/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Venkatesh-Iyer.jpeg)
আইপিএলের মেজাজি ফর্ম এবার জাতীয় দলের হয়েও দেখিয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ভারতীয় ইনিংসের শেষবেলায় নেমে ঝোড়ো ব্যাটিং করে দলকে ১৮৬ রানের নিরাপদ স্টেশনে পৌঁছে দিলেন। ১৮ বলে ৩৩ রান করলেন তারকা। স্ট্রাইক রেট ১৮৩.৩৩। এর মধ্যে ২২ রান-ই এল বাউন্ডারি (৪টে), ওভার বাউন্ডারি (১টা) থেকে।
নিজের ঝড় তোলা ব্যাটিংয়ে যেমন নজর কাড়লেন তারকা, তেমন ডাবল ব্যাটে বাউন্ডারি হাঁকিয়েও আলোচনায় উঠে এলেন কেকেআরে খেলা তারকা।
আরও পড়ুন: ধাওয়ান নন, প্রীতির পাঞ্জাবে ক্যাপ্টেন হচ্ছেন এই তারকা! বিরাট ইঙ্গিত ফ্র্যাঞ্চাইজির
ভারতীয় ইনিংসের ১৬তম ওভারে সেলডন কটরেল বোলিং করছিলেন। সেই ওভারের চতুর্থ বলে আইয়ার ডাবল ব্যাটে চার হাঁকান। সবকিছু এত দ্রুত ঘটে যে প্রাথমিকভাবে তা বোঝা যায়নি। তবে রিপ্লেতে ঘটনা ধরা পড়ে। কটরেলের দ্রুতগতির বল প্ৰথমে আইয়ারের ব্যাটের উর্ধাংশে লেগে তারপরে নিচের দিকে সজোরে লেগে পৌঁছে যায় বাউন্ডারিতে।
#IndvsWI#WIvsIND#venky#Bcci
Double Bat shot. Most rarest moment in Cricket pic.twitter.com/ND0XKtYle1— Option_Buyer_ (@Rahul_Equinox) February 18, 2022
আইসিসির 'হিট দ্যা বল টোয়াইস' নিয়মে বলা হয়েছে, খেলা চলাকালীন ব্যাটে দু-বার বল লাগলে তা আউট বলে বিবেচনা করা হবে। যদি তা ফিল্ডারের কাছে পৌঁছনোর আগে ইচ্ছাকৃতভাবে যদি ব্যাটসম্যান দুবার বল হিট করেন নিজের উইকেট বাঁচানোর লক্ষ্য নিয়ে তাহলে তা আউট।
আরও পড়ুন: ক্যাপ্টেন মর্গ্যান, ভাইস-ক্যাপ্টেন রায়না! IPL-এর এই অবিক্রিত একাদশ ঝড় তুলবে যেকোনও মাঠে
যাইহোক, আইয়ার ছাড়াও ব্যাট হাতে ইডেনে দ্বিতীয় টি২০-তে দুরন্ত ব্যাটিং করে গেলেন কোহলি-পন্থ। দুজনেই ফিফটি করে যান। ভারতের ১৮৬ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ টানটান লড়াইয়ের ম্যাচে ১৭৮-এ থেমে যায়। পুরান এবং রভম্যান পাওয়েল দুরন্ত হাফসেঞ্চুরি সমেত শতরানের পার্টনারশিপ গড়লেও দলকে জয়ে পৌঁছে দিতে পারেননি।