নবাবের শহর লখনউয়ে রাজার মতো খেললেন রোহিত শর্মা। ক্রিকেটের পরিভাষায় ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। অনবদ্য সেঞ্চুরি আর দুরন্ত ফিল্ডিংয়ের সঙ্গেই একজন ভাল নেতার পরিচয় দিলেন তিনি। লখনউতে ৭১ রানে জিতল ভারত। উইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জয় পেল রবি শাস্ত্রীর শিষ্য়রা। আগামী রবিবার সিরিজের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই দল।
মঙ্গলবার টস হেরে লখনউয়ে ব্যাট করে ভারত। রোহিতের কেরিয়ারের চতুর্থ টি-২০ আন্তর্জাতিক শতরানের (৬১ বলে অপরাজিত ১১১)সৌজন্যে ভারত ১৯৫ রান তোলে স্কোরবোর্ডে। লখনউয়ের কিউরেটর বলেছিলেন এখানে প্রথমে ব্যাট করে ১৩০ রান তুললেই বিপক্ষের জন্য চাপ হয়ে যাবে। সেখানে ভারত বড় রানেরই টার্গেট দিয়েছিল উইন্ডিজদের। আর এই রান তাড়া করতে নেমে ১২৪ রানে গুটিয়ে গেল ব্রাথওয়েট অ্যান্ড কোং।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারত পাঁচ উইকেটে জিতেছিল ঠিকই, কিন্তু কলকাতায় জয়ের রাস্তা মোটেই সহজ ছিল না রোহিত শর্মাদের। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে উইন্ডিজদের মাত্র ১০৯ রানে বেঁধে দিয়েছিল ইন্ডিয়া। দেখতে গেলে টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে এটা কোনও রানের টার্গেটই ছিল না। তাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। কিন্তু এই রান তুলতেই রীতিমতো গলদঘর্ম হয়েছিলেন রোহিতরা। আশা করা গিয়েছিল ম্যাচটা একপেশেই হবে। বাস্তবে হয়েছে তার উল্টোটাই। একসময় ভারত ৪৫ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল। সেখান থেকে দীনেশ কার্তিক আর ক্রুনাল পাণ্ডিয়ারা ম্যাচটা বার করে আনেন। ভারতের টপ অর্ডার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু এদিন রোহিত-ধাওয়ানের ব্যাট সবাইকে চুপ করিয়ে দিল।
LIVE Score, India vs West Indies T20 Match Live Cricket Score Updates:
10.25 pm: ৭১ রানে জয়ী ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতে নিল ভারত।
10.19 pm: শেষ ছ'বলে প্রয়োজন ৮১ রান।
10.18 pm: রোহিতের তৃতীয় ক্যাচ! ফিরে গেলেন কিমো পল। ভুবি পেলেন দিনের দ্বিতীয় উইকেট। ম্যাচের যবনিকা পতনের অপেক্ষা শুধু। ২১ বলে ঝোড়ো ২০ রান করেছিলেন তিনি। উইন্ডিজ হারাল অষ্টম উইকেট। নাকল বলেই বোকা বনে গেলেন পল। উইন্ডিজ আট উইকেট হারিয়ে ১১৪।
10.11pm: কিমো পল পরপর দু'টো ছয় মারলেন কুলদীপের বলে। ক্যারিবিয়ানদের মরিয়া প্রয়াস নিঃসন্দেহে এই জায়গায় দাঁড়িয়ে প্রশংসনীয়। কিন্তু এই জায়গা থেকে কারোর পক্ষেই আর সম্ভব নয় উইন্ডিজকে এই ম্যাচে ফেরানোর।
10.01pm: আবার উইকেট। ভারতের হাতে উইন্ডিজের অসহায় আত্মসমর্পণের চেনা ছবি লখনউতেও। আর তিন উইকেট ক্যারিবিয়ানদের হাতে। ফাবিয়ান অ্যালেনকে রান আউট করলেন পাণ্ডিয়া। উইন্ডিজ ৮১ রানে সাত উইকেট হারালো। আপাতত তাদের আর এই ম্যাচে কোনও আশাই নেই। এখন শুধু দ্রুত নিস্পত্তির অপেক্ষা।
9.55pm: ছ'নম্বর উইকেট! বোঝাই যাচ্ছে ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। ডজন উইকেট হারাল উইন্ডিজ। ভুবনেশ্বর কুমারের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ আউট হয়ে গেলেন দীনেশ রামদিন। ভারতের প্রয়োজন আর চার উইকেট। উইন্ডিজ ৮১/৬। খেলা প্রায় শেষের পথেই। লখনউতে আগাম দিওয়ালি সেলিব্রেশন শুরু।
9.42pm: পোলার্ড আউট, উইন্ডিজ হারাল পঞ্চম উইকেট। পোলার্ডের আইপিএল কানেকশন অব্যাহত। গত ম্যাচে তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ক্রুনাল পাণ্ডিয়া আউট করেছিল। আর এদিন যসপ্রীত বুমরার হাতে উইকেট দিয়ে এলেন পোলার্ড। ১১ বলে ৬ রান করে আউট হলেন তিনি। উইন্ডিজ ৬৮/৫। উইন্ডিজের তাসের ঘরের মতো ভেঙে পড়ার গল্প শুরু হয়েছে আবার।
9.30pm: ব্যাক-টু-ব্যাক উইকেট! কুলদীপ ইজ অন ফায়ার। নিকোলাস পুরানকে ক্লিন বোল্ড করে দিলেন দেশের চায়নাম্যান বোলার। এই পুরানই এসেছিলেন রোভম্যান পাওয়েলের বদলে। এখন বলাই যায় যে, উইন্ডিজের শেষের শুরু হয়ে গেল। উইন্ডিজ ৫২/৪
9.26pm: ব্র্যাভো আউট! সেট হয়ে যাওয়া ব্র্যাভোর উইকেট তুলে নিলেন গত ম্যাচের নায়ক কুলদীপ যাদব। রোহিত শর্মার হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ব্র্যাভো করেছিলেন ১৮ বলে ২৩। উইন্ডিজ এখন রীতিমতো চাপে। ধীরেধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিচ্ছে রোহিত অ্যান্ড কোং। উইন্ডিজ-৪৮/৩।
9.16pm: ফের খালিল আহমেদ! ফেরালেন হেটমায়ারকে (১৪ বলে ১৫)। লখনউয়ের এই মাঠ অত্য়ন্ত বড়। ফলে বাউন্ডারি লাইন পার করা সহজ ব্যাপার নয়। হেটমায়ারও বুঝতে পারলেন যে, তাঁর শটে সেই পাওয়ার ছিল না। আপাতত জোড়া উইকেট হারিয়ে চাপে উইন্ডিজ। ম্যাচের রাশ ভারতের হাতে। উইন্ডিজ ৩৩/২
9.13pm: পাঁচ ওভার শেষে উইন্ডিজ এক উইকেট হারিয়ে ২৯। শে হোপের উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা একটা ঝটকা খেয়েছিল। কিন্তু ড্যারেন ব্র্যাভো ও হেটমায়ার কিন্তু দ্রুত সেই পরিস্থিতি থেকে বার করে আনেন দলকে। এখন ভারত চাইবে দ্রুত উইকেট তুলতে।
9.03pm: হোয়াট আ প্লেয়ার! রোহিতের আজকের সেঞ্চুরির একটা ছোট্ট ভিডিও টুইট করল বিসিসিআই। নিঃসন্দেহে রোহিত এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ফের বুঝিয়ে দিলেন যে, তাঁর ব্যাট যেদিন কথা বলে সেদিন বিপক্ষের ভূমিকা নীরব দর্শকের মতোই থাকে। এদিন প্রথম উইকেট পার্টনারশিপে ধাওয়ানের সঙ্গে ১২৩ রান যোগ করেছিলেন তিনি।
What a player @ImRo45 ????????#INDvWI pic.twitter.com/Ig7UhubLxI
— BCCI (@BCCI) November 6, 2018
8.54pm: শে হোপের (৮ বলে ৬) উইকেট ছিটকে দিলেন খালিল আহমেদ। এই মুহূর্তে রোহিতের দলের অন্যতম সেরা বোলার এই খালিল আহমেদ। গত ম্যাচেই তাঁর আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয়েছিল। চার ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ভারতের সম্পদ হতে চলেছেন রাজস্থানের বছর কুড়ির বাঁ-হাতি মিডিয়াম পেসার। উইন্ডিজ ৭/১
8.53pm: ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে দুরন্ত একটা ছয় শে হোপের। ম্যাচের প্রথম ওভারেই এই দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দিল যে তাঁরাও বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতে নারাজ। যদিও ভুবির পঞ্চম বলে একটা সংশয় তৈরি হয়েছিল আউট নিয়ে। আম্পায়ার নট আউট দিয়েছিলেন। কিন্তু উইকেটকিপার দীনেশ কার্তিক কোনও আওয়াজ শুনতে না-পারার জন্য ভারত রিভিউ নিল না। প্রথম ওভারের শেষে উইন্ডিজের স্কোর ৬/০। ওপেনিংয়ে শে হোপ ও শিমরন হেটমায়ার।
8.39pm: ইনিংস শেষ। উইন্ডিজের জেতার জন্য প্রয়োজন ১৯৬।
8.33pm: হোয়াট অ্যান ইনিংস! সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। কেরিয়ারের চতুর্থ আন্তর্জাতিক টি-২০ শতরান তাঁর।
8.27pm: চার-ছয় ছাড়া কথা বলছেন না রোহিত-রাহুল। ম্যাচের ১৮ ওভারে উঠল ২১ রান। ভারতের স্কোরবোর্ডে ১৬৯ রান। দিওয়ালি ধামাকার টের পাওয়া যাচ্ছে তাঁদের ব্যাটে। বাকি দু'ওভারে লখনউয়ের ঝড় ওঠার প্রতীক্ষায় দর্শকরা।
8.25pm: ভারতের হাতে আর তিন ওভার। রোহিত অপরাজিত ৮০ রানে। লোকেশ রাহুল এসেই মারকাটারি ফর্মে ব্যাট করতে শুরু করে দিয়েছেন। দু'উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৪৮। রোহিত-রাহুলের জুটিতে ভারতের আরও রানের আশায় ফ্যানেরা।
8.18pm: জোড়া ধাক্কা! ধাওয়ান আউট হওয়ার পর ফিরে গেলেন ঋষভ পন্থও। মাত্র ছ'বল খেললেন পন্থ। পিয়েরের বলে হেটমায়ারের হাতে পাঁচ রানে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। আগের ম্যাচেও পন্থ মাত্র এক রান করেছিলেন। ধোনির পরিবর্তে পন্থকেই টি-২০-তে দেখে নিতে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু পন্থ দু'বারই ব্যর্থ হলেন। ১৫.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৩৩।
8.08pm: শিখর ধাওয়ান আউট! অ্যালেনের বলে পুরানের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ৪১ বলে ৪৩ রানে থামল তাঁর ব্য়াট। যদিও নিজের কাজটা তিনি করে দিয়ে গিয়েছেন। ওপেনিং পার্টনারশিপে রোহিতের সঙ্গে স্কোরবোর্ডে ১০০ রান তুলে দিয়েছেন গব্বর।
8.01pm: হাফ-সেঞ্চুরি রোহিতের! শুরু থেকেই দুরন্ত ছন্দে হিটম্যান। তিনটি চার ও তিনটি ছয় ইতিমধ্যেই এসেছে তাঁর ব্যাট থেকে। রোহিতের খেলা উপভোগ করছে লখনউ।
????????@ImRo45 sits atop on the list of most runs for India in T20Is. pic.twitter.com/2vLQEVTTfS
— BCCI (@BCCI) November 6, 2018
7.56pm: ১০ ওভার শেষে ভারতের স্কোর ৮৩ (রান রেট ৮.৩)। রোহিত-শিখরের ব্যাটে বড় রানের পথে টিম ইন্ডিয়া। সিঙ্গলের পাশাপাশি তাঁরা সুযোগ পেলেই চালাচ্ছেন। চার-ছয়ও আসছে টিম ইন্ডিয়ার দুুই ওপেনারর ব্যাট থেকে। এই দুই ব্যাটসম্যানের কাচ মিসের খেসারত দিতে হবে উইন্ডিজকে। ব্রাথওয়েটদের বলে সেই ধারও দেখা যাচ্ছে না। যেটা ম্যাচ শুরুর দিকে ছিল। পিচের চরিত্রও বদলাতে শুরু করেছে সময়ের সঙ্গে।
7.47pm: নয়া জীবন পেলেন ভারতের ওপেনাররা! ম্যাচের ৭.৪ ওভারে পিয়ের অ্যালেনের বলে ক্যাচ আউট হয়ে যাচ্ছিলেন রোহিত। কিন্তু পিয়ের বাউন্সের জন্য ক্যাচ তালুবন্দি করতে পারলেন না। এরপর অষ্টম ওভারে ব্রাথওয়েটের প্রথম বলেই আউট হয়ে যাচ্ছিলেন ধাওয়ান। কিন্তু মিউউইকেট বাউন্ডারি লাইনে ক্যাচ মিস করলেন কিমো পল। ন'ওভার শেষে ভারতের রান ৭৮।
7.33pm: প্রাথমিক জড়তা কাটিয়ে ভারত এখন ছন্দে। বোলারদের স্বর্গরাজ্যে এবার ব্যাটসম্যানরাও আধিপত্য দেখাচ্ছেন। রোহিত-ধাওয়ান দু'জনেই রয়েছেন ছন্দে। এর মাঝেই রোহিত হয়ে গেলেন টি-২০ ফর্ম্যাটে ভারতের সবচেয়ে বেশি রান সংগ্রাহক ক্রিকেটার। পাশাপাশি ধাওয়ানও করে ফেললেন আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টিতে নিজের এক হাজার রান। এই জুটির সুবাদেই ভারতের স্কোরবোর্ডে ৫০ রান চলে এল। ধাওয়ান-রোহিত এভাবে খেলতে থাকলে ভাল রানই প্রত্যাশিত। সে পিচ যতই বোলার সহায়ক হোক না কেন!
Visuals from India's 52nd international venue ????
Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow ???????? pic.twitter.com/WTKYiFR5Yu
— BCCI (@BCCI) November 6, 2018
7.23pm: ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি! থমাসের বল সোজাসুজি মাথার ওপর দিয়ে তুলে দিলেন রোহিত শর্মা। এর সঙ্গেই রোহিত হয়ে গেলেন দেশের জার্সিতে ভারতের সর্বোচ্চ টি-২০ রান সংগ্রাহক। বিরাটকে টপকে যাওয়ার জন্য দলের হিটম্যান রোহিতের আর প্রয়োজন ছিল ১১টি রান। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে কোহলির ব্যাট থেকে ৪৮.৮৮-এর গড়ে এসেছে ২১০২ রান। রোহিত সেই রানই টপকে গেলেন।
7.15pm: ভাল বোলিং, টাইট ফিল্ডিং, স্লো আউটফিল্ড। আপাতত এই তিন প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছেন রোহিত-শিখর। সিঙ্গল রানই এখন তাঁদের ভরসা। তাঁরা চেষ্টা করছেন যে ভাবে হোক রান চুরি করে নেওয়া যায়। আপাতত তিন ওভার শেষে ম্যাচের চিত্রটা এরকমই। ভারতের স্কোরবোর্ডে ১১ রান।
7.05pm: মেডেন ওভারেই খেলার শুরু! থমাসের প্রথম ওভারে কোনওরকম ঝুঁকি নিলেন না রোহিত-শিখর। ওভারটা একদম ধরে খেললেন। ডিফেন্সিভ মুডেই শুরুটা করলেন তাঁরা। পিচের চরিত্র বোঝার জন্য কিছুটা সময় নেবেন দলের দুই ওপেনার। এই মাঠে এটাই প্রত্যাশিত।
6.53pm: আজ রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের ওপর অনেক কিছু নির্ভর করছে। ওপেনিং জুটিতে তাঁদের ওপর গুরুদায়িত্ব। কারণ এই পিচে রান তোলার জন্য শুরু থেকেই রান রোটেট করতে হবে। কারণ তাঁদের লড়াইটা শুধুমাত্র উইন্ডিজ বোলারদের বিরুদ্ধেই নয়, লড়তে হবে শিশিরের সঙ্গেও। এখন দেখার ভারতের শুরুটা কেমন হয়। ম্যাচের আগে রোহিতদের ওয়ার্ম-আপের ভিডিও টুইট করল বিসিসিআই
Hello one and all, and welcome to Lucknow. The #MenInBlue look all set to take the Windies on.
Live action coming up shortly https://t.co/hLdtrfs9Au #INDvWI pic.twitter.com/FSDyMm5wkS
— BCCI (@BCCI) November 6, 2018
6.41pm: দুই দলেই এসেছে পরিবর্তন। উইন্ডিজ শিবিরে নিকোলাস পুরান এসেছেন রোভম্যান পাওয়েলের বদলে। অন্যদিকে ভারতীয় দলে ভুবনেশ্বর কুমার ফিরেছেন উমেশ যাদবের পরিবর্তে। গত ম্যাচে উমেশ চার ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিলেন। নিকোলাস পুরান কিন্তু উইন্ডিজের তুরুপের তাস হতে পারেন টপ অর্ডারে। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ ও বাংলাদেশ প্রিমিয়র লিগে দুরন্ত ফর্মে ছিলেন তিনি।
Here's our Playing XI for the 2nd Paytm T20I.
Live - https://t.co/hLdtrfs9Au #INDvWI pic.twitter.com/16z0Jlv9OO
— BCCI (@BCCI) November 6, 2018
6.30pm: টস হেরে ব্যাট করবে ভারত! রোহিত শর্মা জানালেন তিনিও টস জিতলে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন। ম্যাচের অনেক আগেই জানা গিয়েছিল একানা স্টেডিয়ামে রান তোলাটাই ভীষণ কঠিন। কিউরেটরও জানিয়ে দিয়েছিলেন যে, ১৩০ রান তাড়া করে জিততে গেলেই গলদঘর্ম হতে হবে বিপক্ষকে। এখানে শুরু থেকেই শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। স্পিনাররা শুরু থেকেই সাহায্য পাবেন।
Windies win the toss and elect to bowl first in the 2nd Paytm T20I against #TeamIndia.#INDvWI pic.twitter.com/C16jMLXdbp
— BCCI (@BCCI) November 6, 2018
6.20pm: আগামিকাল দেশ জুড়ে পালিত হবে দিওয়ালি। ইতিমধ্য়েই প্রাক দিওয়ালির একটা মেজাজ দৃশ্যমান সর্বত্র। আজ রোহিতরা জিততে পারলে শুধু সিরিজই পকেটে পুরতে পারবেন না, দেশবাসীকে এই জয় দিওয়ালির উপহার হিসেবেই দিতে পারবেন তাঁরা। এদিন ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় ভিভিএস লক্ষ্মণ ও সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গারকে দেখা গেল ভারতীয় ট্র্যাডিশনাল পোশাকেই। বোঝাই যাচ্ছে সেখানেও দিওয়ালির মুড। গত ম্যাচে দুই দলেরই টপ অর্ডার ব্যর্থ হয়েছে। এদিন কিন্তু চোখ থাকবে তাঁদের দিকে।
6.10pm: আর কুড়ি মিনিট পরেই টস। দীর্ঘ ২৪ বছর পর নবাবের শহর লখনউয়ে হচ্ছে কোনও আন্তর্জাতিক ম্য়াচ। ভারতের ক্রিকেট স্টেডিয়ামের মানচিত্রে আজ জায়গা করে নেবে অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই প্রথম এখানে অনুষ্ঠিত হচ্ছে কোনও আন্তর্জাতিক ম্যাচ। একেবারে নবরূপে সজ্জিত এই স্টেডিয়াম। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্বপ্নের প্রকল্প ছিল এই স্টেডিয়াম। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত সোমবার এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে এই প্রথম কোনও স্টেডিয়াম।
???? Ekana International Cricket Stadium ????️ at Lucknow #INDvWI pic.twitter.com/mPjkGdyZcL
— UPCA (@UPCACricket) November 5, 2018