India vs West Indies LIVE Cricket Score: ১০ উইকেটে হায়দরাবাদ টেস্ট জিতল ভারত

LIVE Cricket Score, India vs West Indies 2nd Test Match LIVE Streaming: চলছে তৃতীয় দিনের খেলা

LIVE Cricket Score, India vs West Indies 2nd Test Match LIVE Streaming: চলছে তৃতীয় দিনের খেলা

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA-VS-WI

India vs West Indies ODI Cricket Match Scorecard: কখন আর কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ?

India vs West Indies LIVE Cricket Score:  নিজামের শহর হায়দরাবাদে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। রবিবার তৃতীয় দিনের শুরুতে ক্যারিবিয়ান বোলারদের দাপটে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৩৬৭ রানে। কিন্তু উইন্ডিজকেও দুরন্ত ঝটকা দিল ভারত। তাদের দ্বিতীয় ইনিংসে ১২৭ রানে বেঁধে দিল কোহলি অ্যান্ড কোং। সৌজন্যে উমেশ যাদবের চার উইকেট। তৃতীয় দিনের বর্ধিত সময়ের খেলায় সোয়া এক ঘণ্টায় ম্যাচ জিতে নিল ভারত। দুই ওপেনার পৃথ্বী শ (৩৩) ও লোকেশ রাহুল (৩৩) ভারতকে ১০ উইকেটে জিতিয়ে দিলেন।

Advertisment

Live Cricket Score, India vs West Indies 2nd Test Match Online LIVE Score Streaming:

ঠিক তিন দিনও নয়, দেখতে গেলে আড়াই দিনেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের ফয়সলা হয়ে গিয়েছিল রাজকোটে। পৃথ্বী শ, ক্যাপ্টেন কোহলি ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ভারত রানের পাহাড়ে উঠেছিল। অন্যদিকে বল হাতে পাঁচ উইকেট নিয়ে কামাল করে দিয়েছিলেন কুলদীপ যাদব। এখন দেখার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্যারিবিয়ানরা প্রত্যাবর্তন করতে পারেন কি না! টেস্ট শেষ করার পর দু’দলের মধ্যে পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। কোহলিদের সামনে অপেক্ষা করে আছে অগ্নিপরীক্ষা।

Advertisment

5:20 PM দু'ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জিতে নিল ভারত। দুই ওপেনার পৃথ্বী শ (৩৩) ও লোকেশ রাহুল (৩৩) ভারতকে ১০ উইকেটে জিতিয়ে দিলেন।

4:05 PM কয়েক ঘণ্টায় শেষ হয়ে ক্যারিবিয়ানদের ইনিংস। গ্যাব্রিয়েলকে ফেরালেন উমেশ যাদব। ওয়েস্ট ইন্ডিজ ১২৭ রানে অলআউট। ৭১ রানে এগিয়ে উইন্ডিজ। দু'ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিলেন উমেশ যাদব।

4:00 PM ওয়েস্ট ইন্ডিজ হারাল নবম উইকেট। অশ্বিনের বলে বোল্ড হয়ে গেলেন ওয়ারিকান।

3:30 PM আবার উইকেট। সুনীল আমব্রিস এলবিডব্লিউ হয়ে গেলেন জাদেজার বলে। ওয়েস্ট ইন্ডিজ ১০৯/৮

3:31 PM ফের উইকেট। রবীন্দ্র জাদেজা ফেরালেন জেসন হোল্ডারকে। ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেট হারাল। স্কোরবোর্ডে ১০৯ রান।

3:30 PM কোহলি তাতাচ্ছেন দর্শদকের

2:26 PM চা বিরতি। ওয়েস্ট ইন্ডিজ ৭৬/৭

2:21 PM ফের উমেশ যাদব। শেন ডাউরিচকে ফেরালেন তিনি। চালকের আসনে ভারত। আর দরকার চার উইকেট।

2:15 PM রস্টন চেজ আউট। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে গেলেন তিনি।

1:28 PM ফিরে গেলেন শাই হোপ। রবীন্দ্র জাদেজার বলে রাহানের হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফেললেন তিনি।

1:22 PM তৃতীয় উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার আউট। কুলদীপ যাদবের বলে পূজারার হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ১৭ রান করলেন তিনি।

12:42 PM দুরন্ত শুরু ভারতের। অশ্বিনের বলে ফিরে গেলেন দলের দ্বিতীয় ওপেনার কায়রন পাওয়েল। রাহানের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি।

12:27 PM উমেশ যাদবের বলে আউট ব্রাথওয়েট। প্রথম ওভারের দ্বিতীয় বলেই এল প্রথম উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ০/১

11:47 AM ভারতের ইনিংস শেষ ৩৬৭ রানে। গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে গেলেন অশ্বিন (৩৫)।

11:12 AM নবম উইকেটের পতন। উমেশ যাদব আউট। ওয়ারিকানের বলে ফিরে গেলেন তিনি। ভারত ৩৩৯/৯। ক্রিজে শার্দূল ঠাকুর ও উমেশ যাদব।

10:47 AM কুলদীপ যাদব আউট। হোল্ডারের চলে এল এক ইনিংসে পাঁচ উইকেট। যাদবকে বোল্ড করে দিলেন তিনি। ক্যারিবিয়ান ক্যাপ্টেন বুঝিয়ে দিলেন দলে তাঁর গুরুত্ব কতটা

10:05 AM নার্ভাস নাইনটির শিকার ঋষভ পন্থ। রাজকোটের পুনরাবৃত্তি হায়দরাবাদে। সেঞ্চুরি থেকে আট ধাপ আগে থেমে গেলেন পন্থ। গ্যাব্রিয়েলের বলে হেটমায়ারের হাতে ধরা পড়ে গেলেন তিনি। রাজকোটেও তিনি ৯২ রানেই আউট হয়েছিলেন।

9:46 AM ব্যাক-টু-ব্যাক উইকেট। রবীন্দ্র জাদেজা এলেন আর ফিরে গেলেন। এলবিউব্লিউ হয়ে গেলেন হোল্ডারের বলে।

9:43 AM দিনের প্রথম উইকেট। ফিরে গেলেন অজিঙ্ক রাহানে (৮০)। হোল্ডারের বলে হোপের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ভারতের স্কোর ৩১৪/৬।

9:05 AM টিম ইন্ডিয়ার ওয়ার্ম আপ টাইম!