India vs West Indies LIVE Cricket Score: নিজামের শহর হায়দরাবাদে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেট হারিয়ে তুলল ২৯৫। ৯৮ রানে ক্রিজে অপরাজিত আছেন রস্টন চেজ। তাঁকে সঙ্গ দিচ্ছেন দেবেন্দ্র বিশু। দু'রান এসেছে তাঁর ব্যাট থেকে। এদিন বল হাতে সফল হয়েছেন উমেশ যাদব ও কুলদীপ যাদব। দু'জনেই পেয়েছেন তিনটি করে উইকেট।
ঠিক তিন দিনও নয়, দেখতে গেলে আড়াই দিনেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের ফয়সলা হয়ে গিয়েছিল রাজকোটে। পৃথ্বী শ, ক্যাপ্টেন কোহলি ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ভারত রানের পাহাড়ে উঠেছিল। অন্যদিকে বল হাতে পাঁচ উইকেট নিয়ে কামাল করে দিয়েছিলেন কুলদীপ যাদব। এখন দেখার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্যারিবিয়ানরা প্রত্যাবর্তন করতে পারেন কি না! টেস্ট শেষ করার পর দু’দলের মধ্যে পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। কোহলিদের সামনে অপেক্ষা করে আছে অগ্নিপরীক্ষা।
Live Cricket Score, India vs West Indies 2nd Test Match Online LIVE Score Streaming:
4:31 PM প্রথম দিনের খেলা শেষ। সাত উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৯৫
4:11 PM সাত নম্বর উইকেটের পতন। উমেশের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ ২৮৬/৭
1:52 PM ছ'নম্বর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। শেন ডরউইচকে ফেরালেন উমেশ যাদব। রিভিউ নিয়ে উইকেট পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮২/৬
12:42 PM পাঁচ নম্বর উইকেটের পতন। কুলদীপ যাদবের বলে জাদেজার হাতে ক্যাচ আউট হয়ে গেলেন সুনীল আমব্রিস। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১৩/৫
12:3৪ PM স্ক্যান করাতে নিয়ে যাওয়া হল শার্দুলকে।
12:25 PM বিরতির পরেই ঝটকা। ওয়েস্ট ইন্ডিজ হারাল চতুর্থ উইকেট। কুলদীপ যাদবের বলে ফিরে গেলেন হেটমায়ার। স্কোর ৯২/৪
11:31 AM এখন লাঞ্চ ব্রেক...
11:31 AM ফের উইকেট। এবার শাই হোপকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন উমেশ যাদব।৬৮ বলে ৩৬ করে এলবিডব্লউ হয়ে গেলেন তিনি। ক্য়ারিবিয়ানদের স্কোর ৮৬/৩
10:56 AM আউট! ভারতের ঝুলিতে দ্বিতীয় উইকেট। আউট হয়ে গেলেন ক্রেগ ব্রাথওয়েট। কুলদীপ যাদবের বলে প্লাম এলবিউডব্লিউ হয়ে গেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ খোয়াল রিভিউ। দলের স্কোর ৫২/২। দুই ওপেনারই ফিরে গেলেন।
10:47 AM মাঠের বাইরেই আছেন শার্দুল ঠাকুর। জীবনের অভিষেক টেস্টে মাত্র ১.৪ ওভার বল করেই বেরিয়ে যেতে হল তাঁকে। তাঁর বদলে এলেন রবিচন্দ্রন অশ্বিন।
10:33 AM মাঠে ঢুকে পড়ল ফ্যান। কোহলির সঙ্গে সেলফি তুলতেই তাঁর আগমন।
10:17 AM দিনের প্রথম উইকেট। ফিরে গেলেন ওপেনার কায়রন পাওয়েল। রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ২২ রান যোগ করলেন স্কোরবোর্ডে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেট হারিয়ে ৩২।