকে সচল রেখেছেন বিরাট-রায়াডু, মিডল ওভার্সে ঠিক যা দরকার।
2.36 pm: নার্সের বলে ব্যাটের মুখ একটু দেরিতে খুলে কাট করলেন কোহলি, থার্ড ম্যান দিয়ে চার। গ্যালারিতে 'কোহলি কোহলি' চিৎকার! ভরসার নাম বিরাট!
2.30 pm: কে হবেন বিশ্বকাপে ভারতের চার নম্বর ব্যাট ? ধোনি, ঋষভ, মনীশ পাণ্ডে, না রায়াডু? আজ সুযোগ রায়াডুর সামনে, নিজের দাবি জোরালো ভাবে পেশ করার। চমৎকার কভার ড্রাইভ মারলেন নার্সকে। চার।
2.25 pm: দেবেন্দ্র বিশুকে আনলেন হোল্ডার, দুদিক থেকে স্পিন। পিচে টার্ন আর গ্রিপ দৃশ্যমান, জোড়া স্পিনারকে আক্রমণে আনবেন যে কোন ক্যাপ্টেন।
2.24 pm: তিন স্পিনার খেলাচ্ছে আজ ভারত, চাহল-কুলদীপ-জাদেজা। নার্সের বোলিং যদি কোন ইঙ্গিত হয়, ভারতের স্পিনত্রয়ীর ভূমিকা আজ ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
2.21 pm: বিরাট বাহিনীর আশা
#ViratKohli will roar today...#INDvWI #INDvsWI pic.twitter.com/nFQQL08SrK
— Bonkers ???? (@rahulkpopat) October 24, 2018
2.20 pm: দশ ওভারে ৪৯/২, এখন একটা পার্টনারশিপ চাই ভারতের। অন্তত পঁচাত্তর-একশো রানের।
2.17 pm: রোচের বলে সপাটে স্কোয়ার ড্রাইভ বিরাটের। মন ভালো করে দেওয়া শট, বিরাটোচিত! চার।
2.15 pm: টার্ন পাচ্ছেন নার্স, কুলদীপ-চাহলের উৎসাহিত বোধ করার কারণ থাকবে। ৪১/২ নয় ওভারের শেষে। সাদামাটা শুরু ভারতের।
2.13 pm: এল বি-র আবেদনে রিভিউ, ক্যামেরা জানিয়ে দিল, আউট। বোলার নার্স, দুই ওপেনারকে দশ ওভারের মধ্যে হারিয়ে অস্বস্তিতে ভারত।
2.10 pm: আউট! শিখর ধাওয়ান (এল বি ডবলু বোল্ড নার্স, ২৯)
Unbelievable!
Great move by Windies to take pace off the ball and Ashley Nurse gets a huge wicket.#INDvWI #INDvsWI
— CricBlog (@cric_blog) October 24, 2018
2.05 pm: ছক্কা! রোচের বাউন্সারে ধাওয়ানের আপারকাট উড়ে গেল থার্ড ম্যানের উপর দিয়ে। আট ওভারের শেষে ৩৯/১
2.01 pm: স্পিনের আবির্ভাব সপ্তম ওভারে। নার্স। ভারত ৩০/১
2.00 pm: রোচ চমৎকার বল করছেন, অভ্রান্ত লাইন-লেংথে, জায়গা দিচ্ছেন না স্কোয়ার অফ দ্য উইকেট শটের। তিন ওভারে দিয়েছেন মাত্র ছয় রান, সঙ্গে রোহিতের উইকেট।
1.56 pm: আবার চার, এবার যথার্থ ক্রিকেটিং স্কোয়ার ড্রাইভ, বুলেটের গতিতে ধাওয়ানের শট বাউন্ডারিতে। হোল্ডার লাইন-লেংথ ঘেঁটে ফেলছেন আজ।
1.53 pm: হোল্ডারের বলে শিখরের আউটসাইড এজ, ওয়ান ডে-তে সচরাচর স্লিপ থাকে না শুরুতে, তাই বেঁচে গেলেন, চার থার্ড ম্যান দিয়ে।
1.51 pm: চার! ভিন্টেজ কোহলি! পয়েন্ট আর কভারের মধ্যে দিয়ে চার। ১৯/১, চার ওভারের শেষে।
This may be a really unfair demand, but I don't think Kohli will get a better chance to score a 200 in an ODI. Below average bowling attack, belter of a pitch, Rohit Sharma out early so he can't run Kohli out. #INDvWI
— Arjun Chopra (@ArjunChopra_8) October 24, 2018
1.48 pm: রোচের বলে রোহিতের স্কোয়ার ড্রাইভ সোজা পয়েন্টের তালুবন্দি। অমূল্য উইকেট, ক্যারিবিয়ানদের উল্লাস চোখে পড়ার মতো। ক্রিজে কিং কোহলি! আজ দশ হাজার হবে? দরকার ৮১।
1.47 pm: আউট! রোহিত শর্মা (কট হেটমায়ার বোল্ড রোচ, ৪)
1.45 pm: হোল্ডারের ওভারে পরপর দুটো বাউন্ডারি ধাওয়ানের। লেংথের গণ্ডগোলের মাশুল দিলেন হোল্ডার। তিন ওভার শেষে ভারত ১৫/০, হোল্ডার প্রয়োজনের অতিরিক্ত শর্ট ফেললেন শেষ ওভারে।
1.35 pm: পাটা উইকেট, রোহিত-শিখরের ওপেনিং জুটির থেকে একটা জমজমাট শুরুর অপেক্ষায় ভারত। রোহিতের যাত্রা শুরু চার দিয়ে। হোল্ডারের বলে ফ্লিক ফাইন লেগ বাউন্ডারি পেরোলো।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কিয়েরন পাওয়েল, হোপ, স্যামুয়েলস, হেটমায়ার, পাওয়েল, হোল্ডার, নার্স, বিশু, রোচ, ম্যাককয়
ভারত একাদশ: ধাওয়ান, রোহিত, কোহলি, রায়ুডু, ধোনি, পন্থ, জাদেজা, শামি, কুলদীপ, চহল, উমেশ
The #MenInBlue are all pumped up for the 2nd ODI ????????
What's your prediction for the day?@paytm #INDvWI pic.twitter.com/1JYyfIUKOL
— BCCI (@BCCI) October 24, 2018
1.20 pm: এই মাঠে গত ন'টি ম্যাচে সাতবার জিতেছে রান তাড়া করা টিম। সঙ্গে শিশির-ফ্যাক্টর তো আছেই বছরের এ সময়ে। বিরাটের আগে ব্যাট করার সিদ্ধান্ত কিছুটা বিস্মিত করেছে বিশেষজ্ঞদের।
1.15 pm: টসের পর ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বক্তব্য, "ভাল পিচ, ভারত যা-ই টার্গেট দিক, আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত চেজ করার।"
1.12 pm: ক্যারিবিয়ানদের টিমেও বদল একটা। ওশেন থমাসের জায়গায় এলেন বাঁ হাতি পেসার ওবেড ম্যাকয়, যাঁর আন্তর্জাতিক অভিষেক ঘটছে আজ।
#TeamIndia Captain Virat Kohli wins the toss. Elects to bat first against the Windies in the 2nd ODI at Vizag.#INDvWI pic.twitter.com/ZYlUPnBkXG
— BCCI (@BCCI) October 24, 2018
1.10 pm: টস জিতে ফিল্ডিং নয়, ব্যাটিং নিলেন বিরাট। বললেন, "ভাল উইকেট, বোর্ডে বড় রান তুলতে চাইব।” প্রত্যাশামতোই কুলদীপ যাদব টিমে ফিরলেন খলিল আমেদের জায়গায়।
12.45 pm: ম্যাচের আগে মাঠ ঘুরে দেখলেন ভারতীয় টিমের ভীষ্ম পিতামহ মহেন্দ্র সিং ধোনি
12.30 pm: বিশাখাপতনম চিরদিনই হাইস্কোরিং মাঠ। তার উপর আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। টস যিনিই জিতুন, বিরাট বা জেসন, আগে ফিল্ডিং নেওয়ার দিকেই পাল্লা ভারি।
It is time for the 2nd ODI. Let's do this #TeamIndia. #INDvWI pic.twitter.com/NIeoMePL9m
— BCCI (@BCCI) October 24, 2018
প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের দুই স্পিনার, দেবেন্দ্র বিশু এবং নার্স-কে যথেচ্ছ পিটিয়েছেন রোহিত-বিরাট। ঘরের মাঠে সাদামাটা স্পিনার দিয়ে ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলা দুঃসাধ্য,এটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে উইন্ডিজদের কাছে। আজ বাড়তি পেসার খেলাবেন হোল্ডার, এক স্পিনার ছেঁটে ফেলে?