দেশের জার্সিতে ওয়ান-ডে অভিষেকের দোরগোড়ায় ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। আগামিকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুয়াহাটিতে ভারতের প্রথম ওয়ান-ডে। শনিবার এই ম্যাচের জন্য় ১২ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। টিমে রয়েছেন পন্থ।
২১ বছরের পন্থ সদ্যসমাপ্ত দু’ম্যাচের টেস্ট সিরিজে দেশের জার্সিতে দুরন্ত ব্যাট করেছেন। দুই ইনিংস মিলিয়ে ১৮৪ রান করেছেন। দু’বারই আট রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর। এই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। নিয়মিত উইকেটকিপার এমএস ধোনির সঙ্গেই দলে সুযোগ পেয়েছেন তিনি। টেস্ট সিরিজ শুরুর আগে পন্থ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম একশোর মধ্যে ছিলেন না। কিন্তু এই সিরিজের পর ২৩ ধাপ এগিয়ে ৬২ নম্বরে এসেছেন তিনি।
আরও পড়ুন: আইসিসি টেস্ট র্যাঙ্কিং: উত্তরণ পৃথ্বী-পন্থের, প্রথম পঁচিশে উমেশ যাদব
পন্থ ছাড়াও উমেশ যাদবকে রাখা হয়েছে এই তালিকায়। হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে উমেশের ১০ উইকেট ভারতের জয়ের ভাগ্য লিখে দিয়েছিল। তৃতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে দেশের মাটিতে যাদব ১০টি টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছিলেন উমেশ। এই পারফরম্যান্সের সুবাদে টেস্টের প্রথম পঁচিশ বোলারদের তালিকায় চলে এসেছেন তিনি।
উমেশেকে প্রথম ওয়ান-ডে'র জন্য ভাবা হয়নি। কিন্তু শার্দূল ঠাকুরের চোটের জন্য পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তাঁর দরজা খুলে গেল। উমেশ ছাড়াও মহম্মদ শামি, খালিল আহমেদও রয়েছেন পেস বিভাগে। স্পিনিং ব্রিগেডে রয়েছেন রবীন্দ্র জাদেজা। যদিও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া না-খেলাতেই নির্বাচকরা জাদেজাকে দলে রেখেছেন। জাদেজা এশিয়া কাপে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ভাল পারফর্ম করেছেন। এছাড়াও স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন।
উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে ভারতের ১২ সদস্যের দল:
.বিরাট কোহলি (সি), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রায়ডু, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মহম্মদ শামি, খালিল আহমেদ।