India vs West Indies Test Live Cricket Score: তিন দিনেই ফয়সলা হয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের। ইনিংস ও ২৭২ রান টেস্ট জিতল বিরাট কোহলি অ্যান্ড কোং। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে অলরাউন্ড পারফরম্যান্সেই জয় পেল ভারত।
১৮১ রানে শেষ হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ফলো-অন করায় ভারত। এরপর ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই তাঁদের এক উইকেট পড়ে গিয়েছিল। মধ্যাহ্ণ ভোজের বিরতির পর ভারতের স্পিনাররা জয়ের রাস্তা গড়ে দেন। এদিন কুলদীপ যাদব একাই নিলেন পাঁচ উইকেট। অশ্বিন ও জাদেজা দু'টি করে উইকেট পান।
LIVE Cricket Score, India vs West Indies 1st Test Day 3 Live Cricket Match Score in Bengal
2:53pm: ইনিংস ও ২৭২ রানে জয়ী ভারত
2:52pm: প্রথম টেস্ট জিতে নিল ভারত। জাদেজা ফেরালেন শ্যানন গ্যাব্রিয়েলকে।
2:44pm: জাদেজা ফেরালেন শার্মন লুইসকে। হাতে আর এক উইকেট।
2:14pm: অষ্টম উইকেটের পতন। অশ্বিনের বলে পন্থের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন দেবেন্দ্র বিশু। ১২ বলে ৯ রান করে ফিরলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮৫ রানে আট।
2:03pm: এবার জাদেজার শিকার। ফিরে গেলেন কেমো পল। উমেশ যাদবের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেট হারিয়ে ১৭২। ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা।
1:47pm: ফিফার! আজ কুলদীপের দিন... ওপেনার কায়রন পাওয়েলকে ফেরালেন কুলদীপ। ৯৩ বলে ৮৩ করে আউট হলেন তিনি। কুলদীপের পঞ্চম শিকার হলেন পাওয়েল।
1:26pm: 'কুলদীপ ইজ অন ফায়ার'... কুলদীপের বলে অশ্বিনের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন রস্টন চেজ। ২৪ বলে ২০ করে ফিরলেন তিনি। পাঁচ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। স্কোর ১৩৮/৫
12:58pm: কামাল করছেন কুলদীপ। দিনের তৃতীয় উইকেট পেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ হারাল চতু্র্থ উইকেট। ফিরে গেলেন সুনীল আমব্রিস। গুগলি দিয়েছিলেন কুলদীপ। দুরন্ত স্টাম্প ঋষভ পন্থের।
12:55pm: তৃতীয় উইকেটের পতন। সেই কুলদীপ। হেটমায়ারকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ভারতের একমাত্র চায়নাম্যান বেলার। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৭/৩
12:44pm: দ্বিতীয় উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৯/২
????Versatile Ashwin shows his mastery ????????????
Two batsmen bowled in over and both with different deliveries. Watch this to know why @ashwinravi99 is an ace spinner.https://t.co/vGdrduwc29 #INDvWI pic.twitter.com/9JcpfnFeEo
— BCCI (@BCCI) October 6, 2018
11.28 am: লাঞ্চের আগেই এক উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ব্রাথওয়েটকে ফেরালেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক উইকেট হারিয়ে ৩৩।
And, that's Lunch on Day 3 of the 1st Test.
Windies 181 & 33/1 are following on and trail by 435 runs.
Updates - https://t.co/RfrOR84i2v #INDvWI pic.twitter.com/e1LCKnJB6h
— BCCI (@BCCI) October 6, 2018
10.49 am: ৪৬৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অন করাবে ভারত।
Innings Break!
Windies all out for 181 runs in the first innings, trail India 649/9d by 468 runs.
Updates - https://t.co/RfrOR84i2v @Paytm #INDvWI pic.twitter.com/yJLiFf8Nwu
— BCCI (@BCCI) October 6, 2018
And, that's a happy bunch out there at Rajkot ????????????#TeamIndia have enforced the follow on, second innings coming up shortly. Stay tuned!
Live - https://t.co/RfrOR84i2v @Paytm #INDvWI pic.twitter.com/TKTLF3UNzy
— BCCI (@BCCI) October 6, 2018
10.48 am: শেষ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের। শ্যানন গ্যাব্রিয়েলকে ফেরালেন অশ্বিন। ১৮১ রানে শেষ ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস।
10.38 am: শারম্যান লুইসকে ফেরালেন অশ্বিন। ক্যারিবিয়ানদের হাতে আর এক উইকেট।
10.30 am: অশ্বিনের বলে বোল্ড রস্টন চেজ। অষ্টম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ৭৯ বলে ৫৩ রান করে আউট হলেন তিনি। গতকাল ২৭ রানে ক্রিজে ছিলেন তিনি।
10.09 am: উমেশ যাদবের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কেমো পল ... দিনের প্রথম উইকেট এল ভারতের। ৪৯ বলে ৪৭ রান করে ফিরে গেলেন তিনি। গতকাল ৩ রানে ক্রিজে অপরাজিত ছিলেন তিনি।