India vs West Indies LIVE Cricket Score: নিজামের শহর হায়দরাবাদে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শনিবার ৩১১ রানে থেমেছে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। জবাবে দিনের শেষে ভারত ৩০৮/৪। তিন রানে পিছিয়ে ভারত। হাতে রয়েছে ছ'উইকেট। অজিঙ্ক রাহানে (৭৫) ও ঋষভ পন্থ (৮৫) রানে অপরাজিত আছেন ক্রিজে।
ঠিক তিন দিনও নয়, দেখতে গেলে আড়াই দিনেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের ফয়সলা হয়ে গিয়েছিল রাজকোটে। পৃথ্বী শ, ক্যাপ্টেন কোহলি ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ভারত রানের পাহাড়ে উঠেছিল। অন্যদিকে বল হাতে পাঁচ উইকেট নিয়ে কামাল করে দিয়েছিলেন কুলদীপ যাদব। এখন দেখার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্যারিবিয়ানরা প্রত্যাবর্তন করতে পারেন কি না! টেস্ট শেষ করার পর দু’দলের মধ্যে পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। কোহলিদের সামনে অপেক্ষা করে আছে অগ্নিপরীক্ষা।
Live Cricket Score, India vs West Indies 2nd Test Match Online LIVE Score Streaming:
3:55 PM: জমে গিয়েছে রাহানে ও পন্থের জুটি। দু'জনেই করে ফেললেন হাফ-সেঞ্চুরি
1:53 PM: এক ঝলকে দ্বিতীয় সেশন
1:51 PM: কোহলি আউট! ক্যাপ্টেনকে ফেরালেন আরেক ক্যাপ্টেন। জেসন হোল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। মাত্র পাঁচ রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া কোহলির। রাহানের সঙ্গে ১০৭ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। ক্রিজে এলেন ঋষভ পন্থ।
12:33 PM: ফের উইকেট! ফিরে গেলেন পূজারা। ভারত তিন উইকেট হারিয়ে ১০৩।
12:24 PM: পৃথ্বী শ'র দুর্দান্ত ইনিংস থেমে গেল ৭০ রানে। ওয়ারিকানের বলে হেটমায়ারের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। রাজকোট টেস্টে অভিষেক করেই সেঞ্চুরি পেয়েছিলেন পৃথ্বী। এদিনও ছিলেন দুরন্ত ফর্মে। ক্রিজে এলেন বিরাট কোহলি।
11:01 AM: ফিরে গেলেন লোকেশ রাহুল। চার রান করে ফিরে গেলেন দলের ওপেনার। জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ভারতের স্কোর ৬৫/১। ক্রিজে এলেন চেতেশ্বর পূজারা।
10:09 AM: ব্যাট করতে নামল পৃথ্বী শ আর লোকেশ রাহুল।
10:00 AM: ৩১১ রানে শেষ ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস।
9:59 AM: শ্যানন গ্যাব্রিয়েল আউট। উমেশের বল গ্যাব্রিয়েলের ব্যাটে খোঁচা লেগে ঋষভ পন্থের হাতে। শেষ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।
9:57 AM: বোল্ড চেজ! উমেশের রিভার্স সুইং চেজের স্টাম্প ছুঁয়ে বেরিয়ে গেল। ১০৬ রান করে ফিরে গেলেন তিনি। যাদবের চলে আসল পাঁচ উইকেট।
9:37 AM: প্রত্যাশিত সেঞ্চুরি পেয়ে গেলেন রস্টন চেজ। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে চতুর্থ সেঞ্চুরি পেয়ে গেলেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তাঁর ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়িয়েছিল।
9:35 AM: দিনের প্রথম উইকেট! দেবেন্দ্র বিশুর উইকেট ছিটকে দিলেন উমেশ যাদব। ওয়েস্ট ইন্ডিজ ২৯৬/৮