India vs West Indies T20 Playing XI: টি২০ সিরিজ ইতিমধ্যেই ভারতের দখলে। তাই সিরিজের শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করতে চলেছে ভারতীয় দল। বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে ১০ দিনের বায়ো বাবল ব্রেক দেওয়া হয়েছে বোর্ডের তরফে। কোহলি ১০০ তম টেস্ট ম্যাচ খেলবেন মোহালিতে। ল্যান্ডমার্ক টেস্টের আগে তিনি যাতে পুরোদস্তুর বিশ্রাম নিয়ে মাঠে নামতে পারেন সেটাই চাইছে ম্যানেজমেন্ট।
রবিবার শেষ টি২০-তে আবেশ খান, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ারদের দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। কেএল রাহুলের অনুপস্থিতিতে টপ অর্ডারে ঈশান কিষান সেভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। তৃতীয় ম্যাচে রোহিতের সঙ্গে রুতুরাজকে ওপেন করতে দেখা যেতে পারে। যিনি এখনও পর্যন্ত রিজার্ভ বেঞ্চ গরম করে চলেছেন।
আরও পড়ুন: সাংবাদিকের গলায় হুমকির সুর! সাহসী চ্যাট ফাঁস করে তুলকালাম ঋদ্ধিমানের, দেখুন
মিডল অর্ডারে কোহলির জায়গায় শ্রেয়স আইয়ার যে ঢুকছেন, তা কার্যত নিশ্চিত। আইপিএলের নিলামে কিছুদিন আগেই তৃতীয় সর্বোচ্চ দর পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে জাতীয় টি২০ দলের কম্বিনেশনে তিনি এখনও জায়গা করে নিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্ৰথম দুই ম্যাচে বাইরেই রাখা হয়েছিল তাঁকে।
কেকেআরের নতুন নেতা শ্রেয়স কিছুদিন আগে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ওয়ানডে ইনিংস খেলেছিলেন। এবার তাঁর নতুন ঘরের মাঠ ইডেনে কতটা প্রভাব ফেলতে পারেন রবিবারের ম্যাচে, সেটা দেখার।
আরও পড়ুন: অবসরের ইঙ্গিত দেন দ্রাবিড়ও! সৌরভের পরে কোচকেও তুলোধোনা বাদ পড়া ঋদ্ধিমানের
বোলিং কম্বিনেশনে রোহিত মহম্মদ সিরাজকে আনেন কিনা, সেদিকেও নজর থাকবে। তাছাড়া এখনও জাতীয় দলে না খেলা আবেশ খান রয়েছেন অপশন হিসাবে। আইপিএল নিলামে কিছুদিন আগেই সর্বোচ্চ দর পাওয়া আনক্যাপড প্লেয়ার হিসাবে নজির গড়েছিলেন। লখনৌ সুপারজায়ান্টস তাঁকে কিনে নিয়েছে ১০ কোটি টাকায়।
আরও পড়ুন: কথা দিয়েও রাখেনি দাদি, সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক বাদ পড়া ঋদ্ধিমান
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব