/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Deepak-Hooda.jpeg)
রবিবার টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটল দীপক হুডা। ঘরোয়া ক্রিকেটে টানা ভাল খেলার সুবাদে দীপক হুডা জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্ৰথম ম্যাচেই প্ৰথম এগারোয় অভিষেক ঘটিয়ে ফেললেন হুডা।
আহমেদাবাদে ম্যাচ শুরুর আগেই দীপক হুডার নাম স্টার্টিং ইলেভেনে ঘোষণা করে দেওয়া হয়। তবে চমক এখানে নয়। ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া বিরাট কোহলিই দীপক হুডার হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন।
আরও পড়ুন: জায়গা পেয়েই বাজিমাত! প্ৰথম ODI-তেই অভিষেক দীপকের, একাদশে চমকের পর চমক
প্রথা অনুযায়ী, দলের ক্যাপ্টেন সাধারণত অভিষেক ঘটাতে চলা ক্রিকেটারদের হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন। তবে এক্ষেত্রে ওয়ানডে নেতৃত্বের অভিষেক ঘটানো রোহিত নন, কোহলিই টুপি তুলে দেন দীপকের হাতে। টসের আগে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয় বিসিসিআইয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডলে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/WhatsApp_Image_2022-02-06_at_13.31.13.jpeg)
সিরিজের প্ৰথম ম্যাচে রোহিত শর্মা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় রোহিত নিশ্চিত করেন দীপক হুডার অভিষেক ঘটতে চলেছে।
টসে জেতার পরে রোহিত বলে দিয়েছেন, "পিচ দেখে বেশ ভালই মনে হচ্ছে। খুব একটা বেশি পরিবর্তন হবে না পরের দিকে। পরের দিকে বরং পিচ ব্যাট করার জন্য আরও সহজ হয়ে যাবে। আমরা প্ৰথমে বোলিং করব। জাতীয় দলের হয়ে ফিরতে পেরে বেশ লাগছে।"
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী ছোটদের কীর্তিতে উচ্ছ্বসিত সৌরভ-শাহরা! লাখ-লাখ টাকার পুরস্কার ঘোষণা
Leader pic.twitter.com/A06sElIful
— Mandeep 18 (@VK__Goat18_) February 6, 2022
THE LEADER ♥️ ✨
MY KING 👑— 🌸AFGANI🇦🇫KOHLI🌼🕊️ (@ParvezKohli18) February 6, 2022
Leader Virat Kohli 🔥🔥
— K🚩 (@KingVirat18_) February 6, 2022
THE LEADER ♥️✨
— 🌸AFGANI🇦🇫KOHLI🌼🕊️ (@ParvezKohli18) February 6, 2022
"বেশ কয়েকমাস আগে ক্রিকেট খেলেছিলাম। ভারতের জন্য এই ম্যাচ ঐতিহাসিক হতে চলেছে। লম্বা সফর করতে হল জাতীয় দলকে। অনেক উত্থান-পতনের সাক্ষী থাকলাম। দলগতভাবে গত কয়েক বছরে আমরা আরও উন্নতি করেছি। দলে বেশ কয়েকজন কোভিড আক্রান্ত হয়েছে। তাই বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে। দীপক হুডা জাতীয় দলের হয়ে ওয়ানডেতে আজ অভিষেক ঘটাচ্ছে।"
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহাম্মদ সিরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us