Advertisment

IND v WI LIVE Cricket Score: বিরাট-রোহিতের জোড়া সেঞ্চুরিতে হেলায় জয় ভারতের

LIVE Cricket Score, India vs West Indies ODI LIVE Score Streaming: উইন্ডিজের হয়ে শিমরন হেটমায়ার লড়লেন আপ্রাণ, যাতে ৩২৩ রানের ভদ্রস্থ টার্গেট দেওয়া গেল ভারতকে। কিন্তু কোহলি এবং রোহিত এমনভাবে ব্যাটিং করলেন যেন পাড়ার গলিতে খেলতে নেমেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশাখাপত্তনমে অপরিবর্তিত ভারতীয় দল (ছবি-টুইটার)

IND v WI LIVE Cricket Score: দু’ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ভারতের ফোকাস এখন ওয়ান-ডে সিরিজে। আজ ছিল গুয়াহাটিতে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচ। খেলা হলো বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রত্যাশা মতো দলে সুযোগ পান ঋষভ পন্থ। উইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত দু’ম্যাচের টেস্ট সিরিজে দেশের জার্সিতে দুরন্ত ব্যাট করেছেন পন্থ। দুই ইনিংস মিলিয়ে ১৮৪ রান করেছেন বছর একুশের ক্রিকেটার। দু’বারই আট রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর। টেস্টে ভাল পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি।

Advertisment

উইন্ডিজের হয়ে ৭৪ বলের সেঞ্চুরির সাহায্যে শিমরন হেটমায়ার লড়লেন আপ্রাণ, যাতে ৩২৩ রানের ভদ্রস্থ টার্গেট দেওয়া গেল ভারতকে। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা এমনভাবে ব্যাটিং করলেন যেন পাড়ার গলিতে খেলতে নেমেছেন। চাপ ব্যাপারটা বোঝেনই না। ওয়েস্ট ইন্ডিজ প্রায় সোয়া তিনশো তোলার পর মনে হয়েছিল, লড়াই হবে একটা, রানটা তো নেহাত কম নয়। এখন মনে হচ্ছে, চারশো টার্গেট হলেও হেসেখেলে তুলে দিত বিরাট-বাহিনী।

Catch the live India vs West Indies ODI LIVE Cricket Match Score in English

LIVE Cricket Score, India vs West Indies ODI LIVE Cricket Match Score Streaming:

9.03 pm: ভুল বলেছিলাম আমরা। ম্যান অফ দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি, বললেন, "রোহিত সঙ্গে থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায়।"

8.45 pm: ছক্কা! ছক্কা দিয়ে শেষ! ৪২.১ ওভারে রোহিতের ছক্কায় খেল খতম! রোহিত নট আউট ১৫২, অবধারিত ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিৎ।



8.43 pm: এবং আবার! অফে সরে এসে দিলস্কুপ স্টাইলে ফাইন লেগ দিয়ে রোহিতের বাউন্ডারি। তার পরের বলে ফের চার লং অফ দিয়ে। 'Hit as you like'-এর মেজাজে ম্যাচ শেষ করছেন রোহিত।

8.40 pm: হার নিশ্চিত হয়ে গেলে যা হয়, কাঁধ ঝুলে গেছে ক্যারিবিয়ানদের। স্বাভাবিক, এই বেদম পিটুনির পর স্বাভাবিকই। আবার চার রোহিতের। রইল বাকি ১২।



8.37 pm: রান-মহোৎসবে যোগ দিচ্ছেন রায়াডুও, থমাসকে সাইটস্ক্রিনের উপর দিয়ে মসৃণ ছক্কা। ম্যাচ দ্রুত শেষের পথে, দুরমুশ ক্যারিবিয়ানরা। ভারতের প্রয়োজন ১০ ওভারে ২০ রান।

8.35 pm: নিতান্ত সহজ জয় আসতে চলেছে, কিন্তু প্রশ্ন উঠবেই, বিশ্বকাপের প্রস্তুতি পর্বে নিজেদের শক্তি পরীক্ষার জন্য এই ওয়েস্ট ইন্ডিজ কি আদৌ যোগ্য প্রতিপক্ষ ভারতের কাছে? এ তো ডেভিড ভার্সেস গোলিয়াথ চলছে !

8.28 pm: রোহিতের ব্যাটিং-মেজাজ দেখে বোঝা যাচ্ছে, ম্যাচ বেশিক্ষণ গড়াতে দিতে ঘোর অনীহা। ছেলেখেলা করছেন বিপক্ষ বোলিং নিয়ে। মাত্র ১০৭ বলে তাঁর স্কোর ১৩১। ৭২ বলে চাই ৩৩, ওভার পিছু তিনেরও কম। চূড়ান্ত একপেশে ম্যাচের সাক্ষী থাকছে স্টেডিয়াম।

8.22 pm: রো-হিট! ফের ছক্কা, হতভাগ্য বোলারের নাম দেবেন্দ্র বিশু। লং অফ-এর উপর দিয়ে অনায়াস আভিজাত্যে রোহিতসুলভ বিগ হিট।

publive-image হেলায় সেঞ্চুরি রোহিতের

8.20 pm: ম্যাচ পঞ্চাশ ওভার অবধি গড়াবে না, এটা চোখ বুজে লিখে ফেলা যায় এখন। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই পরিষ্কার, এই ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দেওয়ার মতো ভেদশক্তি এই ক্যারিবিয়ান বোলিংয়ের নেই। এ ওয়েস্ট ইন্ডিজ সে ওয়েস্ট ইন্ডিজ নয় !

8.14 pm: হোল্ডারকে চৌত্রিশতম ওভারের চতুর্থ বলে রাজকীয় ঔদ্ধত্যে লং অনের উপর দিয়ে ওড়ালেন রোহিত। বিশাল ছক্কা! ভারত ৩৪ ওভারের শেষে ২৬৭/২

8.08 pm: ক্রিজে রোহিতের সঙ্গে যোগ দিলেন রায়াডু। ম্যাচ এখন নিয়মরক্ষার। ১৩ ওভারে দরকার মাত্র ৬৭। হেলাফেলায় জয়ের পথে টিম ইন্ডিয়া।

8.00 pm: সেঞ্চুরি!!! রোহিত শর্মার তাড়া আছে, আগেই বলেছিলাম! ৮৭ বলে ১০৭ তাঁর স্কোর

8.07 pm: আউট! বিরাট কোহলি (স্টাম্পড হোপ, বোল্ড বিশু, ১৪০)

7.55 pm: ১৬৪ বলে ২০০ রানের নজিরবিহীন পার্টনারশিপ গড়লেন কোহলি এবং রোহিত। এই প্রথম কোনও ভারতীয় জুটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ রানের পার্টনারশিপ গড়ল। ম্যাচ আপাতত নিতান্তই একপেশে।

7.45 pm: রানের সঙ্গে তাল রাখা দায় হয়ে পড়ছে, ২৮ ওভারের শেষে ভারত ২১৭/১। রোচের এই ওভারে উঠল ১৯ রান, যার মধ্যে রয়েছে তিনটি চার, একটি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজ দৃশ্যতই ছত্রভঙ্গ হয়ে পড়ছে।

7.40 pm: আপাতত বাউন্ডারি ছাড়া কথা বলছেন না ভারতের অধিনায়ক। পরপর তিনটি দুর্দান্ত চারের দৌলতে তাঁর স্কোর ১১০। পিছিয়ে নেই রোহিতও, ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকালেন তিনি। ২৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৮/১

7.37 pm:  সেঞ্চুরি!!! ৮৮ বলে ১০১ রান কোহলির, বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছলেন



7.33 pm: প্রথমে ধরে খেললেও এবার হাত খুলছে রোহিতেরও। তাঁর স্কোর ৬৬ বলে ৭১

7.30 pm: ২৫ ওভার শেষ, ভারত ১৬৮/১, কিন্তু ঢিলে দেওয়ার উপায় নেই। প্রয়োজনীয় রান রেট এখনো ৬.১৯

7.23 pm: দুরন্ত গতিতে সেঞ্চুরির পথে বিরাট কোহলি, এই ওভারে স্কোয়ারের পেছনে টমাসকে চার মেরে তাঁর ব্যক্তিগত স্কোর নিয়ে এলেন ৯৪ তে।

7.17 pm: দেড়শো ছুঁল ভারত, ২২ ওভারের শেষে স্কোর ১৫১/১, কোহলি ব্যাটিং ৮৯, রোহিত শর্মা ৫৫

6.35 pm: কিং কোহলি করে ফেললেন কেরিয়ারের ৪৯তম হাফ সেঞ্চুরি



6.29 pm: ধাওয়ানকে হারানোর ধাক্কা টের পেতে দিলেন না বিরাট-রোহিত। দশ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ৭১। দু'জনেই ছন্দে আছেন। ৭.১০-র রান রেট ভারতের। কোহলি ব্যাট করছেন ৪৭ রানে। রোহিত অপরাজিত ১৮ রানে। কোহলির ব্যাট থেকে এসে গিয়েছে ১০টি চার। একেবারে রাজকীয় মেজাজে আছেন তিনি।

6.00 pm: ভারতের প্রথম উইকেটের পতন। ফিরে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। ওশানে থমাসের বলে তিনি আউট হয়ে গেলেন। ৬ বলে ৪ রান করলেন তিনি। ক্রিজে এলেন ক্যাপ্টেন বিরাট কোহলি। ভারত ১০/১



5.17 pm: ইনিংস ব্রেক। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৩২২ রান তুলল। ভারতের টার্গেট ৩২৩



4.48 pm: ফিরে গেলেন ক্যাপ্টেন! জেসন হোল্ডার আউট। চাহালের বলে প্যাভিলিয়নের রাস্তা দেখলেন তিনি। ৪২ বলে ৩৮ করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর আট উইকেট হারিয়ে ২৭৮।

4.19 pm: হেটমায়ার আউট। সেঞ্চুরির ইনিংস থামল ১০৬ রানে। রবীন্দ্র জাদেজার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ৭৮ বলের ৬টি চার ও ৬টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪৮/৬

4.17 pm: ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করলেন হেটমায়ার। ওয়ান-ডে ফর্ম্যাটে তৃতীয় সেঞ্চুরি এল হেটমায়ারের। কোহলি করতালিতে অভিবাদন জানালেন তাঁকে।

4.12 pm: ২০০ পূর্ণ করল উইন্ডিজ



3.42 pm: পঞ্চম উইকেটের পতন। জাদেজার বলে বোল্ড হয়ে গেলেন রোভম্যান পাওয়েল। উইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে ১৮৮

3.05 pm: হোপ আউট। চতুর্থ উইকেট হারাল ক্যারিবিয়ানরা। শামির চলে এল দিনের দ্বিতীয় উইকেট। ৫১ বলে ৩১ করে ফিরে গেলেন হোপ। শামির বলে ধোনির হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি।

2.56 pm: শতরান পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ। চাহালের বলে চার মেরেই হেটমায়ার দলের ১০০ রান পার করে দিলেন।

2.34 pm: এলেন আর ফিরে গেলেন স্যামুয়েলস। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। তিন উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে এলেন হেটমায়ার। ম্যাচের রাশ এখন ভারতের হাতে।

2.34 pm: ফিরে গেলেন পাওয়েল। ভারতের দ্বিতীয় উইকেট চলে এল খালিল আহমেদের সৌজন্য়ে। ৩৯ বলে ৫১ রান করে ধাওয়ানের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ব্যাট করতে এলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মার্লন স্যামুয়েলস। উইন্ডিজের স্কোর দু উইকেট হারিয়ে ৮৪।

2.28 pm: হাফ সেঞ্চুরি পাওয়েলের। দুরন্ত ফর্মে আছেন তিনি। ৬টি চার ও ২টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর ব্যাটে ভর করেই এগিয়ে যাচ্ছে উইন্ডিজ। এখন পাওয়েলের উইকেটই ভারতের লক্ষ্য।

1.49 pm: ম্যাচের প্রথম উইকেট। শামি ফেরালেন ওপেনার হেমরাজকে। ১৫ বলে ৯ রান করে ফিরে গেলেন তিনি। হেমরাজ-পাওয়েল শুরুটা ভালই করেছিলেন। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলাতে কিছুটা হলেও সময় লাগবে। তিন নম্বরে ব্যাট করতে নামলেন সাই হোপ।

1.31 pm: ধোনির হাত থেকে ওয়ান-ডে অভিষেকের টুপি নিলেন পন্থ।

1.30 pm: খেলা শুরু। ব্যাট করতে নামলেন কায়রন পাওয়েল ও চন্দ্রপল হেমরাজ। বঙ্গজ পেসার মহম্মদ শামি বলে। প্রথম বলেই চার খেলেন শামি। অফস্টাম্পের বাইরের বল। পাওয়েলের দুরন্ত কভার ড্রাইভ।

1.19 pm: ম্যাচের আগে গা ঘামাচ্ছে টিম ইন্ডিয়া

1.14 pm: ভারতের প্রথম একাদশে ঋষভ

1.10 pm: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কোহলির

1.09 pm: টিম ইন্ডিয়া

1.09 pm: টিম উইন্ডিজ

India West Indies
Advertisment