India vs West Indies full schedule; Date and time: বিশ্বকাপের হ্য়াংওভার কাটিয়ে একেবারে নতুন উদ্য়মেই শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ক্য়ারিবিয়ান সফরে গিয়ে জয়ের রাস্তায় ফিরতে চাইবে বিরাট কোহলি অ্য়ান্ড কোং। আগামী ৩ অগাস্ট থেকে ভারতের ক্য়ারিবিয়ান সফর শুরু। তিনটি টি-২০, তিনটি ওয়ান-ডে ও দু'টি টেস্ট খেলবে ভারত-উইন্ডিজ।
মিশন ২০২৩ বিশ্বকাপ। আগামী চার বছর ক্রিকেটের শো-পিস ইভেন্টের কথা মাথায় রেখেই দলগঠন করেছে টিম ইন্ডিয়া। তার প্রথম ধাপই হতে চলেছে ক্য়ারিবিয়ান সফর। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের দেখা যাচ্ছে এই সিরিজে। এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের পাশাপাশি দলের একাধিক তরুণ ক্রিকেটারদের ওপরেই আস্থা রেখেছে।
ভারত কিন্তু এই সিরিজের টি-২০ ম্য়াচগুলো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে না। খেলা হবে মার্কিন মুলুকে। ভারত-আমেরিকার মধ্য়ে ৯ ঘণ্টা ৩০ মিনিটের সময়ের পার্থক্য। অন্য়দিকে ভারত-উইন্ডিজের মধ্য়ে প্রায় ১০ ঘণ্টার সময়ের ফারাক।
আরও পড়ুন: নেতা হলেন না রোহিত, কোহলিই সেই অধিনায়ক! ঘোষিত ক্যারিবিয়ান সফরের দল
ভারতের টি-২০ সিরিজের নির্ঘণ্ট:
প্রথম টি-২০: ফোর্ট লডারহিল, ফ্লোরিডা (৩ অগাস্ট)
দ্বিতীয় টি-২০: ফোর্ট লডারহিল, ফ্লোরিডা (৪ অগাস্ট)
তৃতীয় টি-২০: প্রভিন্স স্টেডিয়াম, গুয়ানা (৬ অগাস্ট)
(ভারতীয় সময় সিরিজের প্রতিটি ম্য়াচ রাত আটটা থেকে শুরু)
টি টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল,শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদদীপক চাহার এবং নভদীপ সাইনি।
ভারতের ওয়ানডে সিরিজের নির্ঘণ্ট:
প্রথম ওয়ানডে: প্রভিন্স স্টেডিয়াম, গুয়ানা (৮ অগাস্ট)
দ্বিতীয় ওয়ানডে: কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ (১১ অগাস্ট)
তৃতীয় ওয়ানডে: কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ (১৪ অগাস্ট)
(ভারতীয় সময় সিরিজের প্রতিটি ম্য়াচ সন্ধ্য়া সাতটা থেকে শুরু)
ওয়ান ডে স্কোয়াডঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।
ভারতের টেস্ট সিরিজের নির্ঘণ্ট;
প্রথম টেস্ট: স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা (অগাস্ট ২২-২৬)
দ্বিতীয় টেস্ট: সাবিনা পার্ক. জামাইকা (অগাস্ট ৩০-সেপ্টেম্বর ৩)
(ভারতীয় সময় সিরিজের প্রথম টেস্ট সন্ধ্য়া সাতটা ও দ্বিতীয় টেস্ট রাত আটটা থেকে শুরু)
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (ক্য়াপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্য়াপ্টেন), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।
বিরাট কোহলিদের বিরুদ্ধে দেশের মাটিতে পূর্ণশক্তির দল নামাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের বিশ্বচ্য়াম্পিয়নরা ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম দু’ম্য়াচের দল ঘোষণা করে দিল ক্য়ারিবিয়ান বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ দল (প্রথম ও দ্বিতীয় টি-২০): জন ক্য়াম্পবেল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড. রোভম্য়ান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট (ক্য়াপ্টেন), কেমো পল, সুনীল নারিন, শেলডন কটরেল, ওশেন থমাস, অ্যান্থনি ব্রাম্বেল, আন্দ্রে রাসেল ও খারি পিয়ের।