LIVE Score, IND vs WI Cricket: কারা লিলিপুট আর কারা গোলিয়াথ, আজ সারাদিন মাঠে তা বোঝাই গেল না। ৪৩ রানে ভারতকে হারিয়ে সিরিজ এখন ১-১। তার চেয়ে বড় কথা দ্বিতীয় ম্যাচে টাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজ যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল তা এদিন মাঠে স্পষ্ট হয়ে দেখা দিল। ভারতের বোলিংয়ে বুমরা এবং ব্যাটিংয়ে বিরাট, এ ছাড়া সবার পারফরম্যান্স মোটের ওপর এত সাদা মাটা ছিল যে কহতব্য নয়। অতি সাধারণ বোলিং, এবং ঘরের মাঠে ২৮৩-র চাপ না নিতে পারা এ দল বিশ্বকাপের আগে বেশ কাঁপুনি ধরাতে শুরু করে দেবে ভারতীয় সমর্থকদের বুকে, তাতে সন্দেহ নেই।
বিরাট ছাড়া ভারতীয় ব্যাটিংয়ের ধারাবাহিকতহীনতায় ভোগা ব্যাটিং লাইন আপ আগাপাশতলা এদিক ওদিক করার উপায় নেই, কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গায় গিয়ে এঁরা সবাই এত ফেল মারলেন যে তাঁদের ওপর ভরসা রাখা যাচ্ছে না, সে কথা তিক্ত হলেও সত্য। যাঁকে দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হল, বোলিংয়ে সেই ভুবনেশ্বর কুমার সাদা বাংলায় ধ্যাড়ালেন। এই ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ ওভারে ৭০ রান দিতে খুবই ক্ষমতা দরকার। মিডল অর্ডার ব্যাটিংয়ে রায়ুডুরা আর কবে নিজেদের দায়িত্ব বুঝে নেবেন, সে তাঁরাই জানেন।
ভারত খারাপ খেলেছে, এই অজুহাতে অবশ্য ক্যারিবিয়নদের কৃতিত্ব কোনওভাবেই খাটো করা যায় না। বিশেষ করে হোপ। অসামান্য ব্যাটিংয়ের পর অনবদ্য উইকেটকিপিং করলেন তিনি। এবং হোপ আউট হওয়ার পর উইন্ডিজরা কুঁকড়ে গুটিয়ে যাবে বলে যে আশা করেছিলেন ভারতীয়রা, তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে লোয়ার মিডল অর্ডার যে ব্যাটিং ঝড় দেখাল, তা ভারতীয়দের শেখার।
বাকি রইল বিরাটের ব্যাটিং। তিনি আর একা কত টানবেন? কতদিন টানবেন? এসব শুধু প্লেয়ারদের নয়, হয়ত টিম ম্যানেজমেন্টকেও ভাবতে হবে।
LIVE Cricket Score, India vs West Indies 3rd ODI LIVE Cricket Match Score Updates
Catch all live scores and updates in English
9.43 pm: অধরাই রইল জয়। ব্যর্থ হল অনবদ্য সেঞ্চুরি এবং নিজের রেকর্ড।
9.22 pm: শেষ। খেলা শেষ। বুমরা আউট হয়ে গেলেন স্যামুয়েলসের বলে। এবং অঘটন ঘটিয়ে ফেলল ক্যারিবিয়নরা।
বুমরা ক হোল্ডার বোল্ড স্যামুয়েলস ০
9.15 pm: আবার আউট। এবার খালিল আহমেদ। বোলার স্যামুয়েলস। ধোনির মতই উইকেটের পিছনে আজ হোপ চমৎকার ফর্মে। স্টাম্পড করলেন তিনি।
খলিল আহমেদ স্টা হোপ বোল্ড স্যামুয়েলস ৩
9.12 pm: স্যামুয়েলসকে বাউন্ডারি মারলেন কুলদীপ যাদব। ভারতের রান ৪৫.৩ ওভারে ২৩৫- ৮।
9.08 pm: ভারতের পরাজয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। যদিও ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা বলেই খ্যাত, তবে তেমন কিছু ঘটার সম্ভাবনা কেবল তত্ত্বগত হিসেবেই। খেলছেন খালিল আহমেদ ও কুলদীপ যাদব। ৪৫ ওভার শেষ। ২৩০- ৮ উইকেটে।
9.03 pm: নিয়মিত উইকেট পতনের তালিকায় নয়া সংযোজন চাহাল. রোচের বলে তিনি আউট হয়েছেন। ভারত অষ্টম উইকেট হারাল। রেকর্ডের জন্য জানিয়ে রাখা যাক, ভারত ২২৫ রান তুলেছে এখনও পর্যন্ত।
চাহাল কট পরিবর্ত বোল্ড রোচ ৩
8.57 pm: এখন ক্রিজে যাঁরা আছেন, তাঁরা ভারতকে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন, কিন্তু অন্য ভূমিকায়। ব্যাট করছেন ভারতের দুই স্পিনার চাহাল ও কুলদীপ যাদব।
8.53 pm: ঠিক যে আশঙ্কা ছিল তাই হল। আউট হয়ে গেলেন বিরাট কোহলি। স্যামুয়েলসের বলে পুল করতে গিয়ে বোল্ড ভারত অধিনায়ক।
কোহলি বোল্ড স্যামুয়েলস ১০৭
8.49 pm: দলের ওপর চাপ বাড়ছে। একমাত্র আশা বিরাট নিজের কাঁধ কতটা চওড়া করতে পারবেন?
A hat-trick of centuries for #KingKohli
He becomes the first Indian cricketer to score hundreds in 3 consecutive ODIs. Whaddaaplayaa ???? pic.twitter.com/G08i07ubXo
— BCCI (@BCCI) October 27, 2018
8.46 pm: বলতে বলতেই আউট ভুবনেশ্বর কুমার। আজকের ম্যাচে নিজেকে দলের বোঝা প্রমাণ করলেন ভুবি। ১০ ওভার বল করে ৭০ রান দিয়েছেন, ব্যাটিংয়েও ব্যর্থ। এর চেয়ে খারাপ পারফরম্যান্স আর কী হতে পারে?
ভুবনেশ্বর কুমার ক পাওয়েল বোল্ড ম্যাকয় ১০
8.43 pm: বোলিংয়ে সম্পূর্ণ ব্যর্থ ভুবনেশ্বর কুমার এবার বিরাটসঙ্গী। ইতিমধ্যে বাউন্ডারি মেরেও দিয়েছেন। কিন্তু বিরাটের যথার্থ সঙ্গী তিনি হয়ে উঠতে পারেন কি না, সেটাই তাঁর পরীক্ষা। ভারত ৪০ ওভারে ২১৫-৫।
8.33 pm: বিরাট কোহলি প্রথম ভারতীয়, যিনি পর পর তিনটি ওয়ান ডে-তে সেঞ্চুরি করলেন। ৩৮ ওভীর শেষে ভারত ৫ উইকেটে ২০৫। ১২ ওভারে ৮০ রান দরকার।
8.30 pm: এবং ১০০।
প্রতীক্ষিত ও প্রত্যাশিত সেঞ্চুরিটি এসেই গেল। বিরাট কোহলি আবার তিন অঙ্কে। তিনিই আজ ভারতের আশা, এই ম্যাচ বের করার জন্য সে কথা বলাই বাহুল্য।
8.28 pm: ৩৬.৫ ওভারে ২০০-র গণ্ডি ছুল ভারত। অর্থাৎ ৮৫ বলে করতে হবে ৮৪ রান। বল পিছু এক রানের চেয়ে সামান্য কম।
8.23 pm: এবং ধোনি আউট। হোল্ডারের বলে উইকেটের পিছনে হোপের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন প্রাক্তন অধিনায়ক মাহি। ভারত ১৯৪- ৫ উইকেটে। ৩৫.৫ ওভার শেষে। বিরাট কোহলি ব্যাটিং ৯৩।
ধোনি ক হোপ বোল্ড হোল্ডার ৭
8.20 pm: এ সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। জাস্ট স্বপ্নের মত খেলে চলেছেন।
India are 134/2 after 25 overs, with @imVkohli on 65 and @RayuduAmbati on 22. They need 150 more runs to win.
Kohli has been in sublime form this series!#INDvWI 3rd ODI live ⬇️https://t.co/zMzPdFrPWN pic.twitter.com/eTxGtGt8Ak
— ICC (@ICC) October 27, 2018
8.15 pm: ১০০ বল খেলে ৯০ রানে পৌঁছে গেলেন বিরাট কোহলি। আর একটা সেঞ্চুরির অপেক্ষায় গোটা দেশ। তবে কোহলি নিশ্চয়ই নিজের সেঞ্চুরি নয়, দলের জয় দেখতে চান।
8.11 pm: ক্রিজে প্রাক্তন ক্যাপ্টেন এবং বর্তমান ক্যাপ্টেন। ধোনি তাঁর ফিনিশার টাচ হারিয়েছেন বলে তাঁর সমালোচকরা অনেকেই বলে থাকেন। আজই টি ২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি। ব্যাটেও কি উত্তর দেবেন তিনি? দেখা যাক।
8.05 pm: এবার পন্থ গেলেন। বিরাটের উল্টোদিকে যাওয়া-আসার পালা চলছে। কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ চেয়ে সফল ক্যারিবিয়নরা।
পন্থ কট হোপ বোল্ড নার্স ২৪
8.01 pm: ৩১ ওভার শেষে ভারত ১৭২ রান ৩ উইকেটে। কোহলি ব্যাট করছেন ৭৮ রানে।
7.59 pm: পুনের গ্যালারিতে নতুন সুপারম্যানের হদিশ মিলেছে। দেখে নিন।
Pune says Superman????????. What's your take? pic.twitter.com/NznIEYRAG0
— BCCI (@BCCI) October 27, 2018
7.57 pm: অল্পের জন্য রান আউট হতে হতে বাঁচলেন বিরাট কোহলি। ৩০ ওবার শেষে ১৬৬ রান ৩ উইকেটে।
7.50 pm: বিরাট কোহলির উপর ভরসা রাখাই যে এ টিমের ব্যাটিং লাইন আপের মূল সূত্র সে কথা বোধগম্য হতে শুরু করেছে ভারতীয় দর্শকদের।
Another day, another FIFTY for @imVkohli #INDvWI pic.twitter.com/uN5xAgr4uV
— BCCI (@BCCI) October 27, 2018
7.48 pm: পন্থের হাত ধরে ১৫০ পার করল ভারত। ২৮ ওভারে ১৫৫ রানে ৩ উইকেট।
7.43 pm: বাউন্ডারি মারলেন নতুন ব্যাটসম্যান ঋষভ পন্থ। অ্যালেনের বলে। ভারত ৩ উইকেটে ১৪২। এদিকে বিরাটের ব্যাটিং গড় ৬০ ছাড়িয়ে গেল।
7.38 pm: বলতে বলতে আউট রায়ুডু। প্লেড অন হয়ে গেলেন। ম্যাকয়কে আক্রমণে ফেরানোর কৌশল সফল ক্যারিবিয়নদের।
রায়ুডু বোল্ড ম্যাকয় ২২
7.35 pm: অর্ধেক ওভার শেষ। ১৩৫ ভারত। খুব সহজ হিসেবে অর্ধেক ওভারে টার্গেটের অর্ধেক এখনও তোলা হয়নি। বিরাটের কাঁধে অনেক দায়িত্ব। দায়িত্ব কম নেই রায়ুডুর কাঁধেও। তাঁর নিজেকে প্রমাণ করার তাগিদও রয়েছে এ ম্যাচে।
7.30 pm: তারপরেই নার্সকে এক হাত নিলেন রায়ুডু। বা বলা চলে দু হাত নিলেন। পর পর দুটি বলে দুটি চার। ২৪ ওভার শেষে ভারত ১৩০-২।
7.29 pm: মার শুরু করলেন কোহলি? ২৩ তম ওভারের শেষ বলে উড়িয়ে দিলেন অ্যালেনকে। এ ওভারে দুবার পরাস্ত হয়েছিলেন। কিন্তু বোলারকে মাথায় চড়তে দেওয়া তাঁর ধাতে নেই।
7.24 pm: ভারতের ১০০ হয়ে গেল। হয়ে গেল বিরাট কোহলির হাফ সেঞ্চুরিও। ২২ ওভার শেষ। ভারতের রান ১০৯- ২। বিরাট ব্যাটিং ৫৩।
7.18 pm: খাতা খুলেছেন নয়া ব্যাটসম্যান আম্বাতি রায়ুডু। এদিকে বিরাটও পোঁছেছেন ৫০ থেকে চার কদম দূরে। ভারত ২ উইকেটে ৯৬। ১৯.৩ ওভারে।
7.13 pm: আউট। আউট হয়ে গেলেন শিখর ধাওয়ান। নার্সের বলে ব্যক্তিগত ৩৫ রানের মাথায় এল বি ডবলিউ। পরিসংখ্যান জানাচ্ছে, শেষ ৫০ টি ইনিংসের মধ্যে ১৫ বার অফস্পিনারের বলে আউট হলেন শিখর ধাওয়ান। ভারত ৮৮-২।
7.08 pm: ক্যারিবিয়ান জোড়া স্পিন ফলা অনেকটাই সফল রান আটকাতে। অ্যালেন এবং নার্সকে তেমন দাপট দেখাতে পারছেন না কোহলি অথবা শিখর। ১৭ ওভার শেষে ভারত ৮৮-১।
7.04 pm: ১৫ ওভার খেলা শেষ। ভারতের রান ১ উইকেটে ৮৩। হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছচ্ছেন বিরাট ধাওয়ান দুজনেই। বিরাট একটু তাড়তাড়ি পৌঁছচ্ছেন প্রত্যাশা মতোই।
6.56 pm: কিন্তু ম্যাকয়কে ছাড়লেন বিরাট কোহলি। পরপর দুটি চার ওভারের শুরুতেই। ১৩ তম ওভারে উঠল ১৩ রান। ভারত ৭৭-১।
6.52 pm: নার্সের এ ওভারে অবশ্য বেশ আঁটোসাঁটোই গেল। মাত্র ৩ রান উঠল এই ওভারে। ভারত ১২ ওভারে ৬৬, ১ উইকেটে।
6.48 pm: হাত খোলা শুরু হয়েছে। একাদশ ওভারে ম্যাকয়কে পর পর বাউন্ডারি মারলেন শিখর ধাওয়ান। ভারত ১ উইকেটে ৬৩।
6.43 pm: দশম ওভারে ৫০ পেরোলো ভারত। ১০ ওভার শেষে ৫৪ রান। সোজা হিসেবে রান রেট ৫.৪। তবে হাতে উইকেট টিঁকিয়ে রেখে এখন মোটামুটি গড় রেখে রান তুলে যাওয়াই এখন লক্ষ্য হওয়া উচিত টিমের।
6.38 pm: এদিকে নয় নয় করে ৯ ওভারের শেষে ভারত পৌঁছে গেল ৪৭ রানে। বিরাট ব্যাট করছেন ২১ রানে, ৩ টি চারের সাহায্যে, শিখর ধাওয়ান ১৫, চার মেরেছেন দুটি।
6. 35 pm: আজ সারাদিন ধোনিরবাদ পড়া আর তার পরেই অবিশ্বাস্য ক্যাচ ধরা নিয়ে মশগুল ভারতের ক্রিকেট মহল এবং উৎসাহী ক্রিকেট বিশ্ব। সে নিয়ে সর্বত্র জোরদার আলোচনা।
In case if Fitness is Concern .. #Dhoni is Still Fittest in the team India .#INDvWI #INDvWIN #INDvsWI Dhoni pic.twitter.com/a9MuZxyrUA
— Sᴀʜɪʟ (@iSahill_) October 27, 2018
6.25 pm: ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানই এবার ডবল ডিজিটের গণ্ডি পেরিয়ে গেছেন। কোহলি ১২ বলে ১০, ধাওয়ান ১৫ বলে ১২ করেছেন। ভারত ৩২-১, ৬ ওভার শেষে। রান রেট ৫-এর উপরে।
6.20 pm: রোচের বলে ফের বাউন্ডারি শিখর ধাওয়ানের। অফ স্টাম্পের সামান্য বাইরে ছিল, অফে ফিল্ডারের ফাঁক খুঁজে নিল ধাওয়ানের ব্যাট। ভারত ২৪ -১।
6.17 pm: প্রথম বাউন্ডারি মারলেন বিরাটও। চার মেরে খাতা খুললেন ভারতাধিনায়ক। ১ উইকেটে ২০ রান। ৪ ওভার শেষে।
6.15 pm: দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হয়েছেন রোহিত। তাঁর শুরুর সঙ্গী শিথর ধাওয়ান প্রথম বাউন্ডারিটি পেলেন চতুর্থ ওভারে। ৩.৪ ওভারে ১৬-১
6.12 pm: তিন নম্বরে নেমেছেন ভারতের আশা, ভারতের গর্ব বিরাট কোহলি। গত ম্যাচেই রেকর্ড করেছেন তিনি, করেছেন অপরাজিত সেঞ্চুরি।
6.09 pm: আউট। যে রোহিতের ওপর আশার কথা হচ্ছিল, সেই রোহিত প্যাভিলিয়নে। হোল্ডারের বলে মিডল স্টাম্প নড়ে গেল রোহিত শর্মার। ভারত ৯ রানে ১ উইকেট।
রোহিত বোল্ড হোল্ডার ৮
6.03 pm: ব্যাকফুটে কভার ড্রাইভ করে বাউন্ডারি মেরে খাতা খুললেন রোহিত শর্মা। খাতা খুলল ভারত। এরকম স্ট্রোক রোহিতের কাছ থেকে আরও প্রয়োজন ভারতের।
6.00 pm: নেমে পড়েছে ভারত। রোহিত শিখর জুটি ওপেনিংয়ে ঠিক কত রান তুলে মিডল অর্ডারকে স্বস্তি দিতে পারে, সেদিকে তাকিয়ে সকলে।
5.55 pm: ভারতের বোলারদের সাফল্য পরবর্তী উচ্ছ্বাসের কিছু মুহূর্ত ধরা পড়েছে এই ভিডিও-তে
????????????@Paytm #INDvWI pic.twitter.com/8FJ8ArKmTd
— BCCI (@BCCI) October 27, 2018
5.30 pm: ওয়েস্ট ইন্ডিজ থামল ২৮৩/৯-এ, টার্গেট পাহাড়প্রমাণ নয়, তবে হেলাফেলায় পেরিয়ে যাওয়ার মতো কমও নয়।
5.27 pm: আউট! অ্যাশলে নার্স (এল বি ডবলু বোল্ড বুমরা, ৪০)
5.25 pm: লড়াই করার মতো স্কোরে পৌঁছে যাচ্ছে হোল্ডারের টিম, সৌজন্য নবম উইকেটে ৩৫ বলে ৫০ রানের জুটি।
No matter how much I like him, but I've to say that India has to look alternative for Bhuvi. Even Shami, if he sorts out his death over worries. Not even half the bowler he was before the IPL. Really disappointed. #INDvWI
— Key-err-tea (@Keerti_RL) October 27, 2018
5.23 pm: স্লগ ওভারে রোচ-নার্সের তাণ্ডব, ভুবনেশ্বরের দশম ওভারে তিনটে চার, একটা ছয়, টপ গিয়ারে ক্যারিবিয়ান টেলএন্ডাররা, এক ওভার বাকি আর, উইন্ডিজ ২৭৬/৮।
5.14 pm: পৌনে তিনশোর লক্ষ্যে দৌড়চ্ছে ক্যারিবিয়ানরা। কিন্তু ভারতের যা ব্যাটিং লাইন আপ, ২৭৫ কি যথেষ্ট?
5.11 pm: ভুবনেশ্বরকে সপাটে গ্যালারিতে ফেললেন রোচ। ছক্কা! আড়াইশো পেরোলো ওয়েস্ট ইন্ডিজ, ৪৭ ওভার শেষ।
5.07 pm: ক্যারিবিয়ানদের সৌভাগ্য, ধুমধাড়াক্কা চালাচ্ছেন নার্স। চাহলকে পরপর চার-ছয় হাঁকালেন, আড়াইশোর কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজ।
5.03 pm: আড়াইশো পেরোবে ক্যারিবিয়ানরা? বুমরা যে মেজাজে বল করছেন, তার আগেই না নটে গাছ মুড়িয়ে যায় হোল্ডারের টিমের।
4.58 pm: ফের বুমরা! দুরন্ত ইয়র্কারে স্টাম্প ছিটকে গেল হোপের। উইন্ডিজদের 'হোপ'-এর ইতি?
4.56 pm: আউট! শে হোপ (বোল্ড বুমরা, ৯৫)
4.53 pm: সুন্দরভাবে মিডল ওভারগুলো টেনে দিচ্ছেন কুলদীপ-চাহাল, ইতিমধ্যে মাঠে ফিরেছেন বুমরাও।
4.50 pm: আউট! ফেবিয়ান অ্যালেন (কট পন্থ, বোল্ড চাহাল, ৫)
4.45 pm: হোপ একাই ভরসা, এই অবস্থায় পরপর তিনটি অপার্থিব চার মারলেন তিনি, ওয়েস্ট ইন্ডিজ ২১৬/৬, ৪১ ওভার শেষে
4.40 pm: আউট! জেসন হোল্ডার (কট জাদেজা, বোল্ড কুমার, ৩২)
4.30 pm: ছক্কা! দুটো!! একবার খলিলকে হোপ, পরের ওভারে কুলদীপকে হোল্ডার; ৩৮ ওভারের শেষে ২০০ ছুঁই ছুঁই ওয়েস্ট ইন্ডিজের
4.20 pm: পায়ে চোট নিয়ে মাঠের বাইরে বুমরা, বিরাটের কপালে চিন্তার রেখা; বিকল্প ফিল্ডার জাদেজা; এখনো চার ওভার বাকি বুমরার
4.12 pm: ছক্কা! পঞ্চাশ পেরিয়ে হাত খুলছেন হোপ, খলিলের লুজ বল ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে দিলেন। ওয়েস্ট ইন্ডিজ ৩৫ ওভারে ১৭৩/৫
4.08 pm: হাফ সেঞ্চুরি শে হোপের। মাপা, সংযত ইনিংস খেললেন, এবং দু'বল পরেই সুইপ করে কুলদীপকে চার
4.05 pm: অবশেষে চার, খলিলের শর্ট বল সমস্ত শক্তি দিয়ে মিড উইকেট বাউন্ডারিতে পাঠালেন হোল্ডার।
4.03 pm: গত পাঁচ ওভারে স্কোরিং রেট নেমে এসেছে তিনে, ৩২ ওভারের শেষে ১৫০/৫ ওয়েস্ট ইন্ডিজ
3.54 pm: ৩০ ওভার শেষ, ১৪২/৫, এখনও ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই উইন্ডিজের। হোপকে শেষ পর্যন্ত থাকতেই হবে, এটা তিনিও খুব ভালো জানেন।
3.44 pm: ২৮ ওভার শেষ, ওয়েস্ট ইন্ডিজ ১৩৪/৫। চাহালের এই ওভারে দুবার আউটের অ্যাপিল নাকচ হলো হোপের বিরুদ্ধে। ক্যারিবিয়ানদের প্রাণ কন্ঠায়।
3.33 pm: অসম্ভব পরিণত ইনিংস খেলছেন হোপ, টিমকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিতে তাঁর থাকা দরকার শেষ পর্যন্ত, এটা মাথায় রেখে।
3.30 pm: ২৫ ওভারে ১২৪/৫, ম্যাচের রাশ আপাতত ভারতের মুঠোয়। ক্যারিবিয়ানদের ভরসা সেই হোপ, যিনি অপরাজিত ৩৫-এ।
3.25 pm: বুমরার প্রাথমিক ধাক্কাটা সামলাতে পারল না ক্যারিবিয়ানরা, ২৪ ওভারে ১২১/৫
3.22 pm: আউট! রভম্যান পাওয়েল (কট শর্মা, বোল্ড কুলদীপ, ৪)
3.15 pm: চারটে উইকেটের মধ্যে তিনটেতে ভূমিকা থেকেছে ধোনির। দুটো ক্যাচ, একটা স্টাম্পিং। টি ২০ থেকে বাদ পড়ার জবাব দিচ্ছেন এম এস ডি?
The Presence Of Mind From Mahi Bahi Gets The Wicket Of Dangerous Hetmyer ????????????????????????????
.
Fastest Glove Behind The Wicket ❤❤❤
.#MSDhoni #dhoni #INDvsWI #INDvsWI #wivsind #windies #TeamIndia #INDvWI #INDvsWI pic.twitter.com/aqABqYJc43— Dhoni Addicts (@msdaddicts) October 27, 2018
3.06 pm: আউট! (হেটমায়ার, স্টাম্পড ধোনি, বোল্ড কুলদীপ, ৩৭)
3.02 pm: আবার ছক্কা! আবার হেটমায়ার!! এবার ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে। সেই সঙ্গেই ১০০ ছাড়ালো ওয়েস্ট ইন্ডিজ, আপাতত ১৯.১ ওভারে ১১১/৩
2.57 pm: ক্রিজে আবার হেটমায়ার-হোপ জুটি, দেখতে দেখতে একশোর মুখে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ওভারে ৯৭/৩
2.54 pm: লং অফে বিশাল ছক্কা! পরের বলেই লং অনে চার; যতই ফিল্ডারদের ডিপে পাঠান বিরাট, হেটমায়ারকে নিয়ন্ত্রণে আনা আজও কঠিন হবে মনে হচ্ছে।
2.48 pm: ষোলোতম ওভারে কুলদীপকে আক্রমণে আনলেন কোহলি। ম্যাচের মিডল ওভার্স শুরু। ১৬ ওভার শেষ, ওয়েস্ট ইন্ডিজ ৭৬/৩
2.47 pm: ছক্কা! চাহলকে গ্যালারিতে উড়িয়ে দিলেন হোপ, চাপ আলগা করতে উইন্ডিজদের এই ছয়টা দরকার ছিল। ক্লিন হিট।
2.40 pm: ১৪ ওভারে ৬২/৩, একটা লম্বা জুটি চাই ক্যারিবিয়ানদের। অন্তত পরের পনেরো ওভার কোন উইকেট হারানো চলবে না।
2.39 pm: ক্রিজে হেটমায়ার, এই সিরিজের প্রথম দুটো ম্যাচে যিনি মারকাটারি ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের নতুন তারকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন।
2.37 pm: খলিলের বলে খোঁচা স্যামুয়েলসের। সহজ ক্যাচ আয়েশে তালুবন্দি করলেন ধোনি। প্রবল চাপে ক্যারিবিয়ানরা, ৫৫/৩
2.35 pm: আউট! স্যামুয়েলস (কট ধোনি, বোল্ড খলিল, ৯)
2.34 pm: দেখুন বুমরার বলে ধোনির সেই অবিশ্বাস্য ক্যাচ। ব্যাটসম্যান হেমরাজ
Mahendra Singh Dhoni ???????????????? #INDvWI pic.twitter.com/Y96nakpbBO
— SaiSriMourya (@SaiSriMourya) October 27, 2018
2.32 pm: প্রথম দু ওভারে একটু বেশি রান দিয়ে ফেলার পর ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন খলিল। নিজের তৃতীয় ওভারে দিলেন মাত্র দু রান।
2.26 pm: স্পিনের আবির্ভাব চাহলের হাত ধরে। অভ্রান্ত লাইন লেংথে চমৎকার ওভার। খরচ মাত্র ১ রান।
2.25 pm: দশ ওভার শেষ। ওয়েস্ট ইন্ডিজ ৪৬/২। রানরেট মন্দ নয়, তবে দুই ওপেনার দ্রুত প্যাভিলিয়নে ফেরায় সামান্য চাপে উইন্ডিজ বাহিনী। কারণ আগুন ঝরাচ্ছেন 'বুম বুম' বুমরা। পেসের সঙ্গে বাউন্সের যুগলবন্দী সামলাতে ঘাম ছুটে গেছে ক্যারিবিয়ানদের।
2.21 pm: অভিজ্ঞ স্যামুয়েলস এবং গত ম্যাচের সেঞ্চুরিকারী হোপের উপরই আপাতত দায়িত্ব প্রাথমিক ধাক্কাটা সামলে ইনিংসকে থিতু করার।
2.15 pm: বিষাক্ত বল বুমরার, ১৪৫ কিমি গতিতে, পাওয়েল কার্যত অসহায় হয়ে পড়েছিলেন। ফার্স্ট স্লিপে চমৎকার ক্যাচও নিলেন রোহিত। ভারতের পেসারদের দাপট অব্যাহত, ৯ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪০/২
The difference in class between Bumrah and other Indian pacers especially in LOs is just crazy.
Bumrah should go down as an odi great. #INDvWI
— SwingAndSeam (@swing_seam) October 27, 2018
2.12 pm: আউট! কিয়েরন পাওয়েল (কট শর্মা, বোল্ড বুমরা, ২১)
2.05 pm: সাত ওভার শেষ, ওয়েস্ট ইন্ডিজ ২৭/১
1.59 pm: ঘটনাবহুল ষষ্ঠ ওভার! হেমরাজ কভারের ওপর দিয়ে চার, এবং লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে অনেকটা চাপমুক্ত হলেন, কিন্তু তার পরেই টপ এজে লাগল বুমরার অসাধারণ বাউন্সার, এবং ধোনি শুরু করলেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে ছুট, রীতিমত তাড়া করে ডাইভ দিয়ে অবিশ্বাস্য ক্যাচ তুলে নিলেন! সেই ধোনি, যিনি টি-২০ দল থেকে বাদ পড়েছেন আজই। যেভাবে এই ক্যাচ ধরলেন, তাঁর চেয়ে দশ বছরের ছোট কেউ পারত কী না সন্দেহ। কোনও বার্তা দিলেন কি নির্বাচকদের?
1.57 pm: আউট! হেমরাজ (কট ধোনি, বোল্ড বুমরা, ১৫)
1.49 pm: চতুর্থ ওভারের শেষ বলে হেমরাজের বিরুদ্ধে জোরালো এল বি ডবলু অ্যাপিল বুমরার, না বললেন আম্পায়ার, রিভিউ চাইলেন কোহলি। নট আউট। ভারতের একটি রিভিউ জলে গেল।
1.41 pm: মেইডেন ওভার বুমরার। তার পরের ওভারেই ভুবির সামান্য শর্ট, ওয়াইড বলে পয়েন্টের সামনে দিয়ে চার মারলেন হেমরাজ। তিন ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১০/০
The #MenInBlue are all geared up for the 3rd ODI.
Will they make it 2-0 against the Windies today?#INDvWI pic.twitter.com/fkBeCOSNVg
— BCCI (@BCCI) October 27, 2018
1.35 pm: ভুবনেশ্বরের প্রথম ওভারে মিড উইকেট এবং মিড অনের মাঝখান দিয়ে চমৎকার বাউন্ডারি কিয়েরন পাওয়েলের। ওয়েস্ট ইন্ডিজ ৪/০
1.18 pm: ভারত (এগারো): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ুডু, ঋষভ পন্থ, এম এস ধোনি (উইকেট), ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, খলিল আহমেদ
ওয়েস্ট ইন্ডিজ (এগারো): চন্দ্রপাল হেমরাজ, কিয়েরন পাওয়েল, শে হোপ (উইকেট), শিমরন হেটমায়ার, মারলন স্যামুয়েলস, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, ওবেড ম্যাকয়, ফেবিয়ান অ্যালেন, কেমার রোচ
Our Batting Has Forced India To Bring Back Bhuvi And Bumrah - Stuart Law (West Indies Coach) #INDvWI #WIvIND pic.twitter.com/AhuNhvlQoG
— CricFit (@CricFit) October 27, 2018
1.15 pm: টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত সম্পর্কে বিরাটের বক্তব্য, "উইকেটটা দেখে মনে হচ্ছে পাটা। সন্ধ্যের দিকে বল ব্যাটে আসবে অনেক বেশি। আমাদের লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজকে মোটামুটি একটা স্কোরের মধ্যে বেঁধে রেখে রান তাড়া করে জেতার।"
12.50 pm: ভারত (সম্ভাব্য এগারো): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ুডু, ঋষভ পন্থ, এম এস ধোনি (উইকেট), রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা
ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য এগারো): চন্দ্রপাল হেমরাজ, কিয়েরন পাওয়েল, শে হোপ (উইকেট), শিমরন হেটমায়ার, মারলন স্যামুয়েলস, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, ওশেন টমাস/ওবেড ম্যাকয়, দেবেন্দ্র বিশু, কেমার রোচ
আজ, ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে দুই পেসার বুমরা এবং ভুবনেশ্বরের উপস্থিতি ভারতের বোলিং পারফরম্যান্সে ছাপ ফেলবে আশা করাই যায়। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচে নিখুঁত পেশাদারিত্ব দেখিয়ে ভারত প্রতিপক্ষকে কুপোকাত করলেও, মরিয়া ওয়েস্ট ইন্ডিজ বিশাখাপতনমে কার্যত ভারতের হাত থেকে জয় ছিনিয়ে নিয়ে সিরিজের স্কোর ২-০ হতে দেয় নি।