Advertisment

টি২০ সিরিজের আগেই বড় ধাক্কা! টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন জোড়া তারকা

ওয়ানডে সিরিজ শেষের পরে ইডেন গার্ডেন্সে হবে টি২০ সিরিজ। সেই সিরিজে খেলতে পারবেন না কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শুক্রবার ওয়ানডে সিরিজ শেষের পরে ইডেন গার্ডেন্সে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আগেই বড়সড় ধাক্কা টিম ইন্ডিয়ায়। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল।

Advertisment

শুক্রবার বড়সড় ঘোষণায় এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন হ্যামস্ট্রিংযে চোট পান তারকা। অন্যদিকে, অক্ষর প্যাটেল আপাতত কোভিড আক্রান্ত হওয়ার পরে রিকভারি করছেন।

আরও পড়ুন: IPL 2022: এই ছয় নিলাম-নিয়মে বদলাবে ৫৯০ ক্রিকেটারের ভাগ্য! উড়বে কোটি কোটি টাকা

টি২০ স্কোয়াডের সঙ্গে যোগ না দিয়ে দুজনেই আপাতত পাড়ি দেবেন বেঙ্গালুরুতে এনসিএ-তে। দুজনের পরিবর্ত হিসাবে নির্বাচকরা রুতুরাজ গায়কোয়াড এবং দীপক হুডার নাম ঘোষণা করেছেন।

ভারতের টি২০ স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, দীপক চাহার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, শার্দূল ঠাকুর, রবি বিশ্নোই, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, রুতুরাজ গায়কোয়াড, দীপক হুডা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team KL Rahul Indian Team BCCI
Advertisment