Advertisment

কোহলি ভাইস-ক্যাপ্টেনও নন, বোর্ডের বিরাট সিদ্ধান্ত ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনে

কোহলিকে ভাইস ক্যাপ্টেন কেন করল না বিসিসিআই

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই কার্যত ললাটলিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। পূজারা যে বাদ পড়বেন, তা আগেই বোঝা গিয়েছিল। আর শুক্রবার ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনের পর দেখা গেল বর্ষীয়ান পূজারা এবং উমেশ যাদবকে বাদ দেওয়া হয়েছে আসন্ন ক্যারিবিয়ান সফর থেকে। টেস্ট দলে জায়গা হয়নি পূজারা-উমেশের। পূজারার জায়গায় ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলে দেওয়া যশস্বী জয়সোয়ালকে যেমন নেওয়া হয়েছে। তেমন উমেশ যাদবের বদলে নেওয়া হয়েছে বাংলার স্পিডস্টার মুকেশ কুমারকে।

Advertisment

ঘটনা হল, রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে টেস্ট এবং ওয়ানডেতে দুই ফরম্যাটেই রোহিতের নেতৃত্বে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে বদল হয়েছে শ অধিনায়কত্ব বাছাইয়ের ক্ষেত্রে। কোহলির হাত থেকে নেতৃত্বের ব্যাটন রোহিতের কাছে যাওয়ার পরে টেস্টে সহ অধিনায়কত্ব একাধিকবার বদল হয়েছে। রাহানে, কেএল রাহুল থেকে টেস্টে শেষমেশ ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল পূজারাকে। তবে দীর্ঘ খারাপ ফর্মের কারণে পূজারা বাদ পড়তেই নতুন কাউকে শ অধিনায়ক বাছতে হত। কোহলিকে নেতৃত্বের গ্রুপে পুনরায় রাখা হয় কিনা, তা নিয়ে চর্চা হয়েছিল। তবে শেষমেশ টিম ইন্ডিয়ার পুরোনো যোদ্ধা রাহানের হাতেই ভাইস ক্যাপ্টেনশিপের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হল।

আরও পড়ুন: ‘বুড়ো ঘোড়া’দের একেবারে বাতিল! ক্যারিবিয়ান সফরে তরুণ রক্তে দল নির্বাচন ইন্ডিয়ার

রান খরায় ভুগছিলেন রাহানে। বিরাট কোহলির নেতৃত্ব জমানায় রাহানে টানা পাঁচ বছর এর আগে ভাইস ক্যাপ্টেন ছিলেন। কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জিতিয়েও এসেছেন ক্যাপ্টেন হিসাবে। তবে টানা খারাপ ফর্মের কারণে রাহানে জাতীয় দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন।

শেষমেশ ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন রাহানে। আইপিএলে অবিশ্বাস্য ছন্দে ব্যাট করেছিলেন। সিএসকের জার্সিতে চ্যাম্পিয়নও হয়েছেন। তারপরেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান। প্ৰথম ইনিংসে ভরসা জাগানোর মত স্কোরও করে যান ওভালে।

পূজারা বাদ পড়তে রাহানে এবার সহ অধিনায়কত্বের আর্মব্যান্ডও ফেরত পেয়ে গেলেন। মহম্মদ শামি থেকে রবিচন্দ্রন অশ্বিনের মত সিনিয়ররাও সহ অধিনায়কত্বের দাবিদার ছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখল রাহানের ওপরেই।

Virat Kohli BCCI Indian Cricket Team
Advertisment